বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৃহস্পতিবার সকাল হতেই I PAC প্রধান প্রতীক জৈনের অফিস এবং লাউডন স্ট্রিটের বাড়িতে হানা দেয় ইডি। দিল্লির আর্থিক প্রতারণা মামলায় I PAC কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আর সেই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই জৈনের বাড়িতে পৌঁছন পুলিশ কমিশনার মনোজ বর্মা। অবাক করা বিষয়, মনোজ বর্মা সেখানে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই হন্ততন্ত হয়ে প্রতীক জৈনের বাড়িতে ঢুকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তারপরেই একটি সবুজ ফাইল হাতে নিয়ে বের হলেন মমতা। প্রশ্ন উঠছে, কী এমন আছে ওই ফাইলে?
I PAC প্রধানের বাড়িতে হঠাৎ আগমন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার সকালে, প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালাচ্ছিলেন ইডি আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছিল সমস্ত প্রয়োজনীয় নথি। ঠিক সেই সময়ে আচমকা উদয় হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তড়িঘড়ি I PAC প্রধানের ঘরে ঢুকে পড়েন মমতা। যে দৃশ্য কষ্মিনকালে দেখেননি রাজ্যবাসী। এদিন একেবারে খালি হাতেই প্রতীকের বাড়িতে ঢুকেছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মিনিট পনেরো সেখানেই ছিলেন তিনি। এরপর যখন বেরোলেন মুখ্যমন্ত্রীর হাতে দেখা গেল একটি সবুজ ফাইল।
অবশ্যই পড়ুন: অস্ত্রোপচার দলের গুরুত্বপূর্ণ সদস্যের, T20 বিশ্বকাপের আগে চিন্তার খবর টিম ইন্ডিয়ায়
প্রশ্ন উঠছে, ইডি আধিকারিকদের তল্লাশি অভিযানের মধ্যে কেন হঠাৎ I PAC কর্ণধারের বাড়িতে ঢুকলেন মুখ্যমন্ত্রী মমতা? কী এমন রয়েছে তাঁর হাতের ওই সবুজ ফাইলে? এদিন প্রতীকের বাড়ি থেকে সবুজ ফাইল হাতে বেরোতেই বিস্ফোরক সব অভিযোগ করতে থাকেন মুখ্যমন্ত্রী। ক্যামেরার মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রতীক জৈনের বাড়িতে ইডি আধিকারিকরা এসেছেন। আইটি ইনচার্জের বাড়িতে সব হার্ডডিস্ক সংগ্রহ করতে এসেছিল। সমস্ত প্রার্থীর তালিকা, পার্টির প্ল্যান থেকে শুরু করে আমাদের দলের স্ট্যাটিজি সংগ্রহ করতে এসেছিল। এটাই কি অমিত শাহের কাজ? আমাদের দলের সমস্ত তথ্য হাতিয়ে নিতে এসেছে!”
অবশ্যই পড়ুন: ফের ছক্কা হাঁকাল পরশুরাম, কী হল বিদ্যা ব্যানার্জীর? রইল এ সপ্তাহের TRP তালিকা
এদিন প্রতীকের বাড়ির সামনে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “যে দেশই রক্ষা করতে পারে না। সে আমার আইনি অফিসে ইডি পাঠিয়েছে…!” মুখ্যমন্ত্রীর অভিযোগ, SIR এর নামে ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিচ্ছে, ইতিমধ্যেই প্রায় দেড় কোটি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। এদিকে তল্লাশির নাম করে আমাদের সমস্ত প্ল্যান হাতিয়ে নেওয়ার চেষ্টা.. মমতার বক্তব্য, তিনি সমস্ত তথ্য এই ফাইলে করে নিয়ে এসেছেন।
888pgvip is where the big boys play. I might not be a VIP just yet, but I’m working on it! They’ve got all the high-roller games, so if you’re feeling lucky, give it a shot! You can thank me later. 888pgvip is where the action is at.