বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL নিলাম থেকে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেয়েছিলেন ওপারের মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। 9 কোটি 20 লাখের রেকর্ড দামে তাঁকে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বিপুল অর্থে KKR এ ভিড়েও থাকা হলো না ফিজের। গত 3 জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ড নির্দেশ দেয় বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে ছেড়ে দিতে হবে। সেই মতোই, দ্রুত বিবৃতি জারি করে ওপারের কাটার মাস্টারকে ছেড়ে দেয় শাহরুখ খানের দল। KKR থেকে বাদ পড়েই নাকি ভেঙে পড়েছিলেন বাংলাদেশের মুস্তাফিজুর। সেই তথ্য ফাঁস করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিজের সাথে খেলা এক ক্রিকেটার।
IPL থেকে বাদ পড়তেই ভেঙে পড়েন মুস্তাফিজুর রহমান?
কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ পড়ার ঠিক পরের দিনই বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্স দলের হয়ে মাঠ কাঁপানো পারফরমেন্স দেখিয়েছিলেন বাংলাদেশের মুস্তাফিজুর। এদিন তাঁর হাত থেকে 5 উইকেট পেয়েছিল রংপুর। সেই ম্যাচেই মুস্তাফিজুরের সাথে খেলা সতীর্থ ক্রিকেটার নুরুল হাসান ফিজকে নিয়ে বড় তথ্য সামনে এনেছেন।
অবশ্যই পড়ুন: ভারত না থাকলে টেস্ট ক্রিকেটে দেখা যেত না বাংলাদেশকে! BCCI-র অবদান ভুলে গেছে BCB?
নুরুলের দাবি, “মুস্তাফিজুর রহমান যে কত বড় মাপের ক্রিকেটার তা তিনি বহুদিন ধরেই প্রমাণ করে আসছেন।” হাসানের কথায়, “মুস্তাফিজুর রহমানের উপর সকলেই আস্থা রাখে, তাঁকে আলাদা করে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই। মুস্তাফিজুর খুব শান্ত এবং স্বাভাবিক আছেন। তবে KKR থেকে বাদ যাচ্ছেন শুনে একটু হতাশ হয়ে পড়েছিলেন তিনি।”
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্রিকেটারের বক্তব্য, মুস্তাফিজুর রহমান ক্রিকেটে যা অর্জন করেছে তা অনেক। আগামী সময় তিনি বাংলাদেশের জন্য নিজেকে উজার করে দিতে চান। এদিন রংপুর রাইডার্স দলের নেতা খুব পরিষ্কারভাবে জানিয়েছিলেন, IPL অর্থাৎ কলকাতা দল থেকে বাদ পড়ার পর বেশ খানিকটা ভেঙে পড়েছিলেন রহমান। তবে শোনা যায়, এখন অতীত ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চাইছেন তিনি। কিছুদিন আগেই বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে IPL থেকে বাদ পড়া নিয়ে মুস্তাফিজুর বলেছিলেন, “এখন আর কী বা করার!”
অবশ্যই পড়ুন: ৯.২০ কোটির লোকসান নিয়ে আইনি পথে যেতে পারেন মুস্তাফিজুর রহমান! লাভ হবে?
উল্লেখ্য, মুস্তাফিজুর কাণ্ডে ভারত বিরোধীতায় কোনও কমতি রাখেনি বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে ভারত থেকে বিশ্বকাপের ম্যাচগুলি সরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানানোর পর সোমবার ওপার বাংলায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সমস্ত ধরনের সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। বিবৃতি জারি করে সেই তথ্য জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রক।