ন্যূনতম বেতন ১৫,০০০ করা হোক! আশাকর্মীদের বিক্ষোভে রণক্ষেত্র স্বাস্থ্যভবন

ASHA Workers Protest

সৌভিক মুখার্জী, কলকাতা: সল্টলেকে আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে বুধবার উত্তেজনা চরমে পৌঁছয় (ASHA Workers Protest)। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান ও ডেপুটেশন কর্মসূচি ডাক দিয়েছিলেন রাজ্যের বহু আশা কর্মী। কিন্তু মিছিল শুরু হতেই পুলিশ বাধা দিলে পরিস্থিতির রণক্ষেত্রে রূপ নেয়।

বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন

আশা কর্মীরা এই দাবিতে সরব হয় যে, তাদের ন্যূনতম বেতন অন্তত ১৫ হাজার টাকা করতে হবে আর স্থায়ী কাজের স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি সামাজিক এবং অন্যান্য সুযোগ-সুবিধা দিতে হবে। দাবি না মানলে স্বাস্থ্য ভবনের সামনে দীর্ঘস্থায়ী অবস্থানে বিক্ষোভে বসার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

আরও পড়ুন: ট্রাম্পের নয়া চালে কাবু বাংলাদেশ!

এদিকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য স্বাস্থ্য ভবনের গেট বন্ধ করে দেওয়া হয় আর মোতায়েন করা হয় বিপুল পুলিশ বাহিনী। সকাল থেকে স্বাস্থ্য ভবন চত্বর থেকে শুরু করে আশেপাশের এলাকা কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়। এমনকি একাধিক ব্যারিকেড বসানো হয় যাতে কোনও রকম সমস্যা না হয়। কিন্তু বিক্ষোভকারীদের রুখতে গিয়ে পুলিশকেই হিমশিম খেতে হয়।

আরও পড়ুন: শান্তিপুরে ৫০-৬০টি প্রতিমা ভাঙচুর! ঘটনার নিন্দা জানিয়ে ‘জঙ্গল রাজ’ আখ্যা অমিত মালব্যের

বলে রাখি, রাজ্যজুড়ে বর্তমানে ৩০০০ আশা কর্মী রয়েছেন। তবে গত কয়েক বছর ধরে একাধিক দফায় তাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। কিন্তু আশা কর্মীদের দাবি, এই ভাতা বৃদ্ধি যথেষ্ট নয়। কারণ, দিনের পর দিন মূল্যবৃদ্ধি মাথাচাড়া দিয়ে বাড়ছে। আর সেই কারণে ন্যূনতম বেতন ১৫ হাজার টাকার দাবিতে তারা সরব হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, স্বাস্থ্য ভবনের গেটের বাইরেই অবস্থানে বিক্ষোভ বসেছে তারা। এখন দেখার পরিস্থিতি কোন দিকে এগোয়।

1 thought on “ন্যূনতম বেতন ১৫,০০০ করা হোক! আশাকর্মীদের বিক্ষোভে রণক্ষেত্র স্বাস্থ্যভবন”

Leave a Comment