৩টি নতুন অমৃত ভারত এক্সপ্রেস পেতে চলেছে বাংলা, হয়ে গেল রুট নির্ধারণও

3 new Amrit Bharat Express to run between in West Bengal

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রমশ এগিয়ে আসছে বাংলার বিধানসভা নির্বাচন। আর তার ঠিক আগেই রাজ্যবাসীকে বড় উপহার দিয়েছে ভারতীয় রেল। কেন্দ্রের সিদ্ধান্তে হাওড়া-কামাখ্যা রুটে চালু হতে চলেছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার। তবে এখানেই থেমে থাকল না ভারতীয় রেলওয়ে। এবার শোনা যাচ্ছে, শীঘ্রই বাংলায় চালু হবে তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express)। জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের যেসব বাসিন্দারা চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে ছুটে যান, তাঁদের সুবিধার্থে বড় ভাবনা রেলের। সূত্রের খবর, নতুন অমৃত ভারত এক্সপ্রেসগুলি বাংলার সাথে জুড়বে তামিলনাড়ুকে।

ভোটের আগেই তিনটি নতুন অমৃত ভারত পাচ্ছে বাংলা

একাধিক রিপোর্ট অনুযায়ী, ভারতীয় রেলওয়ের তরফে বাংলায় যে তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালু করার কথা চলছে সেগুলির মধ্যে প্রথম ট্রেনটি ছুটবে সাঁতরাগাছি-তাম্বরম রুটে। এই ট্রেন প্রত্যেক সপ্তাহে শনিবার করে সাঁতরাগাছি থেকে রাত 11টা বেজে 55 মিনিটে ছেড়ে তাম্বরম পৌছবে সোমবার সকাল 10টা নাগাদ। বলে রাখি, এই ট্রেনে থাকছে মোট 22টি কোচ। যাত্রী সুবিধার্থে সব রকম ব্যবস্থা রয়েছে এক্সপ্রেস ট্রেনটিতে। ফেরার পথে আবার এই ট্রেন শুক্রবার দুপুর 3টে তে তাম্বরম থেকে রওনা দিয়ে শনিবার রাত 8টে বেজে 15 মিনিটের সাঁতরাগাছি পৌঁছবে।

অবশ্যই পড়ুন: টিকিট বিক্রি ছাড়াও শতদ্রুর অ্যাকাউন্টে ঢুকেছিল আরও ১০ কোটি, কোথা থেকে এল?

নিউ জলপাইগুড়ি তিরুচিরাপল্লী অমৃত ভারত এক্সপ্রেস

দ্বিতীয় অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি চলবে নিউ জলপাইগুড়ি থেকে তিরুচিরাপল্লী রুটে। দক্ষিণ ভারতকে বাংলার সাথে সংযোগকারী এই ট্রেন নিউ জলপাইগুড়ি বা NJP স্টেশন থেকে প্রতি শুক্রবার বিকেল পৌনে পাঁচটায় ছেড়ে রবিবার বিকেল 4টে 15তে পৌছবে তিরুচিরাপল্লীতে। ঠিক একইভাবে বুধবার সকাল পৌনে ছটায় তিরুচিরাপল্লী স্টেশন থেকে ছেড়ে শুক্রবার ভোর 5টায় নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে এই ট্রেন।

নিউ জলপাইগুড়ি নাগেরকয়েল অমৃত ভারত এক্সপ্রেস

সবশেষে, বাংলায় চালু হতে যাওয়া নতুন তিন নম্বর অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে নাগেরকয়েল রুটে চলবে। এই ট্রেন প্রত্যেক সপ্তাহে বুধবার বিকেল পৌনে পাঁচটায় নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছেড়ে শুক্রবার রাত 11টায় নাগেরকয়েল স্টেশনে পৌঁছবে। ঠিক একইভাবে ফেরার সময় ট্রেনটি রবিবার রাত 11 টায় নাগেরকয়েল স্টেশন থেকে ছেড়ে বুধবার ভোর 5টায় পৌঁছবে নিউ জলপাইগুড়ি স্টেশনে।

অবশ্যই পড়ুন: সফরের সময় বাঁচবে এক ঘণ্টা! ৫৪৯ ট্রেনের গতি বাড়াল রেল

কবে উদ্বোধন করা হবে এই ট্রেনগুলি?

রেল সূত্রে আপাতত যা খবর, বাংলায় চালু হতে যাওয়া অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনগুলির ভাড়া অন্যান্য উন্নত ট্রেনগুলির তুলনায় অনেকটাই কম হবে। তার কারণ অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন একটি নন এসি ট্রেন। তবে যাত্রীদের সুরক্ষা এবং নিরাপত্তার দিক থেকে এই ট্রেনটিতে বিশেষ নজর দিয়েছে ভারতীয় রেলওয়ে। অনেকেরই প্রশ্ন, বাংলায় কবে উদ্বোধন হবে এই তিন নতুন অমৃত ভারতের? এ নিয়ে অবশ্য কোনও ঘোষণা আসেনি। তবে আশা করা হচ্ছে, আগামী 17 জানুয়ারি বাংলায় এসে এই তিন ট্রেনেরও উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Leave a Comment