বিয়ে করতে পারবে না কোনও অগ্নিবীর! নতুন নিয়ম ভারতীয় সেনার

Agniveer Marriage Rules

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন সবারই থাকে। তবে এবার ভারতীয় সেনা অগ্নিবীর নিয়োগের ক্ষেত্রে বিরাট সিদ্ধান্ত নিল। জানা যাচ্ছে, এবার অগ্নিবীরদের স্থায়ী পরিষেবা এবং সেনাবাহিনীতে স্থায়ী সৈনিক নিয়োগের ক্ষেত্রে নতুন কিছু নীতি ঘোষণা করা হয়েছে। সেই অনুযায়ী এবার স্পষ্ট জানানো হয়েছে, অগ্নিবীররা চাকরিতে থাকাকালীন কোনওভাবেই বিয়ে করতে পারবে না (Agniveer Marriage Rules)।

বিবাহের উপর নিষেধাজ্ঞা অগ্নিবীরদের

সেনাবাহিনীর তরফ থেকে সম্প্রতি সাফ জানিয়ে দেওয়া হয়েছে, চাকরিতে থাকাকালী বিবাহের সম্পর্কে আবদ্ধ হতে পারবে না কোনও অগ্নিবীর। বিশেষ করে সেনাবাহিনীর দক্ষতা ও নিষ্ঠা বজায় রাখার জন্য এই পদক্ষেপ। যদি তাঁরা এই সময়ের মধ্যে বিয়ে করে, তাহলে তাঁদের স্থায়ী সৈনিক হওয়ার সম্ভাবনা নষ্ট হয়ে যাবে। তার পাশাপাশি যদি তাঁরা চাকরি ছেড়ে দেওয়ার পর বিয়ে করে, তাহলে তাঁদের স্থায়ী চাকরির প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে।

আরও পড়ুন: জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি?

রিপোর্ট অনুযায়ী, চার বছর চাকরি সম্পন্ন করার পর ২০২৬ সালের জুন-জুলাই মাসে ২০,০০০ এর বেশি অগ্নিবীরকে সেনাবাহিনীতে নিয়োগ করা হবে। আর তার মধ্যে মাত্র ২৫ শতাংশ যারা সবথেকে যোগ্য, অর্থাৎ তাঁরাই স্থায়ী সৈনিক হিসেবে নির্বাচিত হবে। এক্ষেত্রে গত চার বছরের রেকর্ড, লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা আর কর্মক্ষমতার উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।

এদিকে সেনাবাহিনীর বিবাহ এবং চাকরির মধ্যে সংযোগের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। সেই অনুযায়ী, চার বছর চাকরির সময়কালে কোনও অগ্নিবীর বিয়ে করতে পারবে না। এমনকি সেনা হিসেবে নিযুক্ত হওয়ার পর এবং চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে প্রার্থীকে অবিবাহিত থাকতে হবে। আর যদি কোনও অগ্নিবীর এই নিয়ম লঙ্ঘন করে, তাহলে তাঁকে অযোগ্য বলে ঘোষণা করা হবে, সে তাঁর সামরিক রেকর্ড যতই বেশি হোক না কেন।

আরও পড়ুন: বন্ধ থাকবে সবকিছু, দেশজুড়ে ধর্মঘটের ডাক ব্যাঙ্ক কর্মীদের! ব্যহত হবে ATM পরিষেবাও

অগ্নিবীরের বয়সসীমা এবং প্রশিক্ষণ

বলে রাখি, অগ্নিবীরদের ১৭.৫ থেকে ২১ বছরের মধ্যে বয়স হতে হয়। আর তাঁরা ২৫ বছর বয়সে অবসর গ্রহণ করে। সেনাবাহিনী জানিয়েছে, প্রাথমিক বছরগুলিতে কঠোর প্রশিক্ষণ আর কৌশলগত চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য সৈনিককে মানসিকভাবে শক্ত থাকতে হয়। তার জন্য শৃঙ্খলা বজায় রাখতেই অবিবাহিত থাকা অপরিহার্য।

Leave a Comment