মুস্তাফিজুর রহমান কাণ্ডে বিতর্কের জল বহুদূর গড়িয়েছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠাতে সরাসরি অস্বীকার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দ্বারস্থও হয়েছিল তারা। তাতে অবশ্য লাভ কিছুই হয়নি। ICC স্পষ্ট জানিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে ভারতই আসতে হবে বাংলাদেশ দলকে। অন্যথায় পয়েন্ট কাটা যাবে তাদের। যদিও ICC র এমন নির্দেশে মাথা নত করতে রাজি নয় BCB। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম ডিরেক্টর আসিফ আকবর একেবারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন প্রয়োজনে বিশ্বকাপ বয়কট করবেন তবুও ভারতে এসে খেলবে না বাংলাদেশ দল। এমন আবহে এবার মুস্তাফিজুর কাণ্ডে পরোক্ষভাবে ICC এবং IPL কর্তৃপক্ষকে নিশানা করলেন প্রাক্তন KKR তারকা মঈন আলি (Ex KKR Player On Mustafizur Issue)।
মুস্তাফিজুর বিতর্কে বাংলাদেশকে দোষ দিচ্ছেন না মঈন আলি
ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ পড়েছেন ওপার বাংলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এবার তা নিয়ে কথা বলতে গিয়ে পরোক্ষভাবে ভারতকেই যেন কাঠগড়ায় তুললেন প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটের মঈন আলি। KKR প্রাক্তনীর খুব স্পষ্ট বক্তব্য, দিনের পর দিন রাজনৈতিক সমস্যা গুলোর কারণে ক্রিকেট প্রভাবিত হচ্ছে। মঈন বললেন, “আগে থেকেই ক্রিকেট এইসব কারণের জন্য বিপদে রয়েছে। তার উপর মুস্তাফিজুরের ঘটনা সমস্যা বাড়িয়েছে। সত্যি কথা বলতে গেলে এখানে কিছু একটা ঠিক নেই। সমস্যার সমাধান করা দরকার। কারণ গোটা ইস্যুটা মুস্তাফিজুরকে ঘিরে নয়। পাকিস্তান, বাংলাদেশ, আমরা সকলেই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি।”
অবশ্যই পড়ুন: আবাস থেকে পাকা রাস্তা সহ তিন কর্মসূচি নিয়ে মেগা প্ল্যান নবান্নর
KKR এর প্রাক্তন ক্রিকেটার মনে করেন, মুস্তাফিজুর কাণ্ডে বাংলাদেশ যে পদক্ষেপ নিয়েছে তাতে তাদের কোনও দোষ নেই। ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছে BCB। প্রাক্তন ইংলিশ ক্রিকেটারের কথায়, “জানতে পারলাম বাংলাদেশ আর ভারতের যাচ্ছে না। IPL সম্প্রচারও নিষিদ্ধ করে দিয়েছে। আসলে আমি এখানে বাংলাদেশকে দোষ দিচ্ছি না। যারা এসব করছে, যারা আসলেই এগুলো টেনে আনছে, আমি বলতে চাই এটা খুব বাজে কাজ। কারণ ক্রিকেট সব কিছুর থেকে আলাদা।”
অবশ্যই পড়ুন: বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে এবার যা হবে, জারি অ্যালার্ট
এদিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষকে পরোক্ষভাবে এক হাত নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকেও নিশানা করেন মঈন। বলেন, “ICC কখনও নিরপেক্ষ নয়। এটাই আসল সত্যি। কিন্তু সবাই চুপ করে রয়েছে। সবাই জানে কে চালাচ্ছে এগুলো…. অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দেশগুলো দিনের পর দিন চুপ। তারা কি কিছু বলতে পারেনা?” সব মিলিয়ে, বাংলাদেশ ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে প্রাক্তন ইংলিশ ক্রিকেটার ওপার বাংলার ক্রিকেট বোর্ডকে দোষ না দিয়ে কার্যত ভারতের ঘাড়ে দায় ঠেললেন…
Yo, checked out Megaacevn and gotta say, the site’s pretty smooth. Loads fast, games are decent. Definitely worth a look if you’re hunting for something new. Check it out here: megaacevn