সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৫ জানুয়ারি, সোমবার। রেলের টিকিট কাটার নিয়ম, ট্রাম্পের অতিরিক্ত শুল্ক, দেবলীনা নন্দীর আত্মহত্যার চেষ্টা, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) ডুয়ার্সের সাথে জুড়ে যাচ্ছে বেঙ্গালুরু রেলপথ
রেল প্রেমীদের জন্য সুখবর। এবার ডুয়ার্সের সঙ্গে মিলে যেতে চলেছে দক্ষিণ ভারত। খুব শীঘ্রই আলিপুরদুয়ার থেকে সরাসরি বেঙ্গালুরুতে ট্রেন চলাচল শুরু হবে বলে জানা গিয়েছে। আসলে সম্প্রতি রেল বোর্ডের বৈঠকে এই পরিষেবা চালুর ইঙ্গিত উঠেছিল। কিন্তু এখনও পর্যন্ত কোনও অনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সাপ্তাহিক ট্রেন চলতে পারে বলেই খবর। বিশেষ করে উত্তরবঙ্গের যাত্রীদের কর্মসূত্র দক্ষিণ ভারতে যেতে সমস্যা পোহাতে হতো। সেই কারণেই এবার পড়াশোনা সিদ্ধান্তের পথে হাঁটছে ভারতীয় রেল।
৯) কাশ্মীরে আটকে বাংলার ৫ পরিযায়ী শ্রমিক
ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ নতুন কিছু নয়। তবে এবার কাশ্মীরে ঘটল বেদনদায়ক ঘটনা। জানা গিয়েছে কাশ্মীরের আটকে পড়েছেন পাঁচজন বাঙালি শ্রমিক। আর তাদের মুক্তিপান চাওয়া হয়েছে ৪০ হাজার টাকা। মূলত ভয়ানক ঠাণ্ডা এবং তুষারপাতের মধ্যে আটকে পড়েছে ওই পাঁচজন শ্রমিক। কিন্তু এই অবস্থায় সংশ্লিষ্ট ঠিকাদাররা তাদেরকে ফেরত দিতে চাইছে না, বরং মুক্তিপণ দাবি করেছে। সম্প্রতি এক ভিডিও বার্তায় জানিয়েছেন ওই পাঁচজন পরিযায়ী শ্রমিক। তাদের বাড়ি চিত্তরঞ্জন সংলগ্ন মিহিজামের কৃষ্ণনগর ৫ নম্বর রোড এলাকায়।
৮) বদলে গেল রেলের টিকিট কাটার নিয়ম
বদলে গেল অনলাইনে রেলের টিকিট কাটার নিয়ম। বিগত দিনগুলোতে ট্রেনের টিকিট বুকিং নিয়ে দালাল চক্র রুখার জন্য এবার বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। জানা যাচ্ছে, এবার থেকে অনলাইনে ট্রেনের টিকিট বুক করতে হলে প্রয়োজন পড়বে আধার যাচাইকৃত আইআরসিটিসি অ্যাকাউন্ট। অর্থাৎ, যদি অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করা থাকে, তাহলে আপনি আর অনলাইনে টিকিট কাটতেই পারবেন না। অর্থাৎ, আজ থেকে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত অনলাইনে অগ্রিম ট্রেনের টিকিট বুকিং করা যাবে না।
৭) সংরক্ষণ নিয়ে বড় রায় দিল সুপ্রিম কোর্ট
সরকারি চাকরি এবং ভর্তির ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই সংরক্ষণ নিয়ে বিতর্ক চলছে। তবে দেশের সর্বোচ্চ আদালতে এবার বিরাট রায় দিল। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল, এসসি, এসটি, ওবিসি এবং ইডাবলুএস শ্রেণীর প্রার্থীরা মেধার ভিত্তিতেই জেনারেল ক্যাটাগরির আসনে চাকরি পাওয়ার অধিকার রাখবে। আর যদি কোনও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা জেনারেল ক্যাটাগরির কাট অফের থেকে বেশি নম্বর পায়, তাহলে তাকে সাধারন হিসেবে বিবেচনা করা হবে। আর এই রায়ের ফলে আশার আলো দেখছে দেশের সংরক্ষিত শ্রেণীর মেধাবী প্রার্থীরা।
৬) SIR শুনানিতে ডাক পেলেন দেব
রাজ্যজুড়ে খসড়া ভোটার তালিকা নিয়ে চলছে চরম কোন্দল। বর্তমানে চলছে এসআইআর শুনানি। তবে এবার সকলকে চমক দিয়ে নোটিশ পৌঁছল ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেবের কাছে। এমনকি শুধুমাত্র তিনি নন, বরং তাঁর পরিবারের আরও তিন সদস্যকেও শুনানির জন্য নোটিশ পাঠানো হয়েছে। যেহেতু দেবের আদি বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে, কিন্তু পরবর্তী সময়ে বাবার কর্মসূত্রে তিনি মুম্বাইতে থাকতেন পরিবারসহ। আবার অনেক পর পরিবারকে নিয়ে দক্ষিণ কলকাতা সাউথ সিটিতে পাকাপাকি বসবাস শুরু করেছেন তিনি। আর রাজনীতিতে যোগদান করার পর নির্বাচনের ভিত্তিতে নিজের জন্মস্থান থেকেই সাংসদ হয়েছেন। সেই কারণেই তাঁকে হয়তো ডাকা।
৫) হিন্দু আইনজীবী গোবিন্দ চন্দ্র প্রামাণিককে মনোনয়নে বাতিল করল বাংলাদেশ কমিশন
