বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিগত দিনগুলিতে ট্রেনের টিকিট বুকিং নিয়ে দালালচক্র রুখতে একাধিক বড় পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। যে তালিকায় রয়েছে আধার যাচাইকরণ প্রক্রিয়াটিও। এবার সেই সূত্র ধরেই অগ্রিম টিকিট বুকিংয়ের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে রেল। রেলের তরফে জানানো হয়েছে, যাত্রী সুবিধার্থে এবং গোটা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ। কিন্তু 2026 এর শুরুতেই অগ্রিম টিকিট বুকিংয়ের ক্ষেত্রে কী এমন বদল আনল রেল মন্ত্রক?
অগ্রিম টিকিট বুকিংয়ের ক্ষেত্রে বড় বদল
ভারতীয় রেলের নতুন ঘোষণা অনুযায়ী, এবার থেকে অনলাইনে ট্রেনের টিকিট বুক করতে হলে প্রয়োজন হবে আধার যাচাইকৃত IRCTC অ্যাকাউন্ট। অর্থাৎ আপনার IRCTC অ্যাকাউন্টের সাথে যদি আধার কার্ড লিঙ্ক করা না থাকে তবে আপনি অনলাইনে টিকিট কাটতেই পারবেন না। এই নতুন নিয়মের পর এবার অগ্রিম টিকিটের ক্ষেত্রেও আধার যাচাইকৃত IRCTC অ্যাকাউন্ট প্রয়োজন পড়বে বলেই জানিয়ে দিল রেল।
অবশ্যই পড়ুন: মুস্তাফিজুর রহমানের বদলি খুঁজে পেয়ে গেল KKR!
এক কথায়, অনলাইনে অগ্রিম টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও বাধ্যতামূলক হয়ে গেল আধার কার্ড। রেলের ঘোষণা অনুযায়ী, যে সমস্ত যাত্রীর IRCTC অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা নেই তারা আজ অর্থাৎ 5 জানুয়ারি থেকে সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত অনলাইনে অগ্রিম ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন না। এই কাজ শুধুমাত্র তারাই পারবেন যাদের IRCTC অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক রয়েছে।
রেল বলছে, আগামী 12 জানুয়ারি থেকে এই নিয়ম আরও কঠিন হতে চলেছে। জানা যাচ্ছে, এই দিন থেকে সকাল 8টা টু রাত 12টা পর্যন্ত অর্থাৎ প্রায় গোটা দিনের জন্য আধার যাচাইকৃত IRCTC অ্যাকাউন্ট ছাড়া অনলাইন টিকিট বুকিং করা যাবে না। রেল বলছে, মূলত টিকিটের কালোবাজারি এবং ভুয়ো অ্যাকাউন্ট থেকে টিকিট কাটার যে নেটওয়ার্ক তৈরি হয়েছে তা নির্মূল করতেই এমন কড়া পদক্ষেপ নেওয়া হল। এর মধ্যে দিয়ে, দেশে গজিয়ে ওঠা বিভিন্ন অসাধু চক্রের পতন হবে বলেই মনে করছে রেল মন্ত্রক।
অবশ্যই পড়ুন: মুস্তাফিজুরকে IPL থেকে বাদ দেওয়ার বদলা নিল বাংলাদেশ!
প্রসঙ্গত, দিনে অনলাইনে ট্রেনের রিজার্ভেশন ও অগ্রিম টিকিট বুকিংয়ের সময়সীমা বাড়ালেও অগ্রিম টিকিট বুকিং বা অগ্রিম রিজার্ভেশন পিরিয়ডের সময়সীমা কমিয়েছে রেল। এর আগে এই সময়সীমা ছিল 120 দিন। তবে বর্তমানে সেই সময়সীমা কমিয়ে 60 এ নিয়ে আসা হয়েছে। ভারতীয় রেলের তরফে সকল যাত্রীকে পরামর্শ দেওয়া হয়েছে, যত দ্রুত সম্ভব IRCTC অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে নেওয়ার।