ইন্টারনেট ছাড়াই ফোনে চলবে লাইভ টিভি, ওয়েব সিরিজ! আসছে D2M প্রযুক্তি

D2M Technology

সৌভিক মুখার্জী, কলকাতা: ইন্টারনেট ছাড়াই ফোনে চলবে লাইভ টিভি, ওয়েব সিরিজ সহ সবকিছু! আসছে দেশে মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি টিভি সম্প্রচারের প্রযুক্তি ডাইরেক্ট টু মোবাইল (D2M Technology)। তবে এবার তা নিয়েই শুরু হল নতুন করে বিতর্ক। সম্প্রতি এই প্রযুক্তির পরীক্ষামূলক মূল্যায়ন নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন তুলতে শুরু করেছে দেশের শীর্ষ টেলিকম অপারেটররা। আসলে সম্প্রতি সেলুলার অপারেটর অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া জানিয়েছে, প্রসার ভারতীর আওতায় পরিচালিত D2M প্রযুক্তির সাম্প্রতিক টেস্ট  প্রক্রিয়া স্বচ্ছ ছিল না। এমনকি সরকারের নির্ধারিত প্রযুক্তিতে নিরপেক্ষ এবং  পরামর্শমূলক কাঠামো মানা হয়নি।

কী এই D2M প্রযুক্তি?

জানিয়ে রাখি, D2M প্রযুক্তি সফল হলে মোবাইল ফোনে ইন্টারনেট বা সেলুলার নেটওয়ার্ক ছাড়া সরাসরি লাইভ টিভি সম্প্রচার দেখা যাবে। আর এই প্রযুক্তি চালু হলে টেলিভিশন দেখার ক্ষেত্রে বিরাট পরিবর্তন আসবে বলেই অনুমান করা হচ্ছে। 2019 সালে প্রসার ভারতী এবং আইআইটি কানপুরের মধ্যে একটি চুক্তি হয়েছিল। সেখানে D2M সম্প্রচারের ফলে টেলিকম পরিষেবায় হস্তক্ষেপ হয় কিনা, মোবাইল ফোন অতিরিক্ত গরম হয় কিনা এই বিষয়গুলি প্রযুক্তিগতভাবে যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, আইআইটি কানপুরের নেতৃত্বে টেলিকম ইঞ্জিনিয়ারিং সেন্টারের মাধ্যমে এই পরীক্ষা করা হয়েছিল। এতে Aracion Technology, টাটা গ্রুপের সংস্থা Tejas Networks এবং নির্দিষ্ট D2M সমর্থিত স্মার্টফোন যুক্ত ছিল। যদিও 2025 সালের নভেম্বর মাসে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয় যে, D2M প্রযুক্তি নিয়ে ওঠা বেশ কিছু আশঙ্কা সম্পূর্ণ ভিত্তিহীন।

আরও পড়ুন: ভোটের আগেই ঘোষণা হল বিজেপির রাজ্য কমিটি, জেনে নিন কে কোন পদ পেল

টেলিকম সংস্থাগুলির আপত্তি তাহলে কোথায়?

সিওএআই ডিরেক্টর জেনারেল এস পি কোচ্ছর জানিয়েছেন, D2M প্রযুক্তির প্রভাব শুধুমাত্র সম্প্রচারের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং, এর প্রভাব পড়বে স্পেকট্রাম থেকে শুরু করে নেটওয়ার্ক, ডিভাইস, নিরাপত্তা এবং গ্রাহকদের উপর সুরক্ষায়। আর এমন একটি প্রযুক্তির জাতীয় স্তরের মূল্যায়ন হওয়া উচিত স্বচ্ছ প্রক্রিয়ায়, যা হয়নি। তিনি অভিযোগ করছেন, টেলিকম সার্ভিস প্রোভাইডারদের পরীক্ষাতেই রাখা হয়নি। এমনকি পরীক্ষায় টার্মস অফ রেফারেন্স আগে জানানো হয়নি। পাশাপাশি শুধুমাত্র একটি প্রযুক্তিকেই গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে 5G বা সেলুলার-বেসড ব্রডকাস্ট প্রযুক্তির মতো বিকল্পগুলি বিবেচনাতেই আনা হয়নি।

আরও পড়ুন: শিক্ষকদের পেনশন, গ্র্যাচুইটির নিয়মে বদল আনছে রাজ্য সরকার!

এদিকে 2025 সালের সেপ্টেম্বর মাসে তথ্য ও সম্প্রচার মন্ত্রক এক বৈঠকে স্পষ্ট জানিয়েছিল, D2M প্রযুক্তির সম্পূর্ণ এবং নিরপেক্ষ প্রযুক্তিগত মূল্যায়ন করতে হবে, এবং সমস্ত স্টেক হোল্ডারকে যুক্ত করতে হবে। পাশাপাশি একাধিক প্রযুক্তির তুলনামূলক বিশ্লেষণও প্রয়োজন। কিন্তু সিওএআই দাবি করে যে, এই নির্দেশ মানা হয়নি। সেই কারণেই এই জলঘোলা।

1 thought on “ইন্টারনেট ছাড়াই ফোনে চলবে লাইভ টিভি, ওয়েব সিরিজ! আসছে D2M প্রযুক্তি”

Leave a Comment