প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে বাকি মাত্র আর কয়েকটা দিন, এরপরেই রাজ্য জুড়ে শুরু হতে চলেছে পড়ুয়া জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। যেহেতু বিধানসভা নির্বাচন আর কয়েক মাস পরেই শুরু হতে চলেছে, তাই চলতি বছর মাধ্যমিক পরীক্ষা এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে এবং ঐচ্ছিক বিষয়-সহ সমস্ত বিষয়ের পরীক্ষা শেষ হবে ১২ ফেব্রুয়ারি। আর এই আবহে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড (Madhyamik Admit Cards) প্রকাশের দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ।
পরীক্ষার সময়সূচি প্রকাশ পর্ষদের
মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, প্রতিদিন মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে এবং শেষ হবে দুপুর ২টোয়। প্রথম ১৫ মিনিট, অর্থাৎ সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ১১টা পর্যন্ত পরীক্ষার্থীরা প্রশ্নপত্র দেখার সুযোগ পাবে। মূল উত্তর লেখা শুরু হবে সকাল ১১টা থেকে। বিশেষ বিষয়ের পরীক্ষার সময়সূচিও স্পষ্ট করা হয়েছে। মিউজিক পরীক্ষার সময় হবে ২ ঘণ্টা ১৫ মিনিট। কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ের থিয়োরি পরীক্ষা হবে ২ ঘণ্টা ৪৫ মিনিট ধরে। ভোকেশনাল বিষয়গুলির ক্ষেত্রে নির্ধারিত সময় ১ ঘণ্টা ৪৫ মিনিট। এবং অ্যাডমিট কার্ড প্রসঙ্গে পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী ২০ জানুয়ারি, মঙ্গলবার, অ্যাডমিট কার্ড দেওয়া হবে।
আরও পড়ুনঃ কেন ১ জানুয়ারি থেকে ডিএ, বেতন বাড়ল না সরকারি কর্মীদের? জানা গেল কারণ
কবে দেওয়া হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড?
পর্ষদ সূত্রের খবর, ২০ জানুয়ারি, সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্ষদের ৪৮টি ক্যাম্প অফিস থেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সংগ্রহ করা যাবে। তবে ওইদিনই পরীক্ষার্থীরা কার্ড হাতে পাবে না। বিদ্যালয় কর্তৃপক্ষ পরে সকলের সুবিধার্থে একটি নির্দিষ্ট দিন ঘোষণা করবে, এবং সেদিনই ওই অ্যাডমিট কার্ড দেওয়া হবে। অনেক সময় অ্যাডমিট কার্ডে নানা ভুল থেকে যায়। এই ধরনের সমস্যা সমাধানের জন্যও পর্ষদ ক্যাম্প অফিস থেকে কার্ড সংগ্রহের সময়েই ভুল সংশোধনের নির্দিষ্ট গাইডলাইন বা নির্দেশিকা প্রদান করা হবে। যদি কোনো পরীক্ষার্থীর কার্ডে কোনো ভুল থাকে, তাহলে বিদ্যালয় কর্তৃপক্ষকে সেই নির্দেশিকা মেনে দ্রুত সংশোধনের ব্যবস্থা করতে হবে।
আরও পড়ুন: মুস্তাফিজুরের বদলা নিল বাংলাদেশ, এবার এই ভারতীয়কে BPL থেকে বাদ দিল BCB
শেষ আপডেট অনুযায়ী এখনও পর্যন্ত পরীক্ষায় বসার জন্য প্রায় ১০ লক্ষের কাছাকাছি পড়ুয়ার নাম নথিভুক্ত করা হয়েছে। ইতিমধ্যেই পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে, তবে ফিজিক্যাল এডুকেশন, সোশ্যাল সার্ভিস এবং ওয়ার্ক এডুকেশন পরীক্ষা কবে হবে, তা পরে জানানো হবে। প্রথম ভাষার পরীক্ষার ক্ষেত্রে বাংলা ও ইংরেজির পাশাপাশি আরও ১১টি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এবং দ্বিতীয় ভাষা হিসেবে পরীক্ষার্থীরা ইংরেজি, বাংলা এবং নেপালি ভাষার মধ্যে যে কোনও একটি বেছে নিতে পারবে।
Just tried out zz777br1, and gotta say, it’s pretty slick! The layout is clean, and I found some games I really dig. Definitely worth checking out, guys! Give it a go at zz777br1.