সৌভিক মুখার্জী, কলকাতা: কলকাতার আইপ্যাকের অফিসে ইডির তল্লাশি (ED Raids I-PAC Office) নিয়ে গতকাল থেকেই রাজ্য রাজনীতিতে ধুন্ধুমার কান্ড। এবার ইডির তদন্তে দেওয়া হলো বাধা। কলকাতা হাইকোর্ট থেকে বেরিয়ে গেলেন বিচারপতি ঘোষ। অতিরিক্ত ভিড়ের কারণে বিচারপতিকে বাধ্য হয়ে হাইকোর্ট ছাড়তে হয়েছে বলে দাবি করা হচ্ছে বেশ কিছু জায়গায়।
আদালত ছেড়ে বেড়িয়ে গেলেন বিচারপতি
সূত্রের খবর, এই হাইভোল্টেজ মামলায় আদালতে সকাল থেকে ভিড় বাড়তে শুরু করে। এমনকি ১৩ বছর বাদে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এজলাসে মামলা শোনার জন্য উপস্থিত হয়েছিলেন। দুপুর ২টো ১০ মিনিট নাগাদ এজলাসে এসেছিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। তবে এরপরই ঘটে আসল কাহিনী। বিচারপতি স্পষ্ট বললেন, “এজলাস খালি করুন, কিছুই শুনতে পাচ্ছি না। নাহলে আমি উঠে যাচ্ছি।”
আরও পড়ুন: উত্তরবঙ্গ পাচ্ছে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, আলিপুরদুয়ার থেকে চলবে কোন রুটে?
হাইকোর্টে ভিড়ের কারণেই আইপ্যাক মামলার শুনানি শুরু করা যায়নি আজ। এর আগে ইন্টার্ন আইনজীবীদের এজলাস খালি করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। তবে কারা থাকবেন আর কারা বেরোবেন তা নিয়ে আইনজীবীদের মধ্যে একেবারে গোলমাল পাকিয়ে যায়। আর ধাক্কাধাক্কিও শুরু হয়। বিরক্ত হয়ে বিচারপতিকে এদিন উঠে চলে যেতে হয়। তবে শেষে বিচারপতি লিখিত আকারে জানিয়ে দেন যে, আজ এই মামলার শুনানি হবে না। আপাতত স্থগিত থাকছে মামলার শুনানি। আগামী ১৪ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে।