সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের নন ব্যাঙ্কিং আর্থিক সংস্থাগুলির উপর নজরদারি বাড়াল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। চলতি বছরের ৭ জানুয়ারি জারি করা দুটি আলাদা প্রেস বিজ্ঞপ্তিতে আরবিআই স্পষ্ট জানিয়েছে, ৩৫টি এনবিএফসি রেজিস্ট্রেশন বাতিল (RBI Cancelled NBFC License) করা হয়েছে এবং আরও ১৬টি সংস্থার স্বেচ্ছায় লাইসেন্স ফেরত নেওয়া হয়েছে। এর ফলে মোট ৫১টি সংস্থা এবং এনবিএফসি নিয়ন্ত্রন কাঠামোর বাইরে চলে গেল।
আসলে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্ট জানিয়েছে, এই সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট ১৯৩৪ এর ধারা ৪৫-আইএ(৬) অনুযায়ী নেওয়া হয়েছে। সেই অনুযায়ী যে সমস্ত সংস্থার রেজিস্ট্রেশন বাতিল বা সমর্পণ করা হয়েছে, তারা আর জনসাধারণের কাছ থেকে টাকা নিতে পারবে না। এমনকি কোনওভাবেই ঋণ প্রদান করতে পারবে না বা এনবিএফসি হিসেবেও কোনও আর্থিক ব্যবসা চালাতে পারবে না।
৩৫টি এনবিএফসি সংস্থার রেজিস্ট্রেশন বাতিল
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্ট জানিয়েছে, ২০২৫ সালের ৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে মোট ৩৫টি এনবিএফসি সংস্থার রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। আর এই সংস্থাগুলোর বেশির ভাগের রেজিস্টার্ড অফিস ছিল দিল্লিতে। এমনকি কিছু সংস্থা ছিল মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও অন্যান্য রাজ্যে। এমনকি অনেক সংস্থাই ১৯৯০ এর শেষ ভাগ বা ২০০০ সালের শুরুর দিকে রেজিস্ট্রেশন করেছিল। আরবিআই স্পষ্ট জানিয়েছে, এই সংস্থাগুলি এখন আর কোনওভাবে এনবিএফসি সংক্রান্ত ব্যবসায় যুক্ত হতে পারবে না। এমনকি প্রতিটি সংস্থার বিরুদ্ধে কী কী কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে তা বিস্তারিত প্রকাশ করা হবে।
আরও পড়ুন: হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপারের টাইমটেবিল ও স্টপেজ প্রকাশ করল রেল
এদিকে অন্য একটি বিজ্ঞপ্তিতে আরবিআই জানিয়েছে, ১৬টি এনবিএফসি স্বেচ্ছায় তাদের রেজিস্ট্রেশন সমর্পণ করে দিয়েছে যা পরে বাতিল করা হয়েছে। আর সেই সংস্থাগুলিকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে।
- প্রথম ভাগে রয়েছে এনবিএফসি ব্যবসা বন্ধ করে দেওয়া সংস্থা। এই তালিকায় রয়েছে আটটি সংস্থা। এই কোম্পানিগুলিকে আরবিআই জানিয়েছে, তারা আর এনবিএফসি ব্যবসা চালাচ্ছে না। ফলে স্বেচ্ছায় লাইসেন্স ফিরিয়ে দেওয়া হয়েছে।
- দ্বিতীয় ভাগে রয়েছে কোর ইনভেস্টমেন্ট কোম্পানি, যেখানে তিনটি সংস্থা রয়েছে। তারা নির্দিষ্ট শর্ত পূরণ করায় আরবিআই এর নিয়ম অনুযায়ী এনবিএফসি রেজিস্ট্রেশন রাখা বাধ্যতামূলক নয়।
- তৃতীয় ভাগে রয়েছে মার্জার বা বিলুপ্তীকরণের কারণে বন্ধ হওয়া সংস্থা। আর এই তালিকায় রয়েছে পাঁচটি কোম্পানি। তাদের ক্ষেত্রে মার্জার, বিলুপ্তি বা স্বেচ্ছায় নাম কাটানো হয়েছে।
আরও পড়ুন: ‘বিধবা হওয়ার থেকে বাঁচান’ TMC নেতার দাদাগিরির বিরুদ্ধে অভিষেকের কাছে আর্জি মহিলার
বলে রাখার বিষয়, স্বেচ্ছায় রেজিস্ট্রেশন ফেরত দেওয়া এই ১৬টি সংস্থার রেজিস্টার্ড অফিস ছিল মুম্বাই, কলকাতা, চেন্নাই, জয়পুর, কানপুর এবং রায়পুরে। আর এগুলির রেজিস্ট্রেশন বাতিলের কার্যকর তারিখও ছিল ২০২৫ সালের ডিসেম্বর মাসের বিভিন্ন দিন। এক কথায়, এই পদক্ষেপের ফলে এনবিএফসি তালিকা যে আরও স্বচ্ছ ও আপডেটেড হবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা ফিরে আসবে।