বাজি বিস্ফোরণে কাঁপল চম্পাহাটি! অগ্নিদগ্ধ ৪

Blast At Champahati

প্রীতি পোদ্দার, কলকাতা: নতুন বছর পড়তেই ভয়ংকর বিস্ফোরণ দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে (Blast At Champahati)। ভরদুপুরে বিকট শব্দে কেঁপে উঠল সেখানকার বেআইনি নির্মিত বাজি কারখানা। জানা গিয়েছে ভয়ংকর বাজি বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৪ জন, তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দ্রুত তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা এলাকা জুড়ে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ।

চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণ!

রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ শনিবার, দুপুর প্রায় ১টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনা জেলার চম্পাহাটির হাড়ালে একটি বাজি কারখানায় ভয়ংকর বিস্ফোরণ ঘটে। কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলের পাশে থাকা গাছ সম্পূর্ণ ঝলসে যায়। কারখানার চাল উড়ে যায়। ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয় বাড়িটি। ঘটনায় আহত কমপক্ষে চার জন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে বারুইপুর ও কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছছে বারুইপুর থানার পুলিশ এবং দমকল বাহিনী। আগুন নেভানোর কাজ চলছে।

তদন্তে নামল পুলিশ

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘পর পর তিনটি বিস্ফোরণের আওয়াজ পাওয়া গিয়েছিল।’ আহতদের মুখ ঝলসে গিয়েছে বলেও দাবি করেন তিনি। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ওই বাজি কারখানাটি বেআইনি ভাবে চালানো হচ্ছিল এতদিন ধরে। এইসব কারখানায় বারুদের পাশাপাশি প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ রাখা থাকে। বারুদ ও ওই দাহ্য পদার্থ এক জায়গায় রাখা হয় না। এমনকি কোনও পৃথক সুরক্ষা বলয়ের মধ্যে রাখা হয় না। সেই অসাবধানতার কারণেই এই বিপত্তি। তবে এই ঘটনায় কে বা কারা এর নেপথ্যে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: মমতার অভিযোগ পেতেই ময়দানে পুলিশ, প্রতীক জৈনের বাড়ি থেকে নিয়ে গেল মোক্ষম প্রমাণ

উল্লেখ্য চম্পাহাটিতে এমন বিস্ফোরণের ঘটনা এই প্রথম নয়। বারবার সতর্ক করা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল, প্রশ্ন উঠছে। আর আগে ২০২৪ সালের ডিসেম্বর মাসে চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের হাড়াল গ্রামের সর্দারপাড়ায় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল একটি বেআইনি বাজি কারখানায়। এছাড়াও কখনও এগরা, কখনও দত্তপুকুর, কখনও কল্যাণীতে একাধিকবার বাজি কারখানায় এইভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাই স্বাভাবিকভাবেই প্রশাসনিক গাফিলতি নিয়েই প্রশ্ন উঠছে। পাশাপাশি পুলিশের নজরদারির অভাব নিয়েও উঠেছে অভিযোগ।

Leave a Comment