‘দেশের স্বার্থকেই গুরুত্ব দেব!’ আমেরিকার ৫০০ শুল্ক চাপানোর ইঙ্গিতের কড়া জবাব ভারতের

India on US Tariff

সৌভিক মুখার্জী, কলকাতা: রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ফের চাপের মুখে ভারত। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাতে পারে বলেই সবুজ সংকেত দিয়েছে রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। তবে শুধুমাত্র ভারত নয়, বরং একাধিক দেশের উপরেই চাপতে পারে ৫০০ শতাংশ শুল্ক। আর এই খবর সামনে আসতেই মুখ খুলল নয়া দিল্লি (India on US Tariff)।

প্রসঙ্গত বলে রাখি, এই বিতর্ক তৈরি হয়েছিল রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম এবং ডেমোক্র্যাট সেনেটর রিচার্ড ব্লুমেনথালের মাধ্যমেই। আমেরিকার তরফ থেকে চালু করা নতুন এই বিলের মূল উদ্দেশ্য হলো রাশিয়া থেকে তেল, গ্যাস, ইউরেনিয়াম বা অন্যান্য জ্বালানি যে সমস্ত দেশ কিনছে, তাদের উপর আর্থিক চাপ বাড়ানো। রিপোর্ট অনুযায়ী, যে দেশগুলি রাশিয়া থেকে তেল কিনে পুতিনের অর্থনীতি ত্বরান্বিত হচ্ছে, তাদের উপরে কঠোর শুল্ক আরোপ করাই আমেরিকার মূল উদ্দেশ্য।

আরও পড়ুন: হিন্দমোটরে বন্ধ কারখানায় নাবালিকাকে ধর্ষণ, পুলিশের জালে হুগলীর তৃণমূল কর্মী

মুখ খুলল নয়া দিল্লি

তবে এই ৫০০ শতাংশ শুল্ক চাপানোর বিষয়টি সামনে আসতেই কড়া অবস্থান নিয়েছে নয়া দিল্লি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল স্পষ্ট বলেছেন, রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ স্পষ্ট। ভারতের মূল লক্ষ্য ১.৪ বিলিয়ন মানুষের জন্য সাশ্রয়ী এবং নিরাপদে জ্বালানি সরবরাহ করা। ভারত তাদের নাগরিকদের জন্য যা প্রয়োজন এবং উপকারী তাই করবে। নয়া দিল্লির তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে, ভারত এই বিলের উপর নজর রাখছে। কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই।

আরও পড়ুন: কল্যাণী এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ বাইক, বাস, সাইকেল চলাচল, বিকল্প বলে দিল পুলিশ

উল্লেখ্য, ভারতের মার্কিন বাণিজ্য মন্ত্রী সেই দাবিও খারিজ করেছে। সেখানে তিনি বলেছেন, শুধুমাত্র একটি ফোন কলের কারণেই ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি হয়নি। আর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে এবং তারা বেশ কয়েকবার চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছিল। তবে ট্রাম্পের এই ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিষয় এক কথায় যে উড়িয়ে দিল ভারত তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment