বিজয় হাজারেতে সেঞ্চুরি, বাবর আজমের বিশ্বরেকর্ড গুঁড়িয়ে দিলেন রুতুরাজ গায়কওয়াড়

Ruturaj Gaikwad Breaks Pakistani Babar Azam’s world record

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি বিজয় হাজারে ট্রফিতে ক্ষমতা দেখাচ্ছেন ভারতের ক্রিকেটাররা। সেই তালিকায় এবার নাম জুড়ল সদ্য ভারতীয় দলে কামব্যাক হওয়া চেন্নাই সুপার কিংস তারকা রুতুরাজ গায়কওয়াড় এর (Ruturaj Gaikwad)। বৃহস্পতিবার মহারাষ্ট্র বনাম গোয়ার ম্যাচে ব্যাট হাতে ঝড় তুললেন তিনি। মহারাষ্ট্র দলের অর্ধেক ব্যাটিং বিভাগ যখন গুটিয়ে গিয়েছে ঠিক সেই পর্যায়ে দাঁড়িয়ে অধিনায়ক হিসেবে দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন রুতু। তাতেই ভেঙে গেল পাকিস্তানি ক্রিকেটার বাবর আজমের বিশ্বরেকর্ড।

বাবর আজমের বিশ্বরেকর্ড ভাঙলেন রুতুরাজ

আজ, গোয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি মহারাষ্ট্রের। এদিন প্রথম থেকেই ক্রমাগত উইকেট হারাতে থাকেন মহারাষ্ট্র দলের ব্যাটসম্যানরা। তাতে একটা সময় গিয়ে বড় রান বাঁধার স্বপ্ন হারাতে বসেছিল দলটি। আর সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন অধিনায়ক রুতুরাজ। এদিন ব্যাট হাতে গোয়ার বোলারদের কার্যত জবাই করেছিলেন তিনি। বাউন্ডারি ওভার বাউন্ডারিতে ভারতীয় তারকা বুঝিয়েছেন তাঁর ক্ষমতা।

অবশ্যই পড়ুন: I-PAC প্রধান প্রতীক জৈনের বাড়ি থেকে সবুজ ফাইল নিয়ে বেরোলেন মমতা, কী আছে তাতে?

এদিন, গোয়ার আক্রমনাত্মক বোলিংয়ের সামনে ব্যাট উঁচিয়ে 131 বলে 134 রানের অপরাজিত ইনিংস খেলেন রুতু। বৃহস্পতিবার, একসাথে আটটি চার এবং ছটি ছক্কা সহযোগে নিজের ইনিংস একেবারে সাজিয়ে নিয়েছিলেন তিনি। সেই সূত্রেই গোয়ার সামনে বড় লক্ষ্য রাখে মহারাষ্ট্র। তবে এদিন সেঞ্চুরি করেই থেমে থাকেননি, ভারতীয় ক্রিকেটার। সেই সাথে ভেঙেছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজমের বিশ্বরেকর্ডও। বলে রাখি, আজকের ম্যাচেই লিস্ট এ ক্রিকেটে 5000 রান সম্পন্ন করেছেন রুতুরাজ।

অবশ্যই পড়ুন: ১০ বছরে মোদীর সম্পত্তি বাড়ল ৮২%, রাহুলের ১১৭! অভিষেকের কত? দেখুন হিসেব

আসলে এতদিন লিস্ট এ ক্রিকেটের ইতিহাসে 5000 রানের মাইলফলক অর্জনকারী দ্রুততম ব্যাটসম্যান ছিলেন পাকিস্তানের বাবর। 97টি ইনিংস মিলিয়ে এই রান করেছিলেন তিনি। তবে আজ 95 তম ইনিংসে 5000 রান সম্পূর্ণ করে লিস্ট এ ক্রিকেটে বাবরের বিশ্ব রেকর্ড গুঁড়িয়ে দিলেন চেন্নাই সুপার কিংসের তারকা ক্রিকেটার রুতুরাজ। সেই সাথে লিস্ট এ ক্রিকেটের দ্রুততম 5000 রানকারী ক্রিকেটার হয়ে উঠলেন ভারতীয় তারকা।

1 thought on “বিজয় হাজারেতে সেঞ্চুরি, বাবর আজমের বিশ্বরেকর্ড গুঁড়িয়ে দিলেন রুতুরাজ গায়কওয়াড়”

Leave a Comment