সহেলি মিত্র, কলকাতা: এখন কলকাতা থেকে বারাণসী যাওয়া আরও সহজ। নতুন বছরে দারুণ সুখবর দিতে চলেছে রেল। আসলে পূর্ব রেলওয়ের শিয়ালদহ বিভাগ অমৃত ভারত স্লিপার সিরিজের প্রথম প্রিমিয়াম ট্রেন পেতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে শিয়ালদা বিভাগ শীঘ্রই অমৃত ভারত স্লিপার ট্রেনের দুটি নতুন রুট পেতে পারে। যার মধ্যে অন্যতম হতে পারে শিয়ালদা-বারাণসী রুট (Sealdah Banaras Amrit Bharat Express)।
শিয়ালদা-বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস!
সরকারি সূত্রে জানা গেছে, শিয়ালদহ ডিভিশনে শিয়ালদহ ও বারাণসী এবং কলকাতা স্টেশন ও রাধিকাপুরের মধ্যে ট্রেন চলাচল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন দুটি রুটের মধ্যে, শিয়ালদহ-বারাণসী অমৃত ভারত স্লিপার ট্রেনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর আসন্ন বাংলা সফরে এসে উদ্বোধন করতে পারেন। রেল কর্মকর্তারা ১৮ জানুয়ারি উদ্বোধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে কেন্দ্রীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনও নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
উল্লেখযোগ্যভাবে, পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত দুটি রুটে অমৃত ভারত স্লিপার ট্রেন চলাচল করে। এই দুটি রুট মালদা টাউনের জনপ্রিয় পয়েন্ট ব্যাঙ্গালোর এবং লখনউয়ের গোমতী নগরকে সংযুক্ত করে। সূত্রের খবর, রুটগুলি বেশ জনপ্রিয় এবং গত কয়েক মাসে এর চাহিদা বেড়েছে। ভারতীয় রেলওয়ে এখন পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ রুটগুলিকে অন্যান্য শহরগুলির সাথে সংযুক্ত করে তিনটি বিভাগে ছয়টি অমৃত ভারত ট্রেন পরিচালনা করার কথা বিবেচনা করছে। ছয়টি প্রিমিয়াম ট্রেন দুটি জোনাল রেলওয়ে – পূর্ব রেলওয়ে এবং দক্ষিণ-পূর্ব রেলওয়েতে চালু করা হবে।
রইল ট্রেনের সম্ভাব্য সময়সূচি
এক রিপোর্ট অনুযায়ী, ২২৫৮৮ বারাণসী-শিয়ালদা অমৃত ভারত এক্সপ্রেস রাত ২২:১০ মিনিটে ছাড়বে, এরপর সেটি পরের দিন সকাল ৯:৫৫ মিনিটে ভায়া ডানকুনি হয়ে শিয়ালদা ঢুকবে। অপরদিকে ফিরতি পথে ট্রেনটি সেদিনই সন্ধে ১৯:৩০ মিনিটে ছাড়বে এবং বারাণসী ঢুকবে পরের দিন সকাল ৭:২০ মিনিটে। ট্রেনটি যাত্রাপথে বেনারস, বারাণসী, নিউ ওয়েস্ট কেবিন, ঝাঁঝা, জসিডিহ, আসানসোল, শিয়ালদা স্টেশনে থামবে। ট্রেনটিতে মোট ১৬টি কোচ থাকবে।

আরও পড়ুনঃ ফিক্সড ডিপোজিট থেকে ১ লাখের বেশি সুদ পেলেও দিতে হবে না TDS! জেনে নিন নিয়ম
সরকারি সূত্র আরও জানাচ্ছে, ছয়টি রুটের মধ্যে তিনটি রুটের পরিকল্পনা করা হয়েছে, যার মধ্যে রয়েছে শিয়ালদহ ও বারাণসী, পূর্ব রেলওয়ের কলকাতা স্টেশন ও রাধিকাপুর এবং সাঁতরাগাছি-তাম্বারম রেলওয়ে স্টেশন। কর্মকর্তাদের ধারণা অনুযায়ী, তিনটি রুটের মধ্যে, শিয়ালদহ ও বারাণসী, সাঁতরাগাছি-তাম্বারম অমৃত ভারত স্লিপার ট্রেনগুলি এই মাসেই সবুজ সংকেত দেখতে পাবে, যেখানে কলকাতা স্টেশন এবং রাধিকাপুরের মধ্যে একটিতে কিছুটা সময় লাগতে পারে।