সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের ব্যাঙ্কিং খাতে বিরাট পরিবর্তনের ইঙ্গিত দিল কেন্দ্র সরকার। হ্যাঁ, খুব শীঘ্রই একীভূত (Bank Merger) হতে চলেছে দুটি বড় বড় সরকারি ব্যাঙ্ক। আর এই দুই ব্যাঙ্কের সদর দফতর মুম্বাইতে। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, নতুন ব্যাঙ্কটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পর দেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাঙ্কে পরিণত হবে। আর এই একীভূতকরণের ফলে মোট ২৫ কোটির বেশি গ্রাহক সরাসরি প্রভাবিত হবে। যেখানে বর্তমানে এসবিআই-এর গ্রাহক সংখ্যা ২৬ কোটি।
কোন ব্যাঙ্কগুলিকে একীভূত করা হতে পারে?
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, এবার ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই দুই সরকারি ব্যাঙ্ককে সরাসরি একীভূত করার প্রস্তাব নিয়ে কাজ চলছে। সরকারের মূল লক্ষ্য হল ব্যাঙ্কগুলিকে আরও শক্তিশালী করা এবং অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করা। পাশাপাশি পরিষেবার মান ও পরিচালন দক্ষতাকে উন্নত করতে চাইছে কেন্দ্র সরকার। আর যদি এই একীভূতকরণ সম্পন্ন হয়, তাহলে নতুন ব্যাঙ্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়াবে ২৫.৬৭ লক্ষ কোটি টাকা, যা দেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাঙ্কে পরিণত হবে।
আরও পড়ুন: ব্যয় ১,৪৬২ কোটি! ভারত থেকে ১ লক্ষ ৮০ হাজার টন ডিজেল কিনছে বাংলাদেশ
প্রসঙ্গত, এর আগে ব্যাঙ্ক একীভূতকরণ নিয়ে একাধিক বার আলোচনা হয়েছে। একসময় চেন্নাই ভিত্তিক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক একীভূতকরণ করার পরিকল্পনা ছিল। পাশাপাশি পাঞ্জাব এন্ড সিন্ড ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র নিয়েও ভবিষ্যতে পরিকল্পনা চলছে বলে রিপোর্ট অনুযায়ী খবর। আর যেহেতু এই ব্যাংকগুলোর সম্পদের পরিমাণ অনেকটাই কম, তাই ভবিষ্যতে সরকার বেসরকারীকরণের পথেও হাঁটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: পিছোতে পারে স্কুলের সময়, প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে গেল আবেদন
অতীতেও হয়েছে একাধিক ব্যাঙ্ক মার্জার
প্রসঙ্গত, ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে কেন্দ্র সরকার বড় বড় ব্যাঙ্ক সংস্কার করেছিল। সেই সময় ১০টি সরকারি ব্যাঙ্ককে একীভূত করে বড় বড় ব্যাঙ্কে পরিণত করা হয়েছিল। সেই কারণে যেখানে ২০১৭ সালে সরকারি ব্যাঙ্কের সংখ্যা ছিল ২৭, বর্তমানে তা কমে ১২টিতে দাঁড়িয়েছে। এদিকে ২০১৯-২০ সালে অন্ধ্র ব্যাংক ও কর্পোরেশন ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল, যা ব্যাঙ্কের আর্থিক ভীত আরও মজবুত করেছিল। আর যদি এই ব্যাঙ্ক একীভূতকরণ হয়, তাহলে দেশের ব্যাঙ্কিং খাতে যে বিরাট পরিবর্তন আসবে তা বলার অপেক্ষা রাখে না।
Hey guys! Saw f8betceo around so I wanted to give them my thoughts. The site design is easy to get the grasp of and the support did answer quickly. That is about it from me f8betceo.