দেশের প্রথম ননস্টপ ট্রেন, একবারে থামে ৯০০ কিমি দূরের গন্তব্যে! জানুন রুট

Non stop train

সহেলি মিত্র, কলকাতাঃ নতুন বছরের শুরুতে রেল যাত্রীদের একের পর এক চমক দিয়েই চলেছে ভারতীয় রেল। এমনিতে বন্দে ভারত স্লিপার ট্রেন নিয়ে সকলের মাতামাতির শেষ নেই। সবকিছু ঠিকঠাক থাকলে এই জানুয়ারি মাসের যে কোনও দিন এই নয়া ট্রেনের শুভ সূচনা হতে পারে। এদিকে এসবের মাঝেই আরও একটি চমক দিতে প্রস্তুত রেলের। এখন জানা যাচ্ছে, দেশের মধ্যে প্রথম ননস্টপ ট্রেন (Non Stop Train) পরিষেবা শুরু হয়েছে। এই ট্রেনটি একবার চলতে শুরু করলে তারপর সেই ৯০০ কিমি দূরের গন্তব্যে গিয়ে থামে। হ্যাঁ একদিম ঠিক শুনেছেন।

নতুন ননস্টপ সুপারফাস্ট ট্রেনের ঘোষণা করল রেল

খবর অনুযায়ী, রাজস্থানের রাজধানী জয়পুর থেকে মুম্বাইয়ের বান্দ্রা অবধি রেলওয়ে একটি নতুন সুপারফাস্ট প্রিমিয়াম ট্রেন ঘোষণা করেছে। এই ট্রেনের সবচেয়ে বিশেষ বিষয় হল এটি একটি নন-স্টপ ট্রেন তাই এই ট্রেনটি অনেকের সময় সাশ্রয় করবে। এই বিষয়ে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে অতিরিক্ত যাত্রী পরিবহনের কথা বিবেচনা করে, রেলওয়ে যাত্রীদের সুবিধার্থে জয়পুর-বান্দ্রা টার্মিনাস-জয়পুর (০৯৭০৫/০৯৭০৬) সাপ্তাহিক সুপারফাস্ট নন-স্টপ প্রিমিয়াম ট্রেন পরিষেবা পরিচালনা করেছে। ট্রেনটি মোট ১৬টি ট্রিপ করবে।

আরও পড়ুনঃ ২০ লক্ষ পড়ুয়াকে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করবে রাজ্য সরকার, কারা পাবে?

ইতিমধ্যে ট্রেনটির পরিষেবা শুরু হয়েছে বলে খবর। উত্তর পশ্চিম রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা শশী কিরণ কে. বলেন যে, এই সাপ্তাহিক সুপারফাস্ট নন-স্টপ প্রিমিয়াম ট্রেনটি ৪ জানুয়ারি থেকে জয়পুর থেকে যাত্রা শুরু করবে। এই সময়ের মধ্যে, ট্রেন নম্বর ০৯৭০৫ জয়পুর-বান্দ্রা টার্মিনাস সাপ্তাহিক সুপারফাস্ট নন-স্টপ প্রিমিয়াম ট্রেন পরিষেবা ৪ জানুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি (০৮টি ট্রিপ) প্রতি রবিবার জয়পুর থেকে সন্ধ্যা ৬:৪০ মিনিটে ছেড়ে যাবে এবং পরের দিন সকাল ১১:২০ মিনিটে মুম্বাইয়ের বান্দ্রা টার্মিনাস স্টেশনে পৌঁছাবে।

একইভাবে, ট্রেন নং ০৯৭০৬ বান্দ্রা টার্মিনাস – জয়পুর সাপ্তাহিক সুপারফাস্ট নন-স্টপ প্রিমিয়াম ট্রেন ৪ জানুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি (৮টি ট্রিপ) প্রতি সোমবার দুপুর ২:৪০ মিনিটে বান্দ্রা টার্মিনাস থেকে ছেড়ে যাবে এবং পরের দিন সকাল ৮:৪৫ মিনিটে জয়পুরে পৌঁছাবে। এই নন-স্টপ ট্রেনটি শুধুমাত্র পরিচালনাগত কারণে রাজস্থানের চান্দেরিয়া, মধ্যপ্রদেশের রতলম এবং গুজরাটের সুরাটের উপর দিয়ে চলবে।

আরও পড়ুনঃ বিশ্বরেকর্ড, ভারত থেকে ৫০ বিলিয়ন ডলার iPhone রফতানি করল Apple

ট্রেনটির বৈশিষ্ট্য কী?

রেল সূত্রে খবর, এই ট্রেনে মোট ১৮টি কোচ থাকবে যার মধ্যে ১টি ফার্স্ট এসি, ২টি সেকেন্ড এসি, ৮টি থার্ড এসি, ১টি থার্ড এসি ইকোনমি, ৪টি সেকেন্ড ক্লাস স্লিপার এবং ২টি পাওয়ার কার কোচ থাকবে।

Leave a Comment