CAA-তে আবেদন করে মাত্র ৪ মাসেই নাগরিকত্ব, আনন্দে আত্মহারা পূর্ব বর্ধমানের সবুজ দাস

Purbasthali II

সৌভিক মুখার্জী, কলকাতা: মাত্র চার মাসের মধ্যেই মিলেছে ভারতীয় নাগরিকত্ব! বাংলাদেশ থেকে এপার বাংলায় এসে এত তাড়াতাড়ি নাগরিকত্ব পেয়ে গেলেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর ২ (Purbasthali II) নম্বর ব্লকের কালেকাতলার বরগাছি গ্রামের বাসিন্দা সবুজ দাস। জানা যাচ্ছে, সিএএ ক্যাম্পে আবেদন করার মাত্র চার মাসের মধ্যেই তারা ভারতীয় নাগরিকত্ব সার্টিফিকেট পেয়েছেন। আর এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, এবং খুশিতে আত্মহারা সবুজ দাসের পরিবার।

মাত্র চার মাসেই ভারতীয় নাগরিকত্ব

প্রসঙ্গত, চার মাসের মধ্যে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার খুশিতে সবুজ দাস শনিবার নিজের বাড়িতেই প্রতিবেশীদেরকে ডেকে মিষ্টিমুখ করান। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য সবুজ জানিয়েছেন, অনলাইনে কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের সিএএ পোর্টালে তিনি আবেদন করেছিলেন, এবং নিজের সঙ্গে মা, ভাই ও স্ত্রীর জন্যও ভারতীয় নাগরিকত্বের আবেদন ফর্ম পূরণ করেছিলেন। তবে বুধবার তাঁর ফোনে নাগরিকত্ব সংক্রান্ত মেসেজ আসে। পরদিন কলকাতার সল্টলেকে কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের অফিসে গিয়ে তিনি নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পান। এমনকি তাঁর মা, ভাই ও স্ত্রীর সার্টিফিকেটও আগামী কয়েকদিনের মধ্যে দিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে সবুজ দেশের মা-কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন, “আমাদের বাড়ি ছিল বাংলাদেশের চট্টগ্রামে। আমরা যখন ওখান থেকে চলে আসি তখন ছেলেরা ছোট ছিল। আমার স্বামী এখানে মারা যায়। তবে ৩০ বছর আগে ভারতে এসে যেখানে প্রথমে বাড়ি করি, সেখানে শুধুমাত্র ভোটার কার্ড ছিল। আধার কার্ড ছিল না। এখানে এসে এবার ভারতীয় নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পেয়েছি। এমনকি ২০০২ সালে লিস্ট আমাদের নাম ছিল।”

আরও পড়ুন: বারবার অনুরোধ করলেও …! কী হয়েছিল সেদিন হাইকোর্টে? জানালেন বিচারপতি শুভ্রা ঘোষ

এদিকে সবুজ দেশের বক্তব্য, এলাকায় যারা সিএএ পোর্টালে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছে, তারাও খুব শীঘ্রই নাগরিকত্ব পেয়ে যাবে। এমনকি তিনি অভিযোগ করছেন যে, কিছু রাজনৈতিক নেতারা সিএএ নিয়ে ভুল তথ্য ছড়িয়ে ফেলছে, যাতে বিভ্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। বাস্তবে ডিটেনশন ক্যাম্পের ভয়ও সম্পূর্ণ মিথ্যা। এমনকি স্থানীয় বিজেপি নেতা দীপঙ্কর পাল বলেন, তাদের দলের উদ্যোগেই বাংলাদেশ থেকে আসা এই গ্রামের ৮০০ জন ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। আশা করা যাচ্ছে, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই তাদের হাতে নাগরিকত্বের সার্টিফিকেট চলে আসবে।

Leave a Comment