স্বামী বিবেকানন্দ, ঐক্যশ্রী স্কলারশিপের ডেডলাইন বাড়াল পশ্চিমবঙ্গ সরকার! লাস্ট ডেট জানুন

SVMCM Aikyashree Scholarship

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের জন্য বিরাট সুখবর। কারণ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ও মাইনরিটি ঐক্যশ্রী স্কলারশিপ (SVMCM Aikyashree Scholarship) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন আর রিনিউয়াল আবেদনের সময়সীমা বাড়ানো হল। হ্যাঁ, গত সেপ্টেম্বর মাস থেকে চলছে ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপের রিনিউয়াল আবেদন চলছে নভেম্বর মাস থেকে। তবে শেষ সময়সীমা কবে দেওয়া হল? জানুন এই প্রতিবেদনে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের লাস্ট ডেট

বর্তমানে বিকাশ ভবনের তরফ থেকে দেওয়া স্বামী বিবেকানন্দের স্কলারশিপের ফ্রেশ ও রিনিউয়াল আবেদন চলছে। এই স্কলারশিপের লাস্ট ডেট নিয়ে সেরকম কোনও নোটিশ আসেনি। তবে ছাত্র-ছাত্রীদের ফেব্রুয়ারি মাসের মধ্যে আবেদন সেরে নেওয়ার জন্য বলা হয়েছে। এতে খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভাল পাওয়া যাবে এবং তাড়াতাড়ি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হবে। যেহেতু নভেম্বর মাস থেকে এই স্কলারশিপে আবেদন শুরু হয়েছে, তাই আশা করা যাচ্ছে, তিন থেকে চার মাস অর্থাৎ আগামী ফেব্রুয়ারি বা মার্চ মাস নাগাদ এই স্কলারশিপে আবেদন শেষ হবে। তাই এখনও পর্যন্ত যারা আবেদন করেননি, তাদের খুব দ্রুত আবেদন করে নেওয়া বুদ্ধিমানের কাজ।

আরও পড়ুন: আগামী ৬ মাসে আরও ৮টি, ২০২৬-এ কটি বন্দে ভারত স্লিপার চলবে? জানাল রেল

ঐকশ্রী বা মাইনরিটি স্কলারশিপের শেষ সময়সীমা

প্রসঙ্গত, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মতো ঐক্যশ্রী স্কলারশিপও SVMCM পোর্টালের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। অর্থাৎ, এটিও বিকাশ ভবনের একটি স্কলারশিপ। তবে ঐক্যশ্রী স্কলারশিপের দুটি ডিপার্টমেন্ট রয়েছে। একটি ডিপার্টমেন্টে শুধুমাত্র হিন্দু ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপ দেওয়া হয়। আর মাইনরিটি ডিপার্টমেন্টে শুধুমাত্র মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন বা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়দের জন্য স্কলারশিপ দেওয়া হয়। তবে এবার মাইনরিটি স্কলারশিপের জন্য একটি নোটিশ প্রকাশ করা হয়েছে বিকাশ ভবনের তরফ থেকে। সেই অনুযায়ী জানা যাচ্ছে, এই স্কলারশিপে আবেদন করার শেষ তারিখ আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২৬।

আরও পড়ুন: মাদুরোর পর ভেনেজুয়েলার অন্তর্বর্তী রাষ্ট্রপতি হলেন ডেলসি রদ্রিগেজ! কী তাঁর পরিচয়?

অর্থাৎ, ছাত্র-ছাত্রীদের কাছে এখনও বলতে গেলে দু’মাস সময় রয়েছে। তাই যারা এখনও পর্যন্ত আবেদন করেননি, তাদের সময়সীমার মধ্যে আবেদন সেরে নিতে হবে। আর যদি কোনও সমস্যা হয়, তাহলে SVMCM এর হেল্পলাইন নম্বর রয়েছে। আপনারা সরাসরি ১৮০০১০২৮০১৪ নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন। পাশাপাশি ঐক্যশ্রীর হেল্পলাইন নম্বর রয়েছে ১৮০০১২০২১৩০। সেখানে ফোন করে সরাসরি জেনে নিতে পারবেন।

Leave a Comment