শতাব্দী এক্সপ্রেস তুলে দিতে তৈরি হবে ১৫০০ বন্দে ভারত কোচ! বড় প্রস্তুতি নিচ্ছে রেল

Shatabdi Express

সহেলি মিত্র, কলকাতা: আর হয়ত বেশিদিন সময় বাকি নেই যখন আর শতাব্দী এক্সপ্রেসকে (Shatabdi Express) ছুটতে দেখা যাবে না। আসলে বন্দে ভারত ট্রেন নিয়ে বড় পরিকল্পনা করছে ভারতীয় রেল, যে কারণে নস্টালজিক শতাব্দী এক্সপ্রেস ট্রেন প্রেমীদের মন খারাপ হতে পারে। নিশ্চয়ই ভাবছেন রেল কী প্ল্যান করছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

আর থাকবে না শতাব্দী এক্সপ্রেস!

এমনিতেই যত সময় এগোচ্ছে ততই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের জনপ্রিয়তা ততই বাড়ছে। অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ এই ট্রেনটি এখন এমন কোনো রুট নেই যেখানে চলে না। অন্যদিকে আবার এই ট্রেনের নতুন সংস্করণ অবধি অনেছে ভারতীয় রেল। চলতি জানুয়ারি মাসেই হাওড়া-গুয়াহাটির মধ্যে দেশের প্রথম সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত স্লিপার ছুটবে। ইতিমধ্যেই সেই ট্রেনের ট্রায়াল রান সম্পন্ন করেছে রেল। এমনকি ট্রেনটি কেমন দেখতে তার ঝলকও শেয়ার করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এসবের মাঝে এবার শতাব্দী এক্সপ্রেস ট্রেন নিয়ে সামনে এল খারাপ খবর।

আরও পড়ুনঃ দার্জিলিংয়ে তুষারপাত, দক্ষিণবঙ্গের ৪ জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা, আজকের আবহাওয়া

বন্দে ভারতের ১৫০০টি কোচ তৈরী করবে রেল?

বন্দে ভারতের আগে এই শতাব্দী এক্সপ্রেস ছিল সেমি হাইস্পিড ট্রেন। এখনো হাওড়া সহ দেশের বিভিন্ন রুটে এই ট্রেন চলেছে। সুযোগ সুবিধা অনেকটাই বন্দে ভারতের মতোই। এমন অনেক রেল যাত্রী রয়েছেন যারা বন্দে ভারত ছেড়ে এই শতাব্দী এক্সপ্রেসে ওঠেন। যাইহোক, এখনো দাবি করা হচ্ছে যে শতাব্দী এক্সপ্রেসকে বিদায় জানাতে রেলওয়ে ১,৫০০টি বন্দে ভারত চেয়ার কার কোচ তৈরি করবে।

আরও পড়ুনঃ টিকিট না থাকলেও করা যাবে ট্রেনে ভ্রমণ, ফাইন নিতে পারবে না TTE! যা জানাল রেল

রেলওয়ে বোর্ড এখন ২০২৬-২৭ থেকে ২০২৯-৩০ পর্যন্ত চার বছরে ১,৫০০টি বন্দে ভারত চেয়ার কার কোচ তৈরির আদেশ জারি করেছে। এর মধ্যে ৭২০টি কোচ চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি করা হবে। ট্রেনের গতি থাকবে সেই ১৬০ কিমি/ঘণ্টা গত। দিনে দিনে যাতে দূরের জায়গাতেও সময়ের মধ্যে যাত্রীদের পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্য থাকবে রেলের।  রেলওয়ের সরকারি সূত্র অনুযায়ী, সমস্ত শতাব্দী এক্সপ্রেস ট্রেন, যাদের রেক উৎপাদন প্রায় বন্ধ হয়ে গেছে, তাদের বন্দে ভারত কোচ দিয়ে প্রতিস্থাপন করা হবে। মোট ৮৮টি রেকের মধ্যে ৬৮টি হবে ১৬টি কোচের ট্রেন সেট, বাকি ২০টি হবে ২০টি কোচের সেট।

1 thought on “শতাব্দী এক্সপ্রেস তুলে দিতে তৈরি হবে ১৫০০ বন্দে ভারত কোচ! বড় প্রস্তুতি নিচ্ছে রেল”

Leave a Comment