বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন বছর পড়তে না পড়তেই শেয়ারবাজারেও ঝড় তুলেছে বেশ কিছু স্টক (Multibagger Stock)। গতবছরের ডিসেম্বর থেকে চলতি জানুয়ারির মধ্যে বিনিয়োগকারীদের কোটিপতি বানিয়েছে এমন স্টকের নাম লিখে শেষ করা যাবে না। সেই তালিকায় একেবারে প্রথম সারিতেই রয়েছে গ্র্যাভিটা ইন্ডিয়া লিমিটেডের স্টকগুলিও। বিশ্বব্যাপী সুপরিচিত এই সংস্থাটি বিগত দিনগুলিতে অ্যালুমিনিয়াম, প্লাস্টিক, সিসা সহ অন্যান্য উপাদান পুনর্ব্যবহার খাতে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করেছে। সেই সূত্রেই এই সংস্থার স্টকগুলি দামের নিরিখে বড় লাফ দিয়েছে। তাতে পকেট ভরেছে বিনিয়োগকারীদের।
1 লাখকে 20.36 লাখ বানিয়েছে এই স্টক
সাম্প্রতিককালে শেয়ারবাজারের ব্যাপক অনিশ্চয়তার মধ্যেও, মাথা তুলে দাঁড়িয়েছিল গ্র্যাভিটা ইন্ডিয়া লিমিটেডের স্টকগুলি। তবে গতকাল অর্থাৎ শুক্রবার এই সংস্থার স্টকের দাম 2 শতাংশ পর্যন্ত হ্রাস পায়। তাতে বিনিয়োগকারীরা লোকসানে থাকলেও বছরের হিসেবে বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে এই স্টকটি। বলাই বাহুল্য, আজ থেকে 5 বছর আগে অর্থাৎ 2021 এর শুরুর দিকে এই সংস্থার একটি স্টকের দাম ছিল 82 টাকা 85 পয়সা। তবে আজকের দিনে দাঁড়িয়ে এই সংস্থার একটি স্টকের দাম 1680 টাকা।
অবশ্যই পড়ুন: কীভাবে ডেনমার্কের অংশ হল গ্রিনল্যান্ড? ইতিহাস জানালেন ট্রাম্প
বিস্তারিতভাবে বলতে গেলে, 2021 এর জানুয়ারি থেকে 2026 এর জানুয়ারি পর্যন্ত অর্থাৎ 5 বছরে এই সংস্থার স্টক বিনিয়োগকারীদের 1938 শতাংশ পর্যন্ত রিটার্ন প্রদান করেছে। হিসেব করে দেখতে গেলে, আজ থেকে 5 বছর আগে যদি কেউ এই স্টকে মাত্র 1 লাখ টাকা রাখতেন তবে আজকের দিনে দাঁড়িয়ে তার সেই আমানতের পরিমাণ গিয়ে দাঁড়াতে 20 লাখ 36 হাজার টাকায়। ভাবা যায়! তবে এই স্টকে যারা 10 লাখ বা তারও বেশি রেখেছিলেন তারা আজ কোটি কোটি টাকার মালিক।
অবশ্যই পড়ুন: রামমন্দিরের ভেতরেই নামাজ পড়ার চেষ্টা, পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া কে এই আহমেদ শেখ?
সংস্থার আয়
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের রিপোর্ট অনুযায়ী, 2026 আর্থিক বছরে গ্র্যাভিটা ইন্ডিয়া লিমিটেডের আয় 11.75 শতাংশ পর্যন্ত বেড়ে 1,036 কোটি টাকায় দাঁড়িয়েছে। সংস্থাটির নিট মুনাফা এই আর্থিক বছরে 33 শতাংশ পর্যন্ত বেড়ে 96 কোটি টাকায় দাঁড়িয়েছিল। শুধু তাই নয়, সংস্থাটির শেয়ারের প্রতি ইপিএস বৃদ্ধি 13 টাকা ছাড়িয়ে গিয়েছে। সব দিক থেকে দেখতে গেলে, বিগত বছরগুলিতে লাভের খাতায় শুধু সংখ্যা যোগ করে গেছে এই বিশ্বব্যাপী সংস্থাটি। রিপোর্ট অনুযায়ী, ভবিষ্যতে নিজেদের ব্যবসা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে এই সংস্থার।