আগামী সপ্তাহেই কমছে শীত? জানাল আবহাওয়া দফতর

South Bengal

প্রীতি পোদ্দার, কলকাতা: ভরা পৌষে জমে উঠেছে জমজমাটি শীত। গত কয়েক দিনে উত্তর থেকে দক্ষিণের (South Bengal) জেলাগুলিতে এমন হাড় কাঁপানো ঠান্ডা এমন পড়েছে যা হয়ত ১৮ বছর দেখা যায়নি। তাই এবার প্রশ্ন উঠছে কতদিন এমন শীতকালীন আবহাওয়া থাকবে? এই প্রসঙ্গে হাওয়া অফিস জানিয়েছে, আগামী সাতদিন গোটা রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের হবে না।

অবাধে প্রবেশ করবে উত্তুরে হাওয়া

জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটি, বৃহস্পতিবারই ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে তা এগিয়েছে উত্তর-পশ্চিম দিকে। এবং গতকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যার মধ্যে গভীর নিম্নচাপটি শ্রীলঙ্কার উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। তবে এর কোনো প্রভাব পশ্চিমবঙ্গের আবহাওয়ার উপর পড়ছে না। তাই রাজ্যে উত্তুরে হাওয়া অবাধে প্রবেশ করবে। সর্বত্রই শুকনো আবহাওয়া থাকবে।

এখনই তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই

আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী সাত দিন গোটা রাজ্যেই সর্বনিম্ন তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ আগামী শুক্রবার পর্যন্ত কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিকে, রাজ্যের পশ্চিমের দিকে বাঁকুড়া, বিষ্ণুপুর, শ্রীনিকেতন, শান্তিনিকেতনের দিকে তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। এসবের মাঝেই কুয়াশা থেকে এখনই রেহাই নেই দক্ষিণের জেলাগুলিতে। কুয়াশার দাপট এতটাই বেশি থাকবে যে ভোরের দিকে দৃশ্যমানতা নামতে পারে ৯৯৯ থেকে ২০০ মিটারে। তবে এখনই এই নিয়ে কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

আরও পড়ুন: ৩টি নতুন অমৃত ভারত এক্সপ্রেস পেতে চলেছে বাংলা, হয়ে গেল রুট নির্ধারণও

উত্তরে দার্জিলিঙে রাতের তাপমাত্রা থাকবে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে ৭ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে রাতের তাপমাত্রা। অর্থাৎ রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই জাঁকিয়ে থাকবে ঠান্ডা। এখনই তার ‘আউট’ হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে! ফলত, বাংলার উত্তর থেকে দক্ষিণে তাপমাত্রা আপাতত কোনও হেরফেরের দিকে যাচ্ছে না। তবে উত্তরেও কুয়াশার দাপট বজায় থাকবে। আগামী মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভোরের দিকে দৃশ্যমানতা নামতে পারে ৯৯৯ থেকে ২০০ মিটারে।

Leave a Comment