সৌভিক মুখার্জী, চন্দ্রকোণা: গতকাল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গাড়িতে হামলার অভিযোগ ওঠে। আর সেই অভিযোগকে ঘিরে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক জলঘোলা যে বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না। তবে এবার সেই হামলার ঘটনার রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর অফিসের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছে অমিত শাহের দফতর, এবং ওই ঘটনার ভিডিও ফুটেজ পাঠিয়েছে শুভেন্দু অধিকারীর অফিস।
শুভেন্দু অধিকারীর কনভয়ে ঘিরে হামলা
উল্লেখ্য, গতকাল অর্থাৎ শনিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা থেকে কর্মসূচি সেরে ফিরছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই কারণে চন্দ্রকোণা রোডে রাস্তার ধারে বিজেপি কর্মী সমর্থকরা দাঁড়িয়েছিলেন। অন্যদিকে রাস্তার উল্টোদিকে শাসক দলের বেশ কয়েকজন পতাকা হাতে দাঁড়িয়ে ছিলেন বলে অভিযোগ। জানা যাচ্ছে, শুভেন্দুর গাড়ি আসতেই আচমকা হামলা চালানো হয়। এমনকি ১২ থেকে ১৫ জন গাড়িতে হামলা চালিয়েছে। আর পুলিশের মদতেই এই হামলা চলেছে বলে দাবি করা হচ্ছে। এমনকি তাদের সঙ্গে পেট্রোল-ডিজেল ছিল বলেও রিপোর্ট।
Tonight approximately around 8:20 PM, while I was returning from Purulia, at Chandrakona Road; Paschim Medinipur district, I was viciously attacked by TMC goons.
These cowards, emboldened by the Mamata Banerjee regime’s culture of violence and impunity, attacked me right in the… pic.twitter.com/caM0JshS4y— Suvendu Adhikari (@SuvenduWB) January 10, 2026
এই ঘটনা সামনে আসতেই শুরু হয় রাজনৈতিক তুলকালাম। এমনকি তৃণমূলকে নিশানা করে বঙ্গ বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যেদিন শুভেন্দু অধিকারী হারিয়েছেন, সেদিন থেকেই এরকম হামলা চলছে। অন্যদিকে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেছেন, শুভেন্দুর গাড়িতে হামলা হয়নি, বরং জয় বাংলা স্লোগান দিচ্ছিল। আর সেই স্লোগান তিনি সামলাতে পারেননি। পাশাপাশি রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ফেসবুকে লিখেছেন, চন্দ্রকোণায় ভুল করে বিজেপি কর্মীদের পেটানো হল। কেন্দ্রীয় বাহিনী জবাব চাও।
আরও পড়ুন: হবে সস্তায় ভ্রমণ, হাওড়া-দিল্লি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের ঘোষণা রেলের, ভাড়া কত?
এদিকে এই ঘটনার পর চন্দ্রকোণা থানায় পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা। আর সেখানে হামলাকারীদের গ্রেফতারের দাবীতে অবস্থান বিক্ষোভ শুরু করেন। এমনকি ধর্নায় বসেন তাঁরা। হ্যাঁ, আইসি রুমের মেঝেতেই বসে পড়েন শুভেন্দু অধিকারী সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। যতক্ষণ না পর্যন্ত দোষীদের গ্রেফতার করা হবে ততক্ষণ তিনি অবস্থান বিক্ষোভ করবেন বলেই দাবি করেন। তবে এই ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকরা শুভেন্দু অধিকারীর অফিসের সঙ্গে যোগাযোগ করেন। আর ঘটনার রিপোর্ট খতিয়ে চান তারা। জানা গিয়েছে, সমস্ত ভিডিও ফুটেজ পাঠানো হচ্ছে। তা দেখে কেন্দ্র কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার। তবে বিধানসভা নির্বাচনের আগে এরকম ঘটনা রাজনৈতিক মহলে সত্যিই বড়সড় প্রশ্ন তুলছে।