‘বিধবা হওয়ার থেকে বাঁচান’ TMC নেতার দাদাগিরির বিরুদ্ধে অভিষেকের কাছে আর্জি মহিলার

Abhishek Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা নির্বাচন নিয়ে বেশ দহরম মহরম শুরু হয়েছে রাজ্য জুড়ে। একদিকে গেরুয়া শিবিরে প্রচার কার্যের জন্য উঠে পড়ে লেগেছে দিল্লির শীর্ষ নেতারা। অন্যদিকে একের পর এক জনসভায় করে চলেছেন অভিষেক (Abhishek Banerjee)। এমতাবস্থায় মালদার এক জনসভায় ঘটল এক অবাক কাণ্ড। কাঁদতে কাঁদতে সটান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে পৌঁছে গেলেন এক মহিলা। সেখানেই মন্ত্রী তাজমুল হোসেনের তৃণমূল নেতার দাদার বিরুদ্ধে করলেন নালিশ।

ঠিক কী হয়েছিল?

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার মালদহে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জনসভায় তাঁর ভাষণ চলাকালীনই এক মহিলা কাঁদতে কাঁদতে মঞ্চের একেবারে সামনে চলে আসেন। তাঁর মুখে একটাই কথা, আর সেটি হল ‘‘আমাকে বিধবা হওয়ার হাত থেকে বাঁচান।’’ অভিষেক তাঁর কথা শুনতে পেয়ে ভাষণ থামান এবং ‘বৌদি’ বলে সম্বোধন করে তাঁর সামনে এসে সমস্যার কথা জানতে চান। ঠিক তখনই ওই মহিলা তাঁর অভিযোগ লিখিত ভাবে একটি খামে ভরে অভিষেকের হাতে তুলে দেন। জানা গিয়েছে এক স্থানীয় তৃণমূল নেতার দাদার বিরুদ্ধে অভিযোগ জানান।

গুন্ডাবাহিনী দিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ

জানা গিয়েছে, ওই গৃহবধূর নাম তৌহিদা রহমান। বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুর থানার বালা পাথার এলাকায়। তাঁর স্বামী হেফজুর রহমান তালগাছি সিনিয়র মাদ্রাসার টিআইসি। অভিষেকের কাছে তাঁর অভিযোগ, তাঁর হেফজুর রহমানকে নাকি বেধড়ক মারধর করেছেন হরিশচন্দ্রপুর ২ ব্লকের তৃণমূল যুব সভাপতি মনিরুল ইসলামের দাদা আনারুল ইসলাম। গুন্ডাবাহিনী দিয়ে হাত-পা ভেঙে দিয়েছে বলেও দাবি করেছেন তিনি। মহিলা আরও জানিয়েছেন, এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেও কোনও লাভ হয়নি। তাই অভিষেকের জনসভায় ছুটে এসেছেন তিনি। এরপর অভিষেক মঞ্চ থেকেই ওই মহিলাকে আশ্বস্ত করেন। জানান, তিনি বিষয়টি দেখবেন। সভায় উপস্থিত দলের কর্মী-সমর্থকদের মহিলাকে জল দেওয়ার নির্দেশও দেন।

আরও পড়ুন: দিল্লিতে সাংসদদের হেনস্তা নিয়ে ফুঁসে উঠলেন অভিষেক, দিলেন রুখে দাঁড়ানোর বার্তা

এদিন, মালদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় উপস্থিত ছিলেন মন্ত্রী তাজমুল। কিন্তু নিজের এলাকায় তৃণমূলের ব্লক সভাপতির দাদার বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তিনি কিছুই জানেন না বলে দাবি করেছেন। তবে তিনিও আশ্বাস দিয়েছেন, খুব শীঘ্রই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। অন্যদিকে বিজেপি সভামঞ্চে তৃণমূলের এই কর্মকাণ্ড দেখে কটাক্ষ করেছেন। তাঁরা বলছেন, ”সমস্তটাই শাসকদলের মুখ বাঁচাতে নাটক.. আদতে এমন কোনো ঘটনা ঘটেনি। ”

Leave a Comment