প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েকদিন ধরেই সোশাল মিডিয়া ওপেন করলেই একটাই নাম ভেসে আসছে, আর তিনি হলেন গায়িকা দেবলীনা নন্দী (Debolina Nandy)। দাম্পত্য কলহের জেরে, ৭৮ টি ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করার চেষ্টা করেছিলেন দেবলীনা। অভিযোগের আঙুল উঠেছিল তাঁর স্বামী প্রবাহ নন্দী ও শ্বশুরবাড়ির লোকজনের দিকে। এই মুহূর্তে শারীরিক দিক থেকে সুস্থ থাকলেও মানসিক দিক থেকে একেবারেই ভাল নেই। মারাত্মক ট্রমায় রয়েছেন দেবলীনা। আর সেই নিয়েই এবার চিকিৎসকায় পরিবারকে দিলেন এক ভয়ংকর সতর্কবার্তা।
ফেসবুক লাইভে দেবলীনার দিদি
গতকাল অর্থাৎ বুধবার ফেসবুক লাইভে এসে দেবলীনার দিদি শর্মিষ্ঠা নন্দী জানালেন, একেবারেই মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন দেবলীনা। কারও সঙ্গে কোনো কথা বলার মতো অবস্থা নেই তাঁর। কেঁদে কেঁদে শুধু একটাই কথা বলে চলেছেন, প্রবাহর সঙ্গে সে একবার কথা বলতে চায়। দেবলীনার দিদির কথায়, পরিস্থিতি এতটাই জটিল হয়ে গিয়েছে যে দেবলীনা আবার কিছু করে না বসে তার চিন্তায় রয়েছে সকলে। মারাত্মক ট্রমায় রয়েছে দেবলীনা। গায়িকার পরিবারের অভিযোগ, দেবলীনার শারীরিক অবস্থার কথা জেনেও তাঁর শ্বশুরবাড়ির লোকজন একবার ফোনও করেননি। এমনকি প্রবাহ তো নয়ই। আর এই অবস্থায় চিকিৎসকরা ভয়ংকর সতর্কবার্তা দিল।
আরও পড়ুনঃ এখনও ট্রমা কাটেনি! দেবলীনার পরিবারকে এবার ভয়ঙ্কর বার্তা দিলেন ডাক্তাররা
পরিবারকে ভয়ঙ্কর বার্তা ডাক্তার
দেবলীনার দিদি লাইভে জানান যে, চিকিৎসকরা দেবলীনার মানসিক অবস্থা নিয়ে খুবই চিন্তায় রয়েছেন। সে একদমই কারোর সঙ্গে কোনো কথা বলতে চাইছে না। কারণ শারীরিকভাবে আগের তুলনায় সুস্থ থাকলেও মানসিকভাবে ভয়ানক ভেঙে পড়েছেন তিনি। ডাক্তাররা পরিবারকে বারবার সতর্ক করে দিয়েছেন যে, এই ট্রমার জন্যেই দেবলীনা ফের আত্মহত্যার চেষ্টা করতে পারেন। শর্মিষ্ঠা এও বলেন যে, “হাসপাতালের বেডে শুয়েই আমাকে জিজ্ঞেস করছে- দিদিভাই, কীভাবে সবথেকে সহজে নিজেকে শেষ করা ফেলা যায়, বল তো!” আর সেকারণেই দেবলীনা নন্দীকে নিয়ে চিন্তা কাটেনি তাঁর পরিবারের।
আরও পড়ুন: এপ্রিল থেকে শুরু হবে জনগণনা প্রক্রিয়া, বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র সরকার
দেবলীনা নন্দীর এই কঠিন পরিস্থিতির মাঝে অনেকেই দেবলীনা নন্দী ও তাঁর বন্ধু তথা অভিনেতা সায়কের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন। ভাইরাল হয়েছে, দেবলীনা আর সায়কের বিভিন্ন ছবি ও। এবার সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে মুখ খোলেন সায়ক। তিনি স্পষ্ট জানিয়ে দেন, দেবলীনার সঙ্গে তাঁর কেবলই বন্ধুত্বের সম্পর্ক, তার বাইরে আর কিছু নয়। তিনি এও বলেন, দেবলীনাকে তিনি যদি ভালবাসতেন, তাহলে দেবলীনার বিয়েতে গিয়ে সায়ক নাচতেন না এবং বিয়ের আগেই দেবলীনা এবং প্রবাহর সম্পর্ক ভাঙিয়ে দিতেন।
121bett’s where it’s at for all your betting needs. Seriously, they’ve got everything. Give 121bett a shot, you won’t regret it: 121bett