রাম মন্দিরের ১৫ কিমির মধ্যে নিষিদ্ধ আমিষ ও মদ, নির্দেশিকা অযোধ্যা প্রশাসনের

Ram Mandir

সৌভিক মুখার্জী, কলকাতা: রাম মন্দির (Ram Mandir) সংলগ্ন এলাকায় ধর্মীয় পরিবেশ বজায় রাখার জন্য এবার বিরাট সিদ্ধান্ত নিল অযোধ্যা প্রশাসন। রাম মন্দিরের চারপাশে ১৫ কিলোমিটারের মধ্যে নন ভেজ বা আমিষ খাবার ডেলিভারি সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার জেলা প্রশাসন এই নির্দেশিকা জারি করেছে। আর এই সিদ্ধান্তের ফলে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে ওই এলাকায় মাছ, মাংস বা অন্যান্য যে কোনও নন ভেজ সবার সরবরাহ করা যাবে না বলেই জানানো হয়েছে।

কেন নেওয়া হলো এই সিদ্ধান্ত?

প্রশাসনের সূত্র মারফৎ জানা গিয়েছে, সম্প্রতি একাধিক অভিযোগ জমা পড়ছে যে, পঞ্চকোষী পরিক্রমা এলাকার মধ্যে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নন ভেজ খাবার ডেলিভারি করা হচ্ছে। এমনকি কিছু কিছু হোটেল বা হোমস্টেতে নন ভেজ খাবার ও মদ পরিবেশন করা হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে তীর্থযাত্রীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে বলে দাবি করা হচ্ছে। আর এই অভিযোগের পরেই প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে কড়া পদক্ষেপ নিয়েছে।

আরও পড়ুন: ৩টি নতুন অমৃত ভারত এক্সপ্রেস পেতে চলেছে বাংলা, হয়ে গেল রুট নির্ধারণও

এদিকে প্রশাসনের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, রাম মন্দির সংলগ্ন এলাকায় কোনও হোটেল, রেস্তোরাঁ বা হোমস্টে নন ভেজ খাবার পরিবেশন করতে পারবে না। এমনকি অনলাইন ফুড ডেলিভারি সংস্থাগুলোকেও এই নির্দেশ মানতে হবে। আর নিয়ম ভাঙলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

কার্যকর হয়নি আগের নিষেধাজ্ঞা

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে অযোধ্যা পুরসভা ১৪ কিলোমিটার দীর্ঘ রামপথ জুড়ে মাংস এবং মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে স্থানীয়দের অভিযোগ মাংসের দোকান সরানো হলেও এখানে দুই দুজনের বেশি মদের দোকান চালু রয়েছে। আর এই বিষয়টি নিয়েই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। সেই কারণেই এবার বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বাজি বিস্ফোরণে কাঁপল চম্পাহাটি! অগ্নিদগ্ধ ৪

এ বিষয়ে অ্যাসিস্ট্যান্ট ফুড কমিশনার মানিকচন্দ্র সিং জানিয়েছেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্মের মাধ্যমে পর্যটকদের কাছে নন ভেজ খাবার পৌঁছে যাওয়ার অভিযোগ উঠছিল। সেই কারণে এবার অনলাইন ডেলিভারির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এতে রাম মন্দির এলাকায় ধর্মীয় রীতি বজায় থাকবে।

Leave a Comment