সহেলি মিত্র, কলকাতাঃ পেট্রোল-ডিজেলের দাম (Petrol Diesel Price) নিয়ে মধ্যবিত্তের মাথাব্যাথার শেষ নেই। কবে এই জ্বালানির দাম কমবে? সেই অপেক্ষায় দিন গুনছেন সকলে। এমনিতেই বাড়তি মুদ্রাস্ফীতির কারণে নাভিশ্বাস উঠছে আমজনতার। সেখানে গোঁদের ওপর বিষফোঁড়ার সমান হয়ে দাঁড়িয়েছে পেট্রোল ডিজেলের বাড়তি দাম। কিন্তু সমস্যার শেষ কিন্তু এখানেই নয়। কারণ এবার সামনে এমন এক রিপোর্ট উঠে এসেছে যেটি সম্পর্কে জানলে আপনিও চমকে উঠবেন। একটি রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে যে নতুন বছরে এক ধাক্কায় অনেকটাই বাড়টে পারে পেট্রোল ও ডিজেলের মূল্য। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
আরও পড়ুনঃ Blinkit থেকে ইঁদুরের বিষ অর্ডার মহিলার, যা করলেন ডেলিভারি বয়, বইছে প্রশংসার ঝড়
ফের বাড়তে চলেছে পেট্রোল-ডিজেলের দাম?
আসলে জেএম ফাইন্যান্সিয়াল বৃহস্পতিবার জানিয়েছে যে ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটের আগে পেট্রোল এবং ডিজেলের মতো অটো জ্বালানির উপর প্রতি লিটারে ৩-৪ টাকা আবগারি শুল্ক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এর কারণ তেল বিপণন সংস্থাগুলি উচ্চ বিপণন মার্জিন অর্জন করছে এবং কেন্দ্রীয় সরকার তাদের আর্থিক চাপের মধ্যে রয়েছে। জেএম ফাইন্যান্সিয়াল জানিয়েছে যে তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) ব্রেন্ট প্রতি ব্যারেল প্রায় ৭২ ডলার মূল্যে অটো জ্বালানির উপর প্রতি লিটারে প্রায় ৩.৫০ টাকা স্বাভাবিক গ্রস মার্কেটিং মার্জিন (জিএমএম) অর্জন করছে।
ব্রোকারেজ জানিয়েছে যে বর্তমান স্পট ব্রেন্ট মূল্য প্রায় ৬১ ডলার প্রতি ব্যারেল, GMM এবং সমন্বিত মার্জিন স্বাভাবিক স্তরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। তাই অনুমান করা হচ্ছে যে বর্তমান GMM প্রতি লিটারে প্রায় ১০.৬০ টাকা, যা ঐতিহাসিক গড় প্রতি লিটার ৩.৫০ টাকা, যেখানে সমন্বিত গ্রস মার্জিন প্রতি লিটারে প্রায় ১৯.২০ টাকা অনুমান করা হয়েছিল, যা ঐতিহাসিক স্তর প্রায় ১২.২০ টাকা প্রতি লিটারের তুলনায়।
আরও পড়ুনঃ হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপারের টাইমটেবিল ও স্টপেজ প্রকাশ করল রেল
কী বলছেন বিশেষজ্ঞরা?
জেএম ফাইন্যান্সিয়ালের অর্থনীতিবিদ দল বলেছে যে কেন্দ্রীয় সরকারের অর্থবছর-২৬-এর রাজস্ব রান রেট বাজেট অনুমানের চেয়ে পিছিয়ে রয়েছে। রিপোর্ট বলছে যে এপ্রিল থেকে নভেম্বর ২০২৫-এর মধ্যে রাজস্ব আয় ছিল অর্থবছর-২৬-এর বাজেট অনুমানের প্রায় ৫৬%, যা গত বছরের একই সময়ের ৬০% ছিল এবং অন্তর্নিহিত তথ্য কর আদায়ে মন্দার ইঙ্গিত দেয়। এছাড়াও, এপ্রিল থেকে নভেম্বর ২০২৫ পর্যন্ত মূলধন ব্যয় ৬.৫৮ লক্ষ কোটি টাকায় শক্তিশালী ছিল, যা অর্থবছর ২৬-এর বাজেট অনুমানের ৫৮.৭ শতাংশ, যা এক বছর আগে ৪৬.২ শতাংশ ছিল।