কুয়াশার দাপট থাকলেও শীত নিয়ে বড় আপডেট, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: শীতের (Weather  Update) চোখ রাঙানিতে থরথর করে কাঁপছে গোটা রাজ্য। ভোরবেলা থেকেই ঠান্ডার দাপট ভালোভাবে টের পাচ্ছেন মানুষ। তার উপর তো ঘন কুয়াশা রয়েছে। অবাধ উত্তুরে হাওয়া বইবার কারণে শীতের পারদ কমছে, তবে শীত নিয়ে এবার বড় আপডেট দিল হাওয়া অফিস। সপ্তাহান্তেই আমূল বদলে যাবে আবহাওয়া।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে, রাজ্যের সবজায়গাতেই এখন শীতের প্রভাব ভালোভাবে স্পষ্ট। এর মূল কারণ হল উত্তুরে হাওয়া। বিশেষ করে ভোরের দিকে এই হাওয়ার প্রভাব সবচেয়ে বেশি থাকছে। সেই সময়েই তাপমাত্রা হঠাৎ করেই অনেকটা নেমে যাচ্ছে। তবে এবার দক্ষিণবঙ্গে শীতের চিত্র খানিকটা পরিবর্তন হতে চলেছে। বাড়তে চলেছে তাপমাত্রা। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

আরও পড়ুনঃ পথ দুর্ঘটনায় আহতদের বিনামূল্যে চিকিৎসা, হাসপাতালে নিয়ে গেলে মিলবে ২৫ হাজার

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার, গোটা দিন জুড়ে শুষ্ক এবং শীতল আবহাওয়া বিরাজ করতে চলেছে। জানা গিয়েছে আগামী তিনদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। এবং পরবর্তী দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। যদিও আগেই হাওয়া অফিস বলেছিল যে শনিবারের পরেই, অর্থাৎ সপ্তাহান্তেই বড় বদল হবে আবহাওয়ার। ফলস্বরূপ আরও কিছুটা বাড়তে পারে তাপমাত্রা। তবে কুয়াশার দাপট বজায় থাকবে। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: তদন্তে বাধা মমতার, এবার ED-কে বড় নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে তাপমাত্রা বৃদ্ধি পেলেও উত্তরবঙ্গে এখনই তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। হাওয়া অফিস স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আগামী পাঁচদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না। তবে হালকা থেকে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে জেলায় জেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে সকালের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা থাকবে।

Leave a Comment