আদৌ বাংলাদেশে যাবে টিম ইন্ডিয়া? BCCI-র সঙ্গে কথাবার্তা নিয়ে মুখ খুলল BCB

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আসন্ন আগস্টেই বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে (India Vs Bangladesh) ওপার বাংলায় যাওয়ার কথা রোহিত শর্মা, বিরাট কোহলি ও সূর্য কুমার যাদবদের। তবে সাম্প্রতিক সময়ে ওপারের প্রধান উপদেষ্টা ইউনূসের নানান অনৈতিক পদক্ষেপে দু’দেশের মধ্যে যে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আদৌ ঢাকা সফর করবে টিম ইন্ডিয়া? প্রশ্নটা যখন সকলের মুখে মুখে, সেই আবহে সংশয়ে থেকেই মুখ খুললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম।

এশিয়া কাপের প্রস্তুতির জন্য এই সিরিজ গুরুত্ব পাচ্ছে

আসন্ন সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপ। এ বছর এশিয়া কাপের আয়োজক ভারত। তবে সেই আসরের আগে বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারতের কাছে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে। তবে প্রশ্ন হল, বাংলাদেশের সাথে সাম্প্রতিক উত্তেজনার আবহে আদৌ কি ওদেশে খেলতে যাবে ভারতীয় দল?

জানিয়ে রাখি, আগামী 13 আগস্ট বাংলাদেশে পৌঁছনোর কথা টিম ইন্ডিয়ার। এরপর 17 আগস্ট থেকে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে সিরিজের যাত্রা শুরু করবে রোহিত বাহিনী। এরপর একে একে 20 আগস্ট ও 23 আগস্ট তৃতীয় ওয়ানডে টেস্ট দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে আপাতত ইতি টানবে ভারত। যদিও এরপরই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ওপার বাংলার টাইগারদের বিরুদ্ধে ভারতের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে 26 আগস্ট, যা চলবে 31 আগস্ট পর্যন্ত।

আদৌ বাংলাদেশে খেলতে যাবে ভারতীয় দল?

শেখ হাসিনার পতনের পর ইউনূসের শাসনকালে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠতা বেড়েছে চিন, পাকিস্তানের মতো ভারত বিরোধীদের। মূলত এই দুই দেশের সাথে তলে তলে একাধিক দিল্লি বিরোধী কাজকর্ম চালাচ্ছে ঢাকা। আর সেই আবহে কূটনৈতিকভাবে বাংলাদেশকে একের পর এক উচিত শিক্ষা দিচ্ছে ভারত। এমতাবস্থায় প্রশ্ন একটাই, এশিয়া কাপের আগে গুরুত্বপূর্ণ সিরিজ অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি খেলতে আদৌ ওপারে পৌঁছবে ভারতের ছেলেরা?

অবশ্যই পড়ুন: PAN, ATM, ক্রেডিট কার্ড থেকে রেল, আজ থেকেই দেশজুড়ে লাগু ৭ নয়া নিয়ম

এ প্রসঙ্গে কার্যত সংশয় নিয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট আমিনুল জানিয়েছেন, এখনও পর্যন্ত ভারত সরকারের ছাড়পত্র মেলেনি। তবে আমরা BCCI-এর সাথে কথা বলেছি। আপাতত তাদের তরফ থেকে ইতিবাচক উত্তর এসেছে। তবে শেষ পর্যন্ত ভারত সরকারের তরফে ছাড়পত্র পেলে তবেই আগস্টে দেশে খেলতে আসতে পারবে ভারতীয় দল।

এক কথায় আমিনুল পরিষ্কার জানিয়ে দিয়েছেন, রোহিত, বিরাটদের বাংলাদেশে আসার অপেক্ষায় রয়েছেন তাঁরা, তবে ভারত সরকারের ছাড়পত্র পেলে তবেই খেলোয়াড়দের বাংলাদেশ সফরে পাঠাবে BCCI। সবশেষে আমিনুল বলেছিলেন, শেষ পর্যন্ত যদি ভারতীয় দল বাংলাদেশে খেলতে না আসে তবে পরের উইন্ডোতে সিরিজ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Leave a Comment