প্রীতি পোদ্দার, কলকাতা: এই মুহূর্তে সোশাল মিডিয়া খুললেই প্রথমেই যে নামটি ভেসে আসে তা হল গায়িকা দেবলীনা নন্দী (Debolina Nandy)। একাধারে গায়িকা, অভিনেত্রী এবং সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের জনপ্রিয়তা রীতিমতো ঈর্ষনীয়। ইনস্টাগ্রাম, ফেসবুক ও ইউটিউবে তাঁর লক্ষাধিক ফলোয়ার। আর সেই ইনফ্লুয়েন্সারই এবার মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করলেন। যদিও বন্ধু সায়ক চক্রবর্তী এবং কাছের মানুষের চেষ্টায় কোনো রকমে প্রাণে বেঁচে গিয়েছেন দেবলীনা। কিন্তু তাতেও তাঁর আফসোস কম নয়।
ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা চেষ্টা দেবলীনা
পুরনো গানের রিমিক করে কিংবা নতুন গান গেয়ে বরাবরই নজর কেড়ে আসছেন দেবলীনা নন্দী। প্রতিমুহূর্তে সোশ্যাল মিডিয়ায় স্বামী প্রবাহকে নিয়ে নানা মিষ্টি মুহূর্তের ভিডিও, ছবি পোস্ট করতেন। তবে এইমুহুর্তে সেই দেবলীনার দাম্পত্য জীবনের টানাপোড়েন এখন সোশাল মিডিয়ায় প্রকাশ্যে আসায় হতবাক অনুরাগীরা। নিজের মায়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের চাপ এবং অশান্তির কারণেই মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েছিলেন দেবলীনা। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করানো হয় নিকটবর্তী হাসপাতালে। যার ফলে বিপদ অনেকটাই কেটে গিয়েছে দেবলীনার।
আরও পড়ুনঃ রাজ্যজুড়ে চলা শৈত্যপ্রবাহের জেরে স্কুল ছুটির ঘোষণা সরকারের
হাসপাতালের বেডে শুয়ে লাইভ দেবলীনা
সোমবার সন্ধেবেলা নাগাদ দেবলীনা নন্দীর মাকে নিয়ে হাসপাতালে বন্ধুকে দেখতে গিয়েছিলেন অভিনেতা সায়ক চক্রবর্তী। সেখানে তিনি ফেসবুকে লাইভ শুরু করেন। খোদ দেবলীনাই বিস্তারিত বলেন ঠিক কী ঘটেছিল সেই রাতে? দেবলীনা জানান, “আমি অনেকবার ভেবেছি সব ঠিক হয়ে যাবে। হয়তো চরম সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। একাধিকবার মনেও হয়েছিল স্বামী প্রবাহর সঙ্গে যোগাযোগ করার কথা। কিন্তু আমি জানতাম, কোনও উত্তর আসবে না। চোখ বুজে আসছিল…। তখনও ভগবানকে বলছিলাম, সব ঠিক করে দাও। আর কোনও সমস্যা হবে না। আমি অর্ধেক কাজ করতে চাইনি। পুরো কাজ করতে চেয়েছিলাম। দরকার ছিল না এই দ্বিতীয় সুযোগের। কেন আমায় বাঁচানো হল? মরে গেলে সব ল্যাটা চুকেই যেত!”
আরও পড়ুন: হাওড়া নয় সিঙ্গুরে মোদীর জনসভা! কী হবে শেষ মুহূর্তে সফরসূচি?
সায়কের লাইভে দেবলীনা নন্দী হাসপাতালের বেডে শুয়ে জানান, “ আমি কখনোই ভাবতে পারি না একসময়ে- মা না সংসার, না স্বামী এরকম কোনও প্রশ্নের সম্মুখীন হব! সবটা উলটে গেল, বিয়ের আগে আমি নিজেকে, গানকে, মাকে, সবচেয়ে বেশি ভালবেসেছি। বিয়ের পর সবচেয়ে বেশি ভালবাসি স্বামী প্রবাহকে। তারপর মা, গান এবং আমি। কিন্তু সেই সমীকরণটাই পুরোটাই যেন বদলে গেল।” এর থেকেই বোঝা যাচ্ছে, স্বামী প্রবাহ নন্দীর সঙ্গে দেবলীনার সম্পর্ক সম্পূর্ণ তলানিতে ঠেকেছে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত গায়িকার শ্বশুরবাড়ির তরফ থেকে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি। স্বামী প্রবাহ নন্দীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সেটি বিফলে গিয়েছে।