বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভবিষ্যতের সম্ভাব্য সংঘাতের কথা ভেবেই সবদিক থেকে তৈরি থাকছে ভারত। স্থল, জল, আকাশ তিন ক্ষেত্রেই শত্রুকে বড়সড় ধাক্কা দিতে পুরোপুরি তৈরি নয়া দিল্লি। বিশেষ করে জলপথে নিজেদের অবস্থান পোক্ত করতে সব রকম রুক্ষ শুষ্ক পথে হাঁটতে রাজি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। এবার সেই সূত্রেই, দেশের জলবাহিনীকে শক্তিশালী করে তুলতে জার্মানির সাথে বড়সড় প্রতিরক্ষা চুক্তির পথে ভারত (India-Germany Defence Deal)। এবিপি নিউজ সহ একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আগামী সপ্তাহে ভারত সফরে আসবেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ। মনে করা হচ্ছে, সেই সময়ে 6টি অত্যাধুনিক ও উচ্চ ক্ষমতা সম্পন্ন সাবমেরিনের যৌথ নির্মাণ চুক্তি স্বাক্ষরিত হতে পারে দুই দেশের।
জার্মানির সাথে এ পর্যন্ত সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তির পথে ভারত
রিপোর্ট অনুযায়ী, আগামী 12-13 তারিখ ভারত সফরের কথা রয়েছে জার্মান চ্যান্সেলরের। সব ঠিক থাকলে তখনই ভারত এবং জার্মানির প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে কথা বলার পাশাপাশি 6টি উচ্চ ক্ষমতা সম্পন্ন সাবমেরিনের চুক্তি হতে পারে দুপক্ষের। বিশ্লেষক মহলের বক্তব্য, শেষ পর্যন্ত যদি 6টি সাবমেরিনের যৌথ নির্মাণ চুক্তি সম্পন্ন হয় দু’দেশের, সেক্ষেত্রে জার্মানির সাথে কাশ্মিনকালে সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি হয়ে উঠবে এটি।
জানা যাচ্ছে, এই চুক্তির মূল্য প্রায় 8 বিলিয়ন ডলার। এই বিশেষ চুক্তির অধীনে ভারতীয় সংস্থা মাজাগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড এবং জার্মান কোম্পানি থাইসেনক্রপ মেরিন সিস্টেমস যৌথভাবে এই সাবমেরিনগুলি তৈরি করবে। সবচেয়ে বড় বিষয়, চুক্তি অনুযায়ী ভারতেই তৈরি হবে এই সাবমেরিনগুলি। বেশ কয়েকটি সূত্র দাবি করছে, এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন প্রযুক্তি সম্মিলিত টাইপ 214 ডিজেল ইলেকট্রিক সাবমেরিন তৈরি করবে দুই দেশ।
অবশ্যই পড়ুন: IPL-র ৫ প্লেয়ারের বেতনের থেকেও কম দামে PSL এ বিক্রি হল দুই দল
জানা গিয়েছে, এই প্রযুক্তির অধীনে প্রথমদিকে সাবমেরিনগুলি তৈরি করার পর সেগুলিকে জলের নিচে রাখা হতে পারে। মূলত গোপনীয়তা এবং প্রাণঘাতি ক্ষমতা বাড়ানোর জন্যই এই কাজ করবে দুই সংস্থা। অনেকেরই দাবি, জার্মানির সাথে বিশেষ চুক্তির হাত ধরে ভারতে সাবমেরিনগুলি তৈরি করা গেলে তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারত বা মেক ইন ইন্ডিয়ার লক্ষ্যকে আরও সুদৃঢ় করবে।
বাড়বে কর্মসংস্থানের সুযোগ
জার্মান সংস্থার সাথে হাত মিলিয়ে ভারতীয় নৌ বাহিনীর জন্য যে 6টি সাবমেরিন তৈরি করার কথা রয়েছে MDL এর তাতে প্রয়োজন হবে প্রচুর দক্ষ কর্মীর। সংশ্লিষ্ট মহলের দাবি, এই বিশেষ প্রকল্পের অধীনে মুম্বইয়ের মাজাগাওঁ ডক পরিকাঠামো সম্প্রসারণ করার পাশাপাশি ভারতের বহু যোগ্য ছেলে মেয়ে বা কর্মীদের জন্য কাজের সুযোগ তৈরি হবে। এছাড়াও এই বিশেষ প্রকল্পের হাত ধরে উপকৃত হবে দেশের ইস্পাত, প্রতিরক্ষা ও ইলেকট্রনিক্স সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থাগুলিও।
অবশ্যই পড়ুন: বাজেটের আগে ফের মহার্ঘ্য হতে পারে পেট্রোল-ডিজেল? রিপোর্টে চাঞ্চল্য
উল্লেখ্য, দুই দেশের কূটনীতিকে গুরুত্ব দিয়ে ভারত এবং জার্মানির মধ্যে সাবমেরিন সহযোগিতা এটাই প্রথম নয়। এর আগে 1980 থেকে 1990 সালের মধ্যে বন্ধু দেশ জার্মানির কাছ থেকে নৌসেনার জন্য সাবমেরিন কিনেছিল ভারত। দীর্ঘ সময় পর জার্মান সংস্থার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন সাবমেরিন তৈরি হলে প্রতিরক্ষা সহযোগিতার যে ধারা তা অব্যাহত থাকবে দুই দেশের।