IPL-র ৫ প্লেয়ারের বেতনের থেকেও কম দামে PSL এ বিক্রি হল দুই দল

IPL Vs PSL new two teams sold in psl comparison With IPL players salary

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একেবারে জন্মলগ্ন থেকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সাথে টেক্কা দিতে চেয়েছে পাকিস্তান সুপার লিগ (IPL Vs PSL)। তবে সেই ইচ্ছায় অবশ্য মোম গলেনি। অনেকেরই মত, পাহাড়ে ঢিল মারলে ঢিলটাই গুঁড়ো হয়। এক্ষেত্রেও তাই হচ্ছে? সদ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে এবার PSL এ খেলবে দুটি নতুন দল। আসলে হায়দরাবাদ এবং শিয়ালকোট এই দুই দলকে যথাক্রমে 1.75 বিলিয়ন পাকিস্তানি রুপি এবং 1.85 বিলিয়ন পাকিস্তানি রুপিতে কিনেছে দুটি ভিন্ন সংস্থা। আর তারপরেই উঠে আসছে নতুন সমীকরণ। হিসেব বলছে, IPL এর 5 ক্রিকেটারের বেতনের থেকেও কম দামে PSL এ বিক্রি হয়েছে দল দুটি।

IPL এ 5 প্লেয়ারের বেতনের থেকেও কম দামে বিক্রি হল PSL এর দুই দল

পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, আসন্ন পাকিস্তান সুপার লিগের জন্য যে দুটি নতুন দল বিক্রি হল তার মধ্যে প্রথম দল অর্থাৎ হায়দরাবাদ দলটি কিনেছে আমেরিকার এফকেএস গ্রুপ। অন্যদিকে শিয়ালকোট দলটি কিনেছে ওজি ডেভেলপার। PSL এ যুক্ত হতে এই দুই দলে মোট 3.6 বিলিয়ন পাকিস্তানি রুপি খরচ করেছে সংস্থাগুলি। হিসাব করে দেখতে গেলে ভারতীয় মুদ্রায় পরিমাণটা গিয়ে দাঁড়াচ্ছে 115 কোটি টাকার কিছু বেশি অর্থে। আর এখানেই রয়েছে টুইস্ট।

অবশ্যই পড়ুন: ৯৫% আয় ICC থেকেই আসে, BCB-কে আয়না দেখাতেই তামিম পেল ‘ভারতের দালাল’ তকমা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এই মুহূর্তে সবচেয়ে বেশি বেতন পান ভারতের তারকা উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। LSG দলে তাঁর বর্তমান বেতন 27 কোটি টাকা। অন্যদিকে, পাঞ্জাব কিংসে শ্রেয়স আইয়ারের বর্তমান বেতন 26 কোটি 75 লাখ। গত নিলাম থেকে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে 25 কোটি 20 লাখে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এছাড়াও RCB তে বিরাট কোহলি 21 কোটি এবং মুম্বই দলে 16 কোটি 30 লাখ টাকা বেতন পান রোহিত শর্মা। এই 5 IPL ক্রিকেটারের বেতন যোগ করলে দাঁড়াবে 116 কোটি 25 লাখ টাকায়। এর অর্থ পাকিস্তান সুপার লিগে যে দুটি দল বিক্রি হয়েছে তার থেকে এই 5 প্লেয়ারের বেতন প্রায় 1 কোটি টাকা বেশি।

অবশ্যই পড়ুন: ম্যাচের মাঝেই অকাল মৃত্যু, চলে গেলেন জনপ্রিয় ভারতীয় ক্রিকেটার

IPL এর ধারে কাছে নেই PSL

বিশ্বের সবচেয়ে বড় এবং ধনী টি-টোয়েন্টি লিগ IPL। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বর্তমান মার্কেট ভ্যালু 76,100 কোটি টাকা। সেখানে পাকিস্তান সুপার লিগের বর্তমান মার্কেট ভ্যালুয়েশন মাত্র 175 কোটি টাকা। প্রতিবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যে অর্থ খরচ হয় তারও ধারে কাছে নেই PSL। ক্রিকেট মহলের বেশির ভাগের দাবি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো টি-টোয়েন্টি লিগের সাথে কোনও ভাবে তুলনাই চলেনা PSL এর। IPL এর ধারে কাছে নেই পাকিস্তানের এই টি-টোয়েন্টি লিগ।

Leave a Comment