বাংলাদেশে IPL সম্প্রচার নিষিদ্ধ হওয়ায় কতটা ক্ষতি হবে BCCI-র? জেনে নিন

IPL Ban In Bangladesh how much revenue will BCCI lose

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুস্তাফিজুর রহমান বিতর্কের মুখে বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। গতকাল অর্থাৎ সোমবারই ওপার বাংলার অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে স্পষ্ট জানানো হয়েছে, IPL থেকে মুস্তাফিজুর বাদ পড়ায় দেশবাসী ব্যথিত এবং মর্মাহত। ক্ষুব্ধ বোর্ডও। তাই নতুন নির্দেশ না আসা পর্যন্ত বাংলাদেশজুড়ে IPL ম্যাচের সম্প্রচার, IPL সংক্রান্ত বিজ্ঞাপন প্রচার সহ সমস্ত ধরনের সম্প্রচার নিষিদ্ধ (IPL Ban In Bangladesh) করা হচ্ছে। এখন প্রশ্ন, বাংলাদেশের এমন পদক্ষেপে কতটা ক্ষতি হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের?

ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না বাংলাদেশ দল

ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বিবৃতি জারি করে আগেই বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাতে বেজায় চটেছে ওপার বাংলার ক্রিকেট বোর্ড। তবে সূত্রের যা খবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ নিয়ে কঠোর পদক্ষেপের পক্ষপাতি ছিল না। জানা যায়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উস্কানিতে শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে নালিশ জানায় তারা। শুধু তাই নয়, ভারত থেকে বিশ্বকাপের ম্যাচগুলি সরিয়ে নিয়ে যাওয়ার আবেদনও জানানো হয়েছে।

এরই মাঝে, বিবৃতি দিয়ে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সংক্রান্ত সমস্ত ধরনের সম্প্রচার নিষিদ্ধ করে দিয়েছে মহম্মদ ইউনূস সরকার। এ নিয়ে বিশ্লেষকদের বক্তব্য, ওপারের অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষোভের মাঝে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো বড় টি-টোয়েন্টি লিগের বিনোদন থেকে বঞ্চিত হলেন বাংলাদেশের মানুষজন। এখানে যে প্রশ্নটি সবচেয়ে বেশি ঘোরাফেরা করছে তা হল বাংলাদেশে IPL নিষিদ্ধ হওয়ায় কতটা ক্ষতি হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের?

বাংলাদেশে IPL নিষিদ্ধ হওয়ায় কতটা ক্ষতি হবে BCCI-র?

বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগ IPL সম্প্রচারিত হয় বহু দেশে। তবে পাকিস্তান এবং বাংলাদেশের মতো কিছু হাতে গোনা দেশ রয়েছে যারা এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের সম্প্রচার পুরোপুরি নিষিদ্ধ করে রেখেছে। বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিষিদ্ধ হওয়ায় কতটা ক্ষতি হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন প্রশ্নের উত্তর জানতে হলে প্রথমে জানতে হবে IPL থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের আয় সম্পর্কে। প্রথমেই বলে রাখি, ভারতীয় ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় আয়ের উৎস IPL।

অবশ্যই পড়ুন: জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি?

মূলত টেলিভিশন, ডিজিটাল মিডিয়ার সম্প্রচারের অধিকার, স্পনসরশিপ, টিম স্পনসর এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সংক্রান্ত বিজ্ঞাপনে ভারত থেকেই সবচেয়ে বেশি আয় হয় বোর্ডের। বাংলাদেশে এই লিগও বেশ জনপ্রিয়। প্রতিবেশী দেশটির বহু মানুষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়মিত দেখেন। মূলত সে কারণেই বাংলাদেশের টি স্পোর্টসের মতো চ্যানেলগুলি 2027 সাল পর্যন্ত IPL এর সম্প্রচার সত্ব কিনে রেখেছে। তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশটিতে IPL সম্প্রচার নিষিদ্ধ হয়ে যাওয়ায় সম্প্রচারের অধিকার থাকলেও ম্যাচ দেখানো সম্ভব হবে না চ্যানেল গুলির পক্ষে।

অবশ্যই পড়ুন: দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন শিখর ধাওয়ান, ভারতীয় তারকার হবু স্ত্রীকে চেনেন?

এবার আসা যাক আসল কথায়, 2023 সাল থেকে 2027 সাল পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিডিয়া রাইটস প্রায় 6.2 বিলিয়ন ডলারে বিক্রি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ 48,390 কোটি টাকা। এই আয়ের বেশিরভাগটাই ভারত থেকেই তুলে নেয় বোর্ড। মূলত টিভি, ডিজিটাল মিডিয়া সহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের সর্বোচ্চ ভিউয়ারশিপ থেকেই আসে এই রোজগার। রিপোর্ট বলছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সম্প্রচার থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের যা আয় সেই মোট আয়ের 2 থেকে 3 শতাংশ আসে বাংলাদেশের হাত ধরে। কাজেই ওপারে IPL সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক প্রভাব গায়ে লাগবে না বোর্ডের!

Leave a Comment