কোচ হিসেবে চরম ব্যর্থ সৌরভ গাঙ্গুলি! এবার ১০ উইকেটে হারল দাদার প্রিটোরিয়া ক্যাপিটালস

Team of Sourav Ganguly Pretoria Capitals lost by 10 wickets in sa20

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কোচ হিসেবে অভিষেকটা একেবারেই ভাল ছিলনা সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly)। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে কিছুতেই ব্যর্থতার গণ্ডি পেরিয়ে এগোতে পারল না তাঁর দল প্রিটোরিয়া ক্যাপিটালস। সোমবার, সানরাইজার্স ইস্টার্ন কেপের বিরুদ্ধে এক দুই নয় একেবারে 10 উইকেটে হারলেন আন্দ্রে রাসেল, শাই হোপরা। তাতে বড় ধাক্কা খেল সৌরভ গাঙ্গুলির প্রিটোরিয়া ক্যাপিটালস।

কোচ হিসেবে একের পর এক পরাজয় সৌরভের

চলতি দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে শুরু থেকেই ব্যর্থতা দেখিয়ে এসেছে সৌরভ গাঙ্গুলির দল প্রিটোরিয়া। গতকাল, তারা মুখোমুখি হয়েছিল সানরাইজ ইস্টার্ন কেপের। সেই আসরে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে 7 উইকেট হারিয়ে 176 রান বাঁধে গাঙ্গুলির দল। পরবর্তীতে সেই রান একেবারে তুরি মেরে পূর্ণ করলেন প্রতিপক্ষের ব্যাটসম্যানরা।

অবশ্যই পড়ুন: ভারত না থাকলে টেস্ট ক্রিকেটে দেখা যেত না বাংলাদেশকে! BCCI-র অবদান ভুলে গেছে BCB?

না বললেই নয়, গতকাল সানরাইজার্স দলের কুইন্টন ডি কক এবং জনি বেয়ারস্টোর সামনে মাথা তুলে দাঁড়াতে পারেনি কোনও বোলার। এক কথায়, প্রিটোরিয়ার বোলিং বিভাগকে একপ্রকার ছাতু করে রানের পাহাড় গড়েছেন ডিককরা। এদিন এই দুই ব্যাটসম্যানের দাপুটে ইনিংসের দৌলতেই শেষ পর্যন্ত 14.2 ওভারেই প্রয়োজনীয় লক্ষ্য পূরণ করে জিতে যায় সানরাইজার্স। সবচেয়ে বড় কথা, 10 উইকেট হাতে রেখেই সৌরভের দলকে গো হারা হারাল ইস্টার্ন কেপ।

বলে রাখি, এদিন ক্যাপিটালসের বোলারদের বোকা বানিয়ে একের পর এক বাউন্ডারি ওভার বাউন্ডারিতে 41 বলে 79 রান করেছিলেন প্রাক্তন নাইট তারকা কুইন্টন ডিকক। অন্যদিকে ব্যাটে ঝড় তুলে মাত্র 45 বলে 8টি চার ও 6টি ছক্কা সহযোগে 85 রানের অপরাজিত ইনিংস খেলেন বেয়ারস্টো। সেটাই হয়ে উঠল গাঙ্গুলির দলের পরাজয়ের কারণ।

অবশ্যই পড়ুন: বাংলাদেশে IPL সম্প্রচার নিষিদ্ধ হওয়ায় কতটা ক্ষতি হবে BCCI-র? জেনে নিন

উল্লেখ্য, ব্যাটিং-বোলিং উভয় ক্ষেত্রেই গতকাল ব্যর্থ হয়েছে প্রিটোরিয়ার প্লেয়াররা। আর এই ধারা চলে আসছে টুর্নামেন্টের একেবারে শুরু থেকেই। না বললে ভুল হবে, আজ পর্যন্ত মোট পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিততে পেরেছে সৌরভের দল। বাকি চারটির মধ্যে তিনটি ম্যাচে হেরেছে তারা। একটি ম্যাচ ভেস্তে গিয়েছিল। সব মিলিয়ে, কোচ হিসেবে একেবারেই দলকে সফলতা দিতে পারলেন না ভারতের প্রাক্তন অধিনায়ক।

Leave a Comment