সহেলি মিত্র, কলকাতা: নিম্নচাপের নাম শুনলেই মাথায় আসে প্যাচপ্যাচে কাদা এবং ঝমঝমিয়ে বৃষ্টি। এদিকে বর্তমানে বাংলায় যে হারে ঠান্ডা পড়েছে সেখানে বৃষ্টি যদি একবার হয় তাহলে ঘরে ঘরে শরীর খারাপ অবধারিত। তবে এ যেন ঠিক উলটপুরাণ হল। বঙ্গোপসাগরে (Bay Of Bengal) তৈরি হওয়া নিম্নচাপে জেরে বাংলায় বৃষ্টির বদলে শীতের প্রকোপ আরো বেশ খানিকটা বাড়তে চলেছে বলে জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস শুনে চমকে গেলেন তো কিন্তু এটাই সত্যি জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির উপর।
নিম্নচাপের জেরে ধেয়ে আসছে আরও শীত
বাংলার শীত নিয়ে মৌসম ভবন এমন এক পূর্বাভাস জারি করা হয়েছে যেটি সম্পর্কে শুনলে আপনারা শিরদাঁড়া দিয়ে হিমশীতল স্রোত বয়ে যাবে। আপনি যদি ভেবে থাকেন শীত কমে গিয়েছে তাহলে সে গুড়ে বালি। আগামী দিনে দিন ও রাতের তাপমাত্রা আরও বেশ খানিকটা কমতে পারে বলে খবর। সৌজন্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপ। তাও আবার যে সে নিম্নচাপ নয়, তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় তৈরি নিম্নচাপ আজ ভোর রাতে পরিণত হল গভীর নিম্নচাপে।
আরও পড়ুনঃ টিকিট না থাকলেও করা যাবে ট্রেনে ভ্রমণ, ফাইন নিতে পারবে না TTE! যা জানাল রেল
এই নিম্নচাপের ফলে সমুদ্রের দিক থেকে আসা জলীয় বাষ্পের সবটুকু সে একাই টেনে নিল। এর জেরে উত্তর পশ্চিম ভারতের কনকনে ঠান্ডা হাওয়া আরও তীব্রভাবে অবাধে বইছে গোটা বাংলায়। তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও ফিল লাইক শীতের অনুভূতি বুধবার রাত থেকে আরও বেশ খানিকতা বেড়েছে বলে খবর।
আজ কেমন থাকবে আবহাওয়া?
এবার আসা যাক আজ বৃহস্পতিবার সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। সকাল সকাল রোদে দেখা মিললেও হিমশীতল হাওয়ার কোনওরকম অভাব নেই। একদিনে এক ডিগ্রির বেশি তাপমাত্রা বেড়েছে কলকাতায়। ১১.৬ ডিগ্রি সেলসিয়াসে আলিপুরের পারদ। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের ২ ডিগ্রি কম। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের ২ ডিগ্রি কম। আজ শৈত্যপ্রবাহের জন্য দক্ষিণবঙ্গের বীরভূম জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুনঃ অস্ত্রোপচার দলের গুরুত্বপূর্ণ সদস্যের, T20 বিশ্বকাপের আগে চিন্তার খবর টিম ইন্ডিয়ায়
এর পাশাপাশি বৃহস্পতিবার শীতল দিনের হলুদ সতর্কতা জারি থাকবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে। অন্যদিকে দার্জিলিং জেলায় বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিস। সেইসঙ্গে হাড় কাঁপানো শীত বজায় থাকবেন উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে।
Alright folks, gave one7899vn a go. So far, so good! They have a good selection. Could be something to dig in to. one7899vn