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মধ্যে ঘটে গেল আরও এক চাঞ্চল্যকর ঘটনা। জানা যাচ্ছে, হিন্দু সাংসদের নির্বাচনে মাঠে নামার সিদ্ধান্তকে কেন্দ্র করে এবার শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। নির্বাচন কমিশন জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক তথা প্রবীণ আইনজীবী গোবিন্দ চন্দ্র প্রামাণিককে মনোনয়নে বাতিল করেছে। জানা যাচ্ছে, গোপালগঞ্জ-৩ আসন থেকে তিনি প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। সেখানে শেখ হাসিনার বিরুদ্ধেই লড়ার কথা ছিল। তবে নির্বাচন কমিশন আগেভাগেই তাঁর মনোনয়ন বাতিল করেছে। আর নিয়ম অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীকে তাঁর মনোনয়নের সঙ্গে এলাকার মোট ভোটারের এক শতাংশ স্বাক্ষর জমা দেওয়ার কথা। তবে তা দেওয়া সত্ত্বেও বাতিল হয়েছে।
৪) রেশন দোকানে বসছে AI
রেশন ব্যবস্থায় স্বচ্ছতা ফেরানোর জন্য এবার নয়া উদ্যোগ বিহার সরকারের। জানা যাচ্ছে, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের খাদ্যশস্য বন্টনের উপর কড়া নজরদারি চালানোর জন্য AI প্রযুক্তিভিত্তিক নতুন সিস্টেম চালু করা হচ্ছে। মোট ৫৫,১১১টি রেশন দোকান এবং খুব শীঘ্রই খোলা হতে চলে আরো ৫০০০টি নতুন দোকানে ই-পস মেশিনের সাথে ডিজিটাল ওজন মাপার যন্ত্রকে একসঙ্গে জুড়ে দেওয়া হবে। এর ফলে সমস্ত তথ্য সরকারের দফতরে চলে যাবে। এমনকি কোন গ্রাহক রেশন পাচ্ছে এবং কতটা পাচ্ছে, পাশাপাশি কোন দোকান থেকে নিচ্ছে সেই সংক্রান্ত সমস্ত তথ্য ডাটাবেসে আপলোড হবে।
৩) আত্মহত্যার চেষ্টা গায়িকা দেবলীনা নন্দীর
দাম্পত্য জীবনে কলহের কারণে এবার আত্মহত্যার চেষ্টা করলেন জনপ্রিয় গায়িকা দেবলীনা নন্দী। জানা যাচ্ছে, ২০২৪ সালে তিনি প্রবাহ নন্দীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন যিনি কর্মসূত্রে একজন পাইলট। কিন্তু সেই সম্পর্কের মধ্যে যে ফাটল ধরেছে তা বলার অপেক্ষা রাখে না। গায়িকার মানসিক অবস্থা দিনের পর দিন বিধ্বস্তত থাকে। তাঁর মাকে নিয়েই হয়তো যত সমস্যা। কারণ, তাঁর শ্বশুরবাড়ির লোকজন তাঁর মাকে তাঁর সঙ্গে বিচ্ছেদ করতে চাইছিল। এমনকি ভালবাসার জীবনেও ছিল বিভিন্ন রকম সমস্যা। সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নেন তিনি। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন গায়িকা।
২) ভারতের উপর ফের শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের
ফের ভারতের উপর সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে তেল কেনার ইস্যু নিয়ে আবারও সরব হয়েছেন তিনি। এবার তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, যদি ভারত তার অবস্থান না বদল করে, তাহলে তাদের উপর নতুন করে শুল্ক আরোপ করা হতে পারে। তবে এই প্রসঙ্গে আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে তিনি ইতিবাচক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, মোদী খুব ভালো মানুষ। তিনি জানতেন আমি খুশি নই। তাই আমাকে খুশি করার জন্য চেষ্টা করছিলেন। এই নিয়ে ইতিমধ্যেই ৫০% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। তবে ফের আবার বসানোর পথে।
১) ভূমিকম্পে কেঁপে উঠল অসম সহ উত্তর ভারত
৫.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল অসম। জানা গিয়েছে, সোমবার ভোর ৪:১৭ মিনিট নাগাদ এই ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পের জন্য অসম ছাড়া উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়েছে। এজন্য বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েছিল। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। ত্রিপুরাতেও হয়েছিল এই ভূমিকম্প। ভূমিকম্পের উৎসস্থল ছিল অসমের মরিগাও জেলায় তেজপুর থেকে মোটামুটি ৫৯ কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে। জানা যাচ্ছে, ভূ গর্ভের ৫০ কিলোমিটার গভীরে এই কম্পন অনুভূত হয়েছে। তবে এই ঘটনা নিয়ে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।