ব্রিজের কাজের জন্য হাওড়ায় বন্ধ ৪ রুটের বাস! রেলের বিরুদ্ধে রাস্তায় মালিকরা

প্রতীকী ছবি
Howrah Bus Bamangachi Railway Bridge

সহেলি মিত্র, কলকাতা: অনির্দিষ্টকাল থেকে বন্ধ রয়েছে হাওড়ার বিখ্যাত বামনগাছি ব্রিজ (Bamangachi Railway Bridge)। আর এর জেরে ব্যাপক হয়রানির মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে বাস চালকদের। বিগত বেশ কয়েক বছর যাবৎ হাওড়ার বামনগাছিতে রেল সেতুর নির্মাণকাজের জন্য ওই রাস্তায় চারটি রুটের বাস অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রয়েছে। আর এরই প্রতিবাদে সোমবার সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাস মালিক ও কর্মচারীরা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

হাওড়ায় রেল সেতুর কাজের জন্য বন্ধ ৪টি রুটের বাস রুট

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে বাস অন্য রুটে চালানোর কারণে তাঁরা যাত্রী পাচ্ছেন না। ফলে, তাঁদের আয়ও এক ধাক্কায় কমে গিয়েছে। অনেকে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। এদিন প্রায় পৌনে এক ঘণ্টা ধরে অবরোধ চলার পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়।

বিক্ষোভ শুরু বাস মালিকদের

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মান্ধাতার আমলের বামনগাছি রেল সেতু ভেঙে দিয়ে নতুন সেতু গড়তে প্রায় পাঁচ বছর আগে কাজ শুরু করেছিল পূর্ব রেল। প্রথম থেকেই খুবই আস্তে কাজ চলায় বেনারস রোডে যানজট ছিল নিত্যদিনের ঘটনা। এরপর ২ বছর আগে সেতুর কাজের জন্য ওই রাস্তা দিয়ে চলা বিখ্যাত চারটি রুটের বাস বন্ধ করে দেয় পুলিশ প্রশাসন। ৫৭এ যেটি হাওড়া চন্ডিতলা হয়ে চলাচল করত, ভট্টনগর হাওড়া মিনি বাস, কোনা-ধৰ্মতলা মিনি বাস এবং বলুহাটি ধৰ্মতলা বাস সেইসময়ে ওই রাস্তা দিয়ে চলাচল করা বন্ধ করে দেয়। এখন এই ৪টি রুটের বাস অন্য ঘুরপথে চালানো হয়। আর এতেই আরও সমস্যা বেড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে বাস মালিকদের।

আরও পড়ুনঃ দেশের প্রথম ননস্টপ ট্রেন, একবারে থামে ৯০০ কিমি দূরের গন্তব্যে! জানুন রুট

বাস মালিকদের অভিযোগ, বামনগাছি সেতুতে বাস চলাচল বন্ধ থাকায় প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন হচ্ছেন তাঁরা ও কর্মচারীরা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে বাস চালিয়েও সংসার চালানো যাচ্ছে না। এ দিন সকালে তাই ক্ষুব্ধ বাসমালিক ও কর্মচারীরা সমস্ত বাস নিয়ে এসে বামনগাছি সেতুর কাছে বেনারস রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এক বিক্ষোভকারী এক বাসমালিক বলেন, ‘ওই সেতুর উপর দিয়ে বাস চলাচল বন্ধ থাকলেও রাতের অন্ধকারে ওই রুট ধরে পুলিশের মদতে সেতুর উপর দিয়ে ভারী ভারী লরি নিয়ে যাওয়া হয়। আমরা চাই, পুলিশ আমাদেরও ওই পুরনো সেতু দিয়েই বাস চলাচল করতে দিক। তা না হলে ফের অবরোধ করা হবে।’

আরও পড়ুনঃ বিশ্বরেকর্ড, ভারত থেকে ৫০ বিলিয়ন ডলার iPhone রফতানি করল Apple

মুখ খুলল পুলিশ

এই বিষয়ে হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তা বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা পূর্ব রেলের সঙ্গে কথা বলে কিছু করা যায় কিনা দেখব। কারণ, ওই পুরনো, সঙ্কীর্ণ সেতু দিয়ে বাস চলাচলে ঝুঁকি রয়েছে।’

Leave a Comment