বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেখ হাসিনার পতনের পর থেকেই ভারত বিরোধী স্লোগান উঠেছে বাংলাদেশ। বিরোধিতা এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে আজকের দিনে ভারতের চোখে পাকিস্তানের জায়গা নিয়েছে বাংলাদেশ! প্রতিবেশীর সাথে সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে নয়া দিল্লির। তাতে নতুন মাত্রা জুড়েছে মুস্তাফিজুর রহমান বিতর্ক। এবার ক্রিকেটেও ভারতের বিরুদ্ধাচারণ শুরু করেছে বাংলাদেশ (India-Bangladesh Cricket)। তবে অতীত ঘাটলে জানা যাবে ভারতের সাহায্য না পেলে ক্রিকেটে বিশেষ করে টেস্টে থাকাই হতো না ওপার বাংলার টাইগারদের। বাংলাদেশের জন্য কী করেনি ভারত?
ভারতের সাহায্যে টেস্ট মর্যাদা পেয়েছিল বাংলাদেশ
আজ যে ভারতের বিরুদ্ধে স্লোগান উঠছে ওপার বাংলায়, সেই বাংলাদেশকেই হাত ধরে লাল বলের ক্রিকেট চিনিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সালটা 1999। সে বছরের ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়েছিল বাংলাদেশ দল। সেখানে স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল তারা। সেই সাথে পাকিস্তানকেও 62 রানে পরাস্ত করেছিল ওপার বাংলার দল। অতীত ঘেঁটে দেখলে জানা যাবে, এর নেপথ্যে আসল উদ্যোগ ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের। সবচেয়ে বড় কথা, BCCI এর তৎকালীন সভাপতি এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান জগমোহন ডালমিয়ার সহায়তায় 2000 সালে প্রথমবারের মতো সর্বসম্মত ভোটে টেস্টের মর্যাদা পায় বাংলাদেশ। শুধু তাই নয় দশম টেস্ট খেলুড়ে দলেও পরিণত হয় তারা।
অবশ্যই পড়ুন: বাংলাদেশে IPL সম্প্রচার নিষিদ্ধ হওয়ায় কতটা ক্ষতি হবে BCCI-র? জেনে নিন
এই মর্যাদার পর 2000 সালের 10 নভেম্বর বাংলাদেশের তৎকালীন অধিনায়ক নাঈমুর রহমানের নেতৃত্বে ঢাকায় ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেই আসরে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলি। সে বছর অবশ্য বাংলাদেশকে 9 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল গাঙ্গুলির ভারত। তবে হারলেও ওই ম্যাচেই আমিনুল ইসলাম টেস্টে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করা ব্যাটসম্যান হন।
অবশ্যই পড়ুন: দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন শিখর ধাওয়ান, ভারতীয় তারকার হবু স্ত্রীকে চেনেন?
অনেকেই ভুলে যাননি, ভারতের বিপক্ষে প্রথম টেস্টের পর একটানা 15টি টেস্ট সিরিজ হেরেছিল বাংলাদেশ। পরবর্তীতে 2005 সালে অর্থাৎ 5 বছর পর একটি টেস্ট সিরিজে জয় পায়ে বাংলাদেশ। সেবার বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে হারতে হয়েছিল জিম্বাবুয়েকে। পরবর্তীতে বিদেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও জয় তুলেছিল বাংলাদেশ।
খুব সহজ করে বলতে গেলে, 2000 সালে ভারতের সাহায্য না পেলে হয়তো টেস্ট ক্রিকেটে বাংলাদেশ নামটাই থাকতো না! আর সেই দেশই বর্তমানে ক্রিকেটেও ভারতের ঠিক বিপরীতে দাঁড়িয়ে।