প্রীতি পোদ্দার, কলকাতা: হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করল রাজ্য সরকার! বকেয়ার ২৫ শতাংশ বরাদ্দ মহার্ঘ ভাতা (DA Case) নির্ধারিত সময়ের মধ্যে দিতে না পারায় ক্ষুব্ধ সরকারি কর্মচারী সংগঠন। আর এই আবহে তাই একাধিক বিক্ষোভ কর্মসূচির ডাক দিল কর্মীরা। জানা গিয়েছে এই কর্মসূচির মাধ্যমেই ২ ঘণ্টার জন্য পেন ডাউন কর্মসূচির সিদ্ধান্ত নিল রাজ্য কো-অর্ডিনেশন কমিটি। প্রকাশিত হল নির্দেশিকা।
আন্দোলনের পথে কর্মীরা!
গত ১৬ মে সরকারী কর্মীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যকে সুপ্রিম কোর্ট যে ছয় সপ্তাহ সময়সীমা দিয়েছিল, তা গত শুক্রবার শেষ হয়েছে। এর পর সুপ্রিম কোর্টে রাজ্য জানায় যে, তাদের এখনও আর্থিক সঙ্কট কাটেনি। তাই বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর জন্য আরও ৬ মাস সময় প্রয়োজন। আর এই আবহে এবার রাজ্যের সব কর্মচারী সংগঠন নিজেদের মতো করে আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। নেওয়া হয়েছে পেন ডাউন কর্মসূচি।
পেন ডাউন কর্মসূচি
জানা গিয়েছে, বেশ কয়েকটি সরকারি সংগঠন রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবকে চিঠি লিখে জানিয়েছে যে, আগামী এক সপ্তাহের মধ্যে কোনও সিদ্ধান্ত না-নিলে, তারা আদালত অবমাননার মামলা করবে। অন্যদিকে ২১ জুলাই শহীদ মিনারে কর্মসূচির ডাক দিয়েছে যৌথ মঞ্চ।
আর এই আবহে কো-অর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী-সহ সিপিএম সমর্থিত রাজ্য সরকারের কর্মচারীরা আগামী ৯ জুলাই একটি ধর্মঘটের ডাক দিয়েছেন। এবং আগামী ৪ জুলাই দুঘন্টার জন্য তাঁরা একটি ‘পেন ডাউন’ কর্মসূচি করার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন: ‘দিতেই হবে ২৫% বকেয়া DA’, নবান্নে গেল চিঠি! চাপ বাড়বে পশ্চিমবঙ্গ সরকারের
সাংবাদিক বৈঠকের আয়োজন
এছাড়াও নির্দেশিকা মারফৎ জানা গিয়েছে, রাজ্য সরকারের কোষাগার থেকে বেতনপ্রাপ্ত সমস্ত অংশের শিক্ষক ও কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা ও রিলিফ প্রদানের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে রাজ্য সরকার কর্মচারীদের ন্যায্য অধিকারকে যেহেতু উপেক্ষা করছে তাই আন্দোলনের কর্মসূচিকে ঐক্যবদ্ধ করতে আজ অর্থাৎ ১ জুলাই বিকেল সাড়ে ৫ টা নাগাদ শহিদ মিনারে যৌথ মঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বানে যৌথ উদ্যোগে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে।