সৌভিক মুখার্জী, কলকাতা: যদি বড় ব্যাটারির কোনও স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে আপনার জন্য রইল বিরাট সুখবর। কারণ, OnePlus এর নতুন স্মার্টফোন সত্যিই আপনাকে চমক দেবে। হ্যাঁ, সংস্থাটি সম্প্রতি চিনে নতুন OnePlus Turbo 6 সিরিজ লঞ্চ করেছে, যেখানে রয়েছে অবিশ্বাস্য 9000mAh এর ব্যাটারি। আর এই সিরিজে এবার দু’দুটি ফোন রয়েছে। সেগুলি হল OnePlus Turbo 6 এবং OnePlus Turbo 6V। এত বড় ব্যাটারি, শক্তিশালী প্রসেসর আর একাধিক ফিচার্স মিলিয়ে ফোনগুলি এখন সত্যিই আলোচনার কেন্দ্রবিন্দুতে। জানুন বিস্তারিত।
দাম কত রাখা হয়েছে?
OnePlus Turbo 6 ফোনটি মূলত চারটি ভেরিয়েন্টে বাজারে এসেছে। দাম রাখা হয়েছে—
- 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় 27,000 টাকা।
- 12GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় 30,000 টাকা।
- 16GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় 33,000 টাকা।
- 16GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় 37,000 টাকা।
অন্যদিকে OnePlus Turbo 6V ফোনটি তিনটি ভেরিয়েন্টে বাজারে এসেছে। আর প্রত্যেকটি ভেরিয়েন্টের দাম ভিন্ন ভিন্ন রয়েছে। সেগুলি হল—
- 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় 21,000 টাকা।
- 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ভারতীয় মুদ্রায় 24,000 টাকা।
- 12GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ভারতীয় মধ্যে 28,000 টাকা।
ফিচার্স ও স্পেসিফিকেশন
ডিসপ্লে- এই ফোনটিতে রয়েছে 6.78 ইঞ্চির একটি FHD+ ডিসপ্লে, যার রিপ্লেস রেট 120Hz।
ব্যাটারি- ফোনটিতে 9000mAh এর একটি সুপারফাস্ট ব্যাটারি দেওয়া হচ্ছে, যার সঙ্গে 80W ফার্স্ট চার্জিং থাকবে। এমনকি 27W রিভার্স ওয়্যার্ড চার্জিং সুবিধা পাওয়া যাবে। মোদ্দা কথা, ফোনটি পাওয়ার ব্যাঙ্কের মতো কাজ করবে।
সুরক্ষা- OnePlus Turbo 6 ফোনটিতে IP66, IP68, IP69 ও IP69K রেটিং দেওয়া হচ্ছে, যা ধুলো বা জল থেকে ফোনটিকে সুরক্ষা দেবে।
প্রসেসর ও স্টোরেজ- এই ফোনটি চালিত হচ্ছে শক্তিশালী Snapdragon 8s Gen 4 প্রসেসরে, যা গেমিং বা যে কোনও ভারী কাজের জন্য একেবারে সেরা পারফর্মেন্স দেবে। এছাড়া ফোনটিতে সর্বোচ্চ 16GB RAM এবং 512GB স্টোরেজ মিলছে।
ক্যামেরা- ফোনটিতে 50MP Sony LYT-600 প্রাইমারি প্রাইমারি ক্যামেরায় মিলছে। এমনকি 2MP সেকেন্ডারি সেন্সর থাকছে। পাশাপাশি 16MP একটি ফ্রন্ট ক্যামেরাও পাওয়া যাবে।
অন্যান্য ফিচার্স- এই ফোনটি ColorOS 16 ভিত্তিক Android 16 অপারেটিং সিস্টেমের উপর বেস করে চলবে। এমনকি অ্যাডভান্স কুলিং সিস্টেম দেওয়া থাকছে। আর ফুল ফাংশন NFC এবং মাল্টি ব্যান্ড জিপিএসের সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন: নলহাটির ব্রাহ্মণী নদী থেকে উদ্ধার প্রাচীন জটায়ু ও জগন্নাথ দেবের মূর্তি
ভারতে কবে লঞ্চ হবে এই ফোনটি?
যদিও এই মুহূর্তে OnePlus Turbo 6 সিরিজ শুধুমাত্র চিনেই লঞ্চ হয়েছে। কিন্তু ইন্ডাস্ট্রি সূত্রে খবর পাওয়া গিয়েছে, খুব শীঘ্রই এই ফোনগুলি ভারতে নতুন দামে আনা হতে পারে। এখন শুধুমাত্র অপেক্ষা করে পালা।