বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসবে না বলে জেদ ধরে বসে রয়েছে বাংলাদেশ (Bangladesh Cricket Board)। এ নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে জোরালো আবেদন রেখেছে তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে ICC কে অনুরোধ করা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে ভারতে বাংলাদেশের ক্রিকেটাররা খেলতে যেতে পারবেন না। তাই বিশ্বকাপের ম্যাচগুলো যাতে শ্রীলঙ্কায় আয়োজন করা হয়। এ নিয়ে এবার ওপার বাংলার দাবি খারিজ করে ভারতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ভিত্তিহীন বলে জানালো আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। ICC র এক কর্তা জানিয়েছেন, ভারতে নিরাপত্তা নিয়ে কোনও রকম সমস্যা হওয়ার কথা নয় বাংলাদেশের ক্রিকেটারদের।
বাংলাদেশকে পাত্তাই দিলো না ICC!
মুস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ পড়ার পরই চটে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথমদিকে বড় পদক্ষেপ না নেওয়ার পক্ষে থাকলেও শেষ পর্যন্ত ওপার বাংলার অন্তর্বর্তীকালীন সরকারের চাপে ICC কে চিঠি দেয় তারা। প্রাথমিকভাবে সেই চিঠিতে কাজ না হওয়ায় ফের দ্বিতীয় বারের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে আবেদন জানায় পদ্মা পাড়ের বোর্ড। কিন্তু তাতেও লাভ হল না।
অবশ্যই পড়ুন: দেউলিয়া হওয়ার পথে ইরান? ভারতের ১০০ টাকা সে দেশে কত জানলে ভিমড়ি খাবেন
সম্প্রতি এক ক্রীড়া সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলর এক কর্তা জানিয়েছেন, “ভারতে নিরাপত্তা জনিত সমস্যা রয়েছে এর পেছনে কোনও যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশ যদি মনে করে ভারতে সত্যিই খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে সমস্যা হবে তাহলে আগেই একটি বিশেষ দল পাঠাতে পারতো। সেটাও করেনি তারা। তাই বাংলাদেশের এমন দাবি নিয়ে মাথাই ঘামাচ্ছে না ICC!” এক কথায়, আর ওপারের বোর্ডকে পাত্তা দিচ্ছে না বিশ্ব ক্রিকেট সংস্থা!
অবশ্যই পড়ুন: পাকিস্তানের থেকে যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ! নজর রাখছে ভারতও
এমনিতেই বিশ্বকাপ শুরু হতে আর বেশি দেরি নেই। ভারতীয় ক্রিকেট বোর্ড অনেক আগেই জানিয়ে দিয়েছে, এত অল্প সময়ের মধ্যে ম্যাচের ভেন্যু পরিবর্তন করা সম্ভব নয়। ভারতীয় বোর্ডের এমন বক্তব্যের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও বাংলাদেশকে খুব পরিষ্কারভাবে বলেছে, বিশ্বকাপ খেলতে হলে ভারতেই আসতে হবে। না হলে পয়েন্ট কাটা যাবে তাদের। বিশ্ব ক্রিকেট সংস্থার এমন বক্তব্যের পরও নিজ অবস্থান থেকে সরেনি ওপার বাংলার বোর্ড। বেশ কয়েকটি সূত্র বলছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাবভাব যা তাতে বিশ্বকাপ বয়কট করে দেবে, তবুও ভারতে ক্রিকেট দল পাঠাবে না তারা।