সৌভিক মুখার্জী, কলকাতা: বর্ষা এলে যেমন চারিদিক জলমগ্ন হয়ে ওঠে, প্রকৃতির অপরূপ সৌন্দর্যের দেখা মেলে, ঠিক তারই মাঝে নিঃশব্দে বিপদের কারণ হয়ে দাঁড়ায় সাপ! হ্যাঁ, বিশেষ করে রাজস্থানের বারোমেড়, জয়সলমের কিংবা দেশের এমন কিছু প্রত্যন্ত গ্রাম রয়েছে, যেখানে বর্ষাকালে সাপের আনাগোনা লেগেই থাকে।
আর পরিবারগুলোর মধ্যে ছড়িয়ে পড়ে ভয়, আতঙ্ক ও চিৎকার। তবে না, চিন্তা করার কোনো কারণ নেই। কারণ কার্বলিক অ্যাসিড বা ভয়ানক কোনও রাসায়নিক নয়, বরং আপনার রান্নাঘরেই রয়েছে এই সাপ থেকে মুক্তি পাওয়ার (Snake Prevention Tips) সমাধান! কিন্তু কী সেটা? চলুন জেনে নিই।
গ্রাম্য টোটকা এখন সাপের প্রতিষেধক
আসলে গ্রামবাংলায় বহু পুরনো দিন থেকে ঘরের চারপাশে গোবরের লেপ, আর মেঝেতে ছাই ছড়িয়ে রাখার প্রথা চলে আসছে। আর এগুলো শুধু ঐতিহ্যই নয়, বরং কার্যকরী উপায়ও। কারণ সাপেরা পিচ্ছিল বা গন্ধযুক্ত জায়গা পছন্দ করে না। এর পাশাপাশি অনেক পোকামাকড়ও এসব থেকে দূরে থাকে।
নিমপাতা ও মাচিসের কাঠি
যদি বর্ষাকালে সাপের উৎপাত থেকে মুক্তি পেতে চান, তাহলে ঘরের দরজার পাশে ও কোনায় কয়েকটি নিম পাতা এবং দুই থেকে তিনটি মাচিসের কাঠি রেখে দিন। কারণ নিমের তীব্র গন্ধ আর মাচিসের কাটির ফসফরাস মিলে সাপেদের অনেক দূরে রাখে। রাসায়নিক মুক্ত সহজ, সস্তা আর কার্যকরী উপাদানের মধ্যে এটি সেরা বিকল্প।
রান্নাঘরের উপাদানেই হবে কাজ
ফিটকিরি গুঁড়ো করে জলে মিশিয়ে স্প্রে করে ঘরের চারপাশে ফেলে দিন। এর তীব্র গন্ধে সাপ ধারেপাশেই আসবে না। পাশাপাশি পেঁয়াজ আর রসুনেও রয়েছে প্রচুর পরিমাণে সালফোনিক অ্যাসিড, যা সাপ সহ্য করতে পারে না। তাই ঘরের কোনায় কোনায় পেঁয়াজ বা রসুন কেটে রেখে দিন, অথবা উপাদানগুলি পেস্ট করে সামান্য স্প্রে করে দিন। হাতেনাতে ফল পাবেন।
আরও পড়ুনঃ মাসে মিলবে ২০,০০০! ইন্টার্নশিপের সেরা সুযোগ দিচ্ছে Astrotalk
ন্যাপথলিন বল ও মশলা
ন্যাপথলিন বল ব্যবহার করলে যে শুধুমাত্র পোকামাকড় দূরে থাকে, এমনটা নয়। সাপও এই গন্ধ এড়িয়ে চলে। পাশাপাশি ঘরে যদি দারচিনি আর লবঙ্গ থাকে, তাহলে ভিজিয়ে ঘরের কোনায় কোনায় দেখে দিন। কারণ এতে গন্ধ ভরে উঠবে ঘরে, আর কোনও সাপ বা পোকামাকড় ধারেপাশে ঘেষতে পারবে না।
তবে সবথেকে বড় ব্যাপার, ঘরের আশেপাশে জমা জল বা নর্দমাগুলোকে পরিষ্কার রাখুন। পাশাপাশি ঘন জঙ্গল বা লম্বা ঘাস আশেপাশে যাতে না থাকে, সেদিকেও খেয়াল রাখুন। আর আলো, হাওয়া চলাচল যেন বাধা না পায়, সেদিকেও নজর রাখুন।