বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে আসবে না বলে খুব পরিষ্কারভাবে নিজেদের অবস্থান জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলেরও দ্বারস্থ হয় তারা। তাতে অবশ্য লাভ হয়নি। পরপর দুবার ICC কে চিঠি দিয়ে ভারত থেকে বাংলাদেশ দলের (Bangladesh National Cricket Team) ম্যাচ সরানোর আবেদন জানালেও পাত্তা পায়নি পদ্মা পাড়ের বোর্ড। আর তারপরই প্রশ্ন উঠছে, এবার কি তাহলে কলকাতার বদলে ভারতেরই অন্য কোনও বড় শহরে বিশ্বকাপের ম্যাচগুলি খেলতে আসবে বাংলাদেশ দল? এ নিয়ে এবার মুখ খুললেন BCB সভাপতি।
ভারতেরই অন্য শহরে বিশ্বকাপ খেলতে আসছে বাংলাদেশ?
সম্প্রতি বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওপার বাংলার ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, “আমরা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে আমাদের কথা জানিয়েছি। তবে এখনও কোনও উত্তর আসেনি। আমাদের উদ্বেগের প্রমাণ দেয় এমন সব তথ্য পাঠানো হয়েছে।” এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বুলবুল খুব পরিষ্কারভাবে বলেন, তাঁরা ভারতের কোনও শহরে খেলতে যেতে রাজি নন।
অবশ্যই পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগেই ধাক্কা টিম ইন্ডিয়ায়! চোট পেয়ে বাদ ঋষভ পন্থ
BCB সভাপতির কথায়, “বিশ্বকাপের ম্যাচ যদি খেলতেই হয় তবে সেটা ভারতের বাইরের মাঠেই হবে। আপনারা সকলেই জানেন এসব ব্যাপারে একা আমরা সিদ্ধান্ত নিতে পারি না। সরকারের কথা অনুযায়ী আমাদের চলতে হবে। কিছুদিন আগেও আমরা যা অবস্থান নিয়েছিলাম এখনও সেটাই অনড় আছে।” বুলবুল আশায় রয়েছেন, খুব শীঘ্রই বিশ্ব ক্রিকেট সংস্থা তাদের ডাকে ইতিবাচক সাড়া দেবে। তবে তিনি একটা বিষয় খোলসা করে দিলেন, বিশ্বকাপের ম্যাচ চেন্নাই বা অন্য কোনও শহরে আয়োজিত হবে এমনটা তিনি শোনেননি। সেই সাথে, বিশ্বকাপে অংশ নিলে বাংলাদেশ দল ভাল ফল করবে বলেই আশাবাদী বুলবুল।
উল্লেখ্য, ভারতে বিশ্বকাপ খেলতে না আসার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যা অবস্থান তাতে খুব একটা সন্তুষ্ট নন ওপার বাংলার ক্রিকেটাররাই। ইতিমধ্যেই ক্রিকেট বিতর্ক নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের বিশ্বকাপ দলের সদস্য মেহেদি হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পরোক্ষভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন, যা চলছে তা ঠিক চলছে না। এদিন তাঁর বক্তব্য ছিল, “আমাদের কাজ ক্রিকেট খেলা। এর জন্য যদি আমাদের মঙ্গলগ্রহে পাঠানো হয়, সেখানেও যাব।”