বিদেশে উচ্চশিক্ষা লাভ আরও সহজ! ঋণ দেবে পশ্চিমবঙ্গ সরকার, এখানে করুন আবেদন

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্যের সরকারি স্কুলগুলিতে শুরু হয়েছে স্নাতকস্তরে ভর্তির প্রক্রিয়া। প্রতিটি কলেজে অনলাইনে ভর্তি হওয়ার হিড়িক পড়ে গিয়েছে। তবে অনেক পড়ুয়ার ইচ্ছে, পছন্দের বিষয় নিয়ে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য বিদেশে যাওয়া (Loan For Higher Studies In Abroad)। কিন্তু আর্থিক ক্ষেত্রে তা বাধা হয়ে দাঁড়ায়। তবে এবার সেই স্বপ্ন পূরণ করতে চলেছে সরকার। অর্থাৎ এখন থেকে যে কেউ পছন্দের বিষয় নিয়ে বিদেশে পড়তে যেতে পারবে।

পড়াশোনার জন্য ঋণ দিতে চলেছে রাজ্য সরকার!

২০২১ সালে রাজ্য সরকারের তরফে ‘স্টুডেন্টস ক্রেডিট কার্ড’ নামক একটি সরকারি প্রকল্প চালু করা হয়েছিল। এই প্রকল্পটি সম্পূর্ণ পড়ুয়াদের শিক্ষা এবং তাঁদের ভবিষ্যতের কথা ভেবে করা হয়েছিল। এই প্রকল্পের দরুন যে কোনো বিষয়ের উপর উচ্চ শিক্ষায় প্রয়োজনীয় অর্থ প্রদান করে থাকে রাজ্য সরকার।

অনেকেই এই ব্যবস্থার সুবিধান নিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের বেশিরভাগ পড়ুয়া এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে ওয়াকিবহাল নয়। তাই এই প্রকল্পের আবেদনের সঠিক পদ্ধতি, কত টাকা ঋণ পাওয়া যেতে পারে সে সব নিয়ে এক বিস্তারিত তথ্য তুলে ধরল আমাদের এই পোর্টাল।

কত টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার?

বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অর্থের অভাবে বহু দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীরা উচ্চ শিক্ষা লাভ করতে পারে না। তাই তাদের জন্য বিভিন্ন স্কলারশিপ তৈরি করার পাশাপাশি, রাজ্য সরকারের পক্ষ থেকে পড়ুয়াদের জন্য বিশেষ প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করা হয়েছে।

এই কার্ডের সাহায্যে পড়ুয়ারা ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন উচ্চ শিক্ষার জন্য। এক্ষেত্রে দশম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পরই ঋণ-এর জন্য আবেদন করা যাবে। যেকোনো বিষয়ের ক্ষেত্রে এমনকি পলিটেকনিকের ক্ষেত্রেও এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে।

যেকোন বিষয়ের জন্যই করা যাবে আবেদন!

জানা গিয়েছে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়ুয়ারা, স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি সব কিছু করার ক্ষেত্রে রাজ্য সরকার ঋণ প্রদান করবে বলে জানা গিয়েছে। তবে শুধু যে উচ্চ স্তরে পড়ার জন্য এই ঋণ, এমনটা নয়। সর্ব ভারতীয় স্তরে বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতিও ঋণ নিয়ে পড়তে পারবেন আগ্রহীরা।

৪০ বছর বয়স পর্যন্ত এই ঋণের জন্য আবেদন করতে পারবে। যে কোনও প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করলেই ঋণের জন্য আবেদন করা যাবে। এছাড়াও এই ঋণের টাকায় কোর্স ফি হোস্টেল ফি দিতে পারবেন পড়ুয়ারা।

আরও পড়ুন: ভয়ে কাঁপবে প্রতিপক্ষ, বাঘা ফুটবলারকে সই করাতে কাড়াকাড়ি ইস্টবেঙ্গল-পাঞ্জাব এফসির

উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশ ভ্রমণ!

উল্লেখযোগ্য বিষয় হল দেশের অন্দরে উচ্চ শিক্ষা লাভের পাশাপাশি বিদেশেও উচ্চশিক্ষা লাভের জন্য এই ক্রেডিট কার্ডের ।মাধ্যমে ঋণ নিয়ে পড়া যাবে। সে ক্ষেত্রে আবেদনের পর যাচাইকরণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে নথি চাওয়া হয়ে থাকে। সেই নথি-সহ প্রয়োজনীয় তথ্য পূরণ হলেই ব্যাঙ্ক ঋণের আবেদনের টাকা দিয়ে থাকে।

আবেদনের জন্য www.wb.gov.in, https://banglaruchachashiksha.wb.gov.in, https://wbscc.wb.gov.in— এই ওয়েবসাইটে গিয়ে পোর্টালে পড়ুয়াদের দশম শ্রেণি রেজিস্ট্রেশন নম্বর এবং আধার কার্ড দিয়ে ‘রেজিস্ট্রশন’ করতে হবে। এরপর ‘ইউনিক আইডি’ দিয়ে ‘লগ ইন’ করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে এবং নথি জমা দিতে আবেদন করতে হবে। তবেই মিলবে টাকা।

Leave a Comment