“কোচ হয়ে অনেক কিছু শিখছি”, T20 বিশ্বকাপে ভারতেই ভরসা রাখছেন সৌরভ গাঙ্গুলি

Sourav Ganguly On Team India regarding T20 World Cup-

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথমবারের মতো প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন সৌরভ গাঙ্গুলি। তবে এই বিশেষ আসনে কেরিয়ারের শুরুটা খুব একটা চমকপ্রদ হয়নি। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে শুরু থেকেই হারতে হয়েছে তাঁর দল প্রিটোরিয়া ক্যাপিটালসকে। যদিও পার্ল রয়্যালসের বিরুদ্ধে গত ম্যাচে জয় তুলেছে সৌরভের