সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৯ জানুয়ারি, শুক্রবার। অমিত শাহের অফিসে TMC-র ধর্না, গঙ্গাসাগর মেলায় অগ্নিকাণ্ড, আইপ্যাক কাণ্ডে নয়া মোড়, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) হাওড়া থেকে জয়রামবাটি সরাসরি ট্রেন পরিষেবা
নতুন বছরে হাওড়া থেকে জয়রামবাটি সরাসরি ট্রেন পরিষেবা চালু হতে চলেছে। সূত্র মারফত খবর, ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জয়রামবাটি স্টেশন উদ্বোধন করতে পারেন। আর জয়রামবাটি থেকে মেমু প্যাসেঞ্জার ট্রেন পুরুলিয়া এবং বিষ্ণুপুর পর্যন্ত চলাচল করতে পারে। সারদা মায়ের পূণ্যভূমি হওয়ার কারণে এই স্টেশনটি স্থানীয়দের জন্য গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এছাড়া তারকেশ্বর-বিষ্ণুপুর প্রকল্প ২০২৬ সালের মে থেকে জুন মাস নাগাদ রেললাইন পৌঁছে যেতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) অমিত শাহের অফিসের বাইরে তৃণমূল কংগ্রেসের ধর্না
শুক্রবার দিল্লিতে তৃণমূল কংগ্রেসের আট সাংসদ অমিত শাহের অফিসের বাইরে ধর্না দিয়েছেন। ইডির অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে পুলিশ তাদের আটক করেছে। আটক সংসদদের মধ্যে ছিলেন মহুয়া মৈত্র থেকে শুরু করে শতাব্দী রায়, বাপি হালদার এবং অন্যান্যরা। বৃহস্পতিবার কলকাতায় আইপ্যাকের অফিসে ইডি তল্লাশি চালিয়েছিল যা তৃনমূল রাজনীতির সঙ্গে যুক্ত করে কেন্দ্রকে এবার অভিযুক্ত করা হচ্ছে। মহুয়া মৈত্র দাবি করছেন, দলের রাজনৈতিক তথ্য চুরি করার চেষ্টা চলছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) গঙ্গাসাগর মেলায় অগ্নিকাণ্ড
গঙ্গাসাগর মেলার আগেই অগ্নিকাণ্ড। শুক্রবার ভোরবেলা কপিলমুনির মন্দির সংলগ্ন ২ নম্বর রাস্তার পাশে তৈরি অস্থায়ী ছাউনিতে আগুন লেগেছে যা দ্রুত ছড়িয়ে পড়ে দমকল বাহিনী এবং স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কোনও শর্ট সার্কিট বা রান্নার উনুন থেকে এই আগুনের সূত্রপাত। তবে পুলিশ তথ্য ও সংস্কৃতি দফতর অস্থায়ী শিবির তৈরি করেছে। তবে জানা গিয়েছে, কোনও হতাহতের খবর নেই। প্রশাসন দ্রুত ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) ম্যাচ খেলতে খেলতে মারা গেলেন ভারতীয় ক্রিকেটার
ম্যাচ খেলতে খেলতেই মাটিতে লুটিয়ে পড়লেন মিজোরামের ক্রিকেট তারকা। তবে চিকিৎসাধীন অবস্থায় পরে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর বয়স ৩৮ বছর। স্থানীয় আইজলে টুর্নামেন্টে তাঁর মৃত্যু হয়েছে যা হৃদরোগ জনিত কোনও সমস্যা বলেই জানা যাচ্ছে। দীর্ঘদিন মিজোরাম ক্রিকেটে সক্রিয় ছিলেন তিনি। রাজ্য দলের হয়ে রঞ্জি ট্রফি এবং সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে অংশগ্রহণ করেছিলেন। তাঁর মৃত্যুতে মিজোরাম ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং ভক্তরা শোক প্রকাশ করছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি
নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল, তাও ইমেইলের মাধ্যমে। বৃহস্পতিবার রাতে হুমকির বার্তা পাওয়ার পর তাঁর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এমনকি জেড প্লাস সুরক্ষা যুক্ত করা হয়েছে। কলকাতা পুলিশ এবং সিআরপিএফ যৌথভাবে নিরাপত্তা খতিয়ে দেখছে। আর বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানানো হয়েছে। তাঁর এই হুমকি ঘিরে রাজনৈতিক তোড়জোড় শুরু হয়েছে। এমনকি বিজেপি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) সড়ক দুর্ঘটনা কমাতে চালু হচ্ছে ভেহিকেল টু ভেহিকেল প্রযুক্তি
সড়ক দুর্ঘটনা কমাতে ভারতে এবার চালু হতে চলেছে ভেহিকেল টু ভেহিকেল প্রযুক্তি। এই ব্যবস্থায় গাড়িগুলি ইন্টারনেট ছাড়া একে অপরের সঙ্গে তথ্য আদান প্রদান করতে পারবে। ফলে গতি, দূরত্ব, হঠাৎ ব্রেক বা বিপদের সতর্কতা আগেভাগেই জানা যাবে। প্রতিটি গাড়িতে বিশেষ ডিভাইস বসানো হবে। কুয়াশা, পাহাড়ি রাস্তা বা হাইওয়েতে এই প্রযুক্তি বিশেষ কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এডিএস এর সঙ্গে যুক্ত হয়ে চালকদের নিরাপত্তা আরও বাড়াবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) ব্যাঙ্গালোর থেকে আলিপুরদুয়ার অমৃত ভারত এক্সপ্রেস
নতুন বছরে উত্তরবঙ্গের জন্য বিরাট সুখবর। ব্যাঙ্গালোর থেকে আলিপুরদুয়ার পর্যন্ত নতুন অমৃত ভারত ট্রেন চালু হতে চলেছে। রেল মন্ত্রকের নতুন অনুমোদন অনুযায়ী, ট্রেন নম্বর ১৬৫৯৭/৯৮ সাপ্তাহিক পরিষেবা দেবে। আর প্রতি শনিবার ব্যাঙ্গালোর থেকে ছেড়ে সোমবার আলিপুরদুয়ারে পৌঁছবে এই ট্রেন এবং সোমবার ফিরতি যাত্রা শুরু করবে। ১৭ কিংবা ১৮ জানুয়ারি, ২০২৬ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনের উদ্বোধন করতে পারেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) হাইকোর্টে হলো না আইপ্যাক কান্ডের মামলা
কলকাতার আইপ্যাক অফিসে ইডির তল্লাশি ঘিরে হাইভোল্টেজ মামলার শুনানিতে ব্যাপক ভিড় জমে কলকাতা হাইকোর্টে। অতিরিক্ত ভিড় এবং হইচই এর কারণে বিচারপতি শুভ্রা ঘোষ এজলাস খালি করার নির্দেশ দিয়েছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার কারণে তিনি আদালত ছেড়ে চলে যান। ফলে ঐদিন মামলার শুনানি হয়নি। বিচারপতি লিখিত নির্দেশ দিয়েছেন, আপাতত শুনানি স্থগিত রাখা হচ্ছে এবং আইপ্যাক কাণ্ডের পরবর্তী শুনানি হবে আগামী ১৪ জানুয়ারি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) আইপ্যাক কাণ্ডে রাজপথে নামলেন মমতা
আইপ্যাক দফতরে ইডির তল্লাশির প্রতিবাদে যাদবপুরে রাজপথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ৮বি মোড় থেকে হাজরা পর্যন্ত মিছিলে নেতৃত্ব দিয়েছেন তিনি। এমনকি তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের শীর্ষ নেতা ও টলিপাড়ার বিভিন্ন তারকারা। মমতা কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেছেন, যাদবপুরের মাটি লড়াইয়ের মাটি। তাঁর অভিযোগ, বিজেপি রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে ইডিকে ব্যবহার করছে। আর এই ঘটনার প্রতিবাদে দিল্লীতেও তৃণমূল সাংসদরা ধর্না দিয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) ইন্দোরে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু বচ্চন কন্যা সহ তিন
ইন্দোরের রালামন্ডল বাইপাসে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মধ্যপ্রদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বালা বচ্চনের মেয়ে প্রেরণা বচ্চন সহ তিনজনের মৃত্যু হল। ভোরে একটি নিয়ন্ত্রণ হারানো গাড়ি দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা মারলে এই ঘটনা ঘটে। মৃতদের মধ্যে রয়েছেন কংগ্রেস নেতা আনন্দ কাসলিওয়ালের ছেলে প্রখর এবং এক যুবক মনসিন্দু। এদিকে গাড়িতে থাকা অনুষ্কা নামের এক তরুণী গুরুতর আহত হয়েছেন বলে খবর এবং বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি। দূর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ এবং তল্লাশি চলছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন