সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি কেষ্টপুরের বাসিন্দা বা সেখানের ওপর দিয়ে যাতায়াত করেন? তাহলে আপনার জন্য রইল সুখবর। এবার প্রশাসনের তরফে এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার দরুণ ব্যাপকভাবে লাভবান হবেন সাধারণ মানুষ। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, যানজট কমাতে কেষ্টপুরে খালের ওপর আরো একটি বেলি ব্রিজ (Kestopur Bailey Bridge) তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন বলে খবর।
কেষ্টপুর খালের ওপর তৃতীয় বেলি ব্রিজের কাজ শুরু
এর আগে দুটি বেলি ব্রিজ রয়েছে। তবে স্থানীয়দের মতে, যানজট সেই একই রকম রয়েছে। ছবি আলাদা হয়নি। এহেন পরিস্থিতিতে বহু মানুষ আরও একটি ব্রিজ তৈরির দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সকলের সেই ইচ্ছাকে মান্যতা দিল প্রশাসন। সূত্রের খবর, বিধাননগর তথা সল্টলেকের ট্র্যাফিক ব্যবস্থাকে মসৃণ করতে কেষ্টপুর খালের উপরে তৃতীয় বেলি সেতু তৈরির সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সেই কাজের চূড়ান্ত পর্ব শুরু হয়েছে।
সল্টলেকের এএ ব্লকে, কেষ্টপুর খালের উপরে ওই সেতুর কাঠামো বসানোর কাজ শুরু হয়েছে দু’দিন আগে। আশা করা হচ্ছে, জানুয়ারির মাসের শেষে বা আগামী মাসের শুরু থেকে এই নতুন সেতুতে গাড়ি চলাচল শুরু করা যাবে। লক্ষ্য নিত্যদিনের যানজট কমানো। গত অগস্ট থেকে ওই সেতু তৈরির কাজ শুরু করেছিল কেএমডিএ। শুক্রবার থেকে খালের উপরেলোহার কাঠামো বসানোর কাজ শুরু হয়েছে। পুলিশ সূত্রের খবর, খালের উপরে সেতুর অংশটি তৈরি করতে ১৫ দিন মতো সময় লাগতে পারে। তার পরেই খালের দু’পাশে সেতুতে ওঠার রাস্তা তৈরির কাজ শুরু হবে।
কীভাবে উপকৃত হবেন সাধারণ মানুষ?
ওই সেতু ব্যবহার করে সল্টলেকের দিক থেকে গাড়ি সরাসরি ভিআইপি রোডের দক্ষিণদাঁড়িতে পৌঁছতে পারবে। কেষ্টপুর খালের উপরে ইতিমধ্যে আরও দু’টি এমন সেতু রয়েছে। একটি রয়েছে কেষ্টপুরের মিশন বাজারের কাছে, যেটি দিয়ে রাজারহাট বা নিউ টাউনের দিক থেকে বহু গাড়ি সল্টলেকে যাতায়াত করে। দ্বিতীয়টি রয়েছে লেক টাউনে, ভিআইপি রোড দিয়ে সল্টলেকগামী গাড়িগুলিই শুধু এই সেতু ব্যবহার করতে পারে।
আরও পড়ুনঃ বাজেটের আগেই কেন্দ্রের কাছে ১.৯৭ লক্ষ কোটি টাকা চাইল রাজ্য সরকার
কেএমডিএ সূত্রের খবর, ৪২ মিটার লম্বা ও সাড়ে সাত মিটার চওড়া নতুন বেলি সেতুটি দিয়ে সল্টলেক ও ভিআইপি রোডের মধ্যে গাড়ি যাওয়া-আসা করতে পারবে। বিধাননগর পুলিশ মনে করছে, ওই সেতু চালু হয়ে গেলে ভিআইপি রোডেরউপরে উল্টোডাঙার দিকে যানজট অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে। একই সঙ্গে সল্টলেকের পিএনবি মোড় এবং দু’নম্বর গেট সংযোগকারী রাস্তার উপরেও ব্যস্ত সময়ে যানবাহনের চাপ কমলে যানজট অনেকটা কমে যাবে। মূলত পাঁচ নম্বর সেক্টর, নিউ টাউন, সল্টলেকের অফিস যাত্রীদের ভিড় অনেকটাই কমবে আগামী দিনে মনে করা হচ্ছে। যদিও আসল ছবি কী হয় সেটা সময়ই বলবে।