বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের প্রত্যেক নাগরিককে 46,715 টাকা করে দিচ্ছে সরকার! এই টাকা দেওয়া হচ্ছে সরাসরি আমজনতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Government Scheme Fact Check)? সম্প্রতি এমন খবরের ছড়াছড়ি নেট দুনিয়ায়। সোশ্যাল মিডিয়া একটি সরকারি প্রকল্পের কথা জানিয়ে সেখানে দাবি করা হচ্ছে, কেন্দ্রীয় অর্থ মন্ত্রক দেশের প্রত্যেক নাগরিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 46,715 টাকা করে আর্থিক সাহায্য দিচ্ছে। এবার এই খবরের সত্যতা এলো প্রকাশ্যে।
সত্যিই 46,715 টাকা করে দিচ্ছে সরকার?
সোশ্যাল মিডিয়ায় যে পোস্টটিতে কেন্দ্রীয় সরকারের নতুন আর্থিক প্রকল্পের কথা জানিয়ে বলা হচ্ছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রক প্রত্যেক নাগরিককে 46,715 টাকা করে অর্থ সাহায্য দিচ্ছে। সেখানে আরও একটি বিষয় খুব স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে। বলা হচ্ছে, দেশের আর্থিক সংকট মেটাতেই এই পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। এমন খবর চোখের সামনে আসতেই ঝড়ের গতিতে একে অপরের মধ্যে ভাগ করে নিচ্ছেন নেট নাগরিকরা।
অবশ্যই পড়ুন: ৯.২০ কোটির লোকসান নিয়ে আইনি পথে যেতে পারেন মুস্তাফিজুর রহমান! লাভ হবে?
এবার সরকারি একটি সূত্র এই খবরের সত্যতা যাচাই করে জানাল, খবরটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। কেন্দ্রীয় সরকারের এমন কোনও প্রকল্প নেই যেখানে দেশের প্রত্যেক নাগরিক 46,715 টাকা করে আর্থিক সাহায্য পাবেন। মূলত বিভ্রান্তি ছড়ানোর জন্যই এই ধরনের পোস্ট করা হচ্ছে। এই ধরনের খবর থেকে নাগরিকদের দূরে থাকার আহ্বান জানিয়েছে ওই সূত্রটি। এ প্রসঙ্গে সংবাদ সংস্থা পিটিআইও খুব স্পষ্ট করে জানিয়েছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রক এই ধরনের কোনও প্রকল্প এখনও ঘোষণা করেনি।
#FactCheck | Government debunks a message circulating on social media claiming that the Finance Ministry is providing monetary rewards.
The claim is fake and a part of a scam. https://t.co/haP8mi7Z47
— All India Radio News (@airnewsalerts) January 5, 2026
অবশ্যই পড়ুন: জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে? সামনে এল বড় আপডেট
প্রতারকদের ফাঁদ?
সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় প্রকল্পের নাম করে আর্থিক সাহায্যের যে পোস্ট ঘুরে বেড়াচ্ছে তার সাথে জুড়ে দেওয়া হয়েছে একটি লিঙ্কও। মূলত রেজিস্টার ফর সাপোর্ট এমন নামের সাথেই যুক্ত রয়েছে ওই লিঙ্কটি। বিশেষজ্ঞদের দাবি, ফিশিং বা আর্থিক প্রতারণার জন্যই এই ধরনের ফাঁদ পাতছেন প্রতারকরা। কয়েকজন বিশেষজ্ঞের দাবি, ওই লিঙ্কে ক্লিক করলে শুধু অর্থ নয় বরং ব্যক্তিগত তথ্য এমনকি গোপন ছবি বা ভিডিও ফাঁস হয়ে যেতে পারে, নেট নাগরিকদের।