বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগেই শোনা গিয়েছিল, সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সচিন তেন্ডুলকরের ছেলে ক্রিকেটার অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। সময় যত গড়াচ্ছে সেই জল্পনা-ই তত গাঢ় হচ্ছে। একাধিক রিপোর্টে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে, চলতি বছরের আগামী 5 মার্চ বিয়ের পিঁড়িতে বসবেন সচিন পুত্র। পাত্রী সানিয়ে চণ্ডক। কয়েকটি সূত্র জানাচ্ছে, এদিন একেবারে ঘরোয়া ভাবেই কয়েকজন কাছের অতিথির উপস্থিতিতেই সম্পন্ন হবে বিবাহের অনুষ্ঠান।
বিয়ে নিয়ে গোপনীয়তা বজায় রেখেছে সচিনের পরিবার
শোনা গিয়েছিল, গত বছরের আগস্ট মাসে কয়েকজন অতিথির উপস্থিতিতে একেবারে গোপনভাবেই এনগেজমেন্ট হয়েছিল অর্জুন তেন্দুলকর এবং সানিয়ার। যদিও প্রথমদিকে এই গোটা বিষয়টি গোপন রেখেছিলেন সচিন সহ পরিবারের বাকিরা। পরবর্তীতে তা প্রকাশ্যে চলে এলে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক একটি রেডিট সেশানে বিষয়টি খোলসা করেন। ক্রিকেট অনুরাগীদের একাধিক প্রশ্নের উত্তরে সেদিন তেন্দুলকর নিজের ছেলের এঙ্গেজমেন্টের কথা বলতে বাধ্য হয়েছিলেন। তবে এরপর থেকে বিয়ে নিয়ে গোপনীয়তা বজায় রেখেছে সচিনের পরিবার।
অবশ্যই পড়ুন: প্রয়োজনে বিশ্বকাপ বয়কট! দাবি না মানলে ভয়ঙ্কর পদক্ষেপের হুমকি বাংলাদেশের
তবে এইসবের মধ্যেও জানা গেল, আগামী 3 মার্চ থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। 5 মার্চ পাকাপাকিভাবে বিয়ের পিড়িতে বসবেন অর্জুন এবং সানিয়া। না বললেই নয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে নতুন দল লখনউ সুপার জায়ান্টসে ভিড়েছেন অর্জুন। এক কথায় বলাই যায়, ক্রিকেটে নতুন দল পাওয়ার পর এবার জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন অর্জুন তেন্দুলকর।
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, অর্জুনের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে মুম্বইয়েই। কয়েকটি ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে, শহরের বুকেই একেবারে ঘরোয়া ভাবে গোপনীয়তা বজায় রেখে পরিবারের সদস্য সহ কয়েকজন ঘনিষ্ঠ অতিথির উপস্থিতিতেই বৈবাহিক জীবনে পা রাখবেন সচিন পুত্র। যা নিয়ে আপাতত তোলপাড় নেট দুনিয়া।
অবশ্যই পড়ুন: মিথ্যা বলেছে BCB, নিজের ইচ্ছায় BPL ছেড়েছি! জানালেন ঋধিমা পাঠক
কে এই সানিয়া চণ্ডক?
অর্জুনের হবু স্ত্রী সানিয়া মূলত নিজেকে লোকচক্ষুর আড়ালে রাখতেই পছন্দ করেন। জানা গিয়েছে, মুম্বইয়ের বিশিষ্ট ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনী তিনি। তবে সম্ভ্রান্ত পরিবারের সন্তান হলেও খুব স্বাভাবিক এবং সাধারণ জীবনযাপন করেন সানিয়ে। ঘাই পরিবারের নিজস্ব খাবার এবং হোটেলের ব্যবসা রয়েছে। এছাড়াও দুটি আইসক্রিম সংস্থার মালিক সানিয়া। অর্জুনের বান্ধবীর স্কুল জীবনের পড়াশোনা শেষ হয় ক্যাথিড্রাল অ্যান্ড জন ক্যানন বিদ্যালয় থেকে। এরপর সেখান থেকে লন্ডনের স্কুল অফ ইকনমিক্সে বিজ়নেস ম্যানেজমেন্ট পড়াশোনার পর 2020 সালে পাস করে দেশে ফেরেন সানিয়া। তারপরই নিজস্ব ব্যবসা শুরু করেন তিনি। বলে রাখি, সানিয়া একজন পশুপ্রেমী। মুম্বইয়ের মানুষের মধ্যে পশুপ্রেম দেখে মিস্টার পজ় পেট স্পা অ্যান্ড স্টোরও খুলেছিলেন সানিয়া।
Yo guys, check this out! I’ve been messing around with FortuneGodsvn. The games are actually pretty fun. Have a look: fortunegodsvn.