সহেলি মিত্র, কলকাতাঃ আর মাত্র কয়েকটা দিন, ব্যস তারপরেই শুরু হবে কেন্দ্রীয় বাজেট ২০২৬ (Budget 2026)। আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৬-এ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই বাজেটে সরকার কী কী সিদ্ধান্ত নেয় সেদিকে নজর রয়েছে সাধারণ মানুষের। বাদ নন সিনিয়র সিটিজেনরা। এর সবথেকে বড় কারণ হল ভারতীয় রেলের টিকিটের দামের বৃদ্ধি। সরকার কি ফের একবার ট্রেনের টিকিটের ভাড়া বৃদ্ধি করবে? কিংবা সিনিয়র সিটিজেনদের টিকিটের ওপর পুনরায় ছাড়ের ঘোষণা করবে? উঠছে প্রশ্ন।
ফের বয়স্করা ট্রেনের টিকিটের ওপর ছাড় পাবেন?
কোভিডের আগে অবধি প্রবীণ নাগরিকরা টিকিটের ওপর বেশ ভালোরকম ছাড় পেতেন। কিন্তু কোভিডের সময় থেকে এই ব্যবস্থা তুলে নেয় সরকার। এরপর কোভিড পরিস্থিতি কেটে গেলেও সরকার এই ব্যবস্থা ফিরিয়ে আনেনি। ফলে প্রশ্ন উঠছে, বাজেটে কি এই নিয়ে সরকার কোনও ঘোষণা করবে? সেই নিয়ে অবশ্য এখনও অবধি কিছু জানা যায়নি। দেশজুড়ে বয়স্ক যাত্রীরা আবারও দাবি তুলেছেন যে রেল টিকিটে পুরনো ছাড় ফিরিয়ে আনা হোক। তারা বলছেন যে বয়সের এই পর্যায়ে ভ্রমণ করা প্রয়োজনীয় এবং ব্যয়বহুল কারণ আয় কমে যায়। এমন পরিস্থিতিতে আগে ভাড়ায় ছাড় তাদের জন্য একটি বড় স্বস্তি ছিল।
আরও পড়ুনঃ পুরনো গ্রাহকদের ২ লক্ষ টাকা দিচ্ছে SBI! জানুন কীভাবে আবেদন করতে হবে
আগে কী নিয়ম ছিল?
কোভিডের আগে, ভারতীয় রেলওয়ে প্রবীণ নাগরিকদের জন্য উল্লেখযোগ্য টিকিট ছাড় দিচ্ছিল। ২০১৯ সাল পর্যন্ত, ৬০ বছর বা তার বেশি বয়সী পুরুষরা ট্রেনের টিকিটে ৪০ শতাংশ ছাড় পেতেন এবং ৫৮ বছর বা তার বেশি বয়সী মহিলারা ৫০ শতাংশ ছাড় পেতেন। এই ছাড় মেল, এক্সপ্রেস, রাজধানী, শতাব্দী এবং দুরন্তের মতো প্রধান ট্রেনগুলিতে প্রযোজ্য ছিল। উদাহরণস্বরূপ, রাজধানী এক্সপ্রেসের প্রথম এসি টিকিটের দাম ৪,০০০ হলেও, একজন প্রবীণ নাগরিক প্রায় ২,০০০ থেকে ২,৩০০ টাকায় একই টিকিট পেতেন। এর ফলে দীর্ঘ দূরত্বের ভ্রমণ সাশ্রয়ী হয়েছিল।
আরও পড়ুনঃ দেউলিয়া হওয়ার পথে ইরান? ভারতের ১০০ টাকা সে দেশে কত জানলে ভিমড়ি খাবেন
ভাড়া বৃদ্ধি করেছে রেল
ভারতীয় রেলওয়ে টিকিটের ভাড়ায় সামান্য বৃদ্ধি করছে। রেল আশাবাদী, এই বৃদ্ধির ফলে ২৬ ডিসেম্বর, ২০২৫ থেকে প্রায় ৬০০ কোটি অতিরিক্ত রাজস্ব আয় হবে। নতুন ভাড়া শুধুমাত্র ২১৫ কিলোমিটারের বেশি ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে, সাধারণ ট্রেনের জন্য প্রতি কিলোমিটারে অতিরিক্ত ১ পয়সা এবং মেল/এক্সপ্রেস উভয় ট্রেনেই নন-এসি এবং এসি ট্রেনের জন্য প্রতি কিলোমিটারে অতিরিক্ত ২ পয়সা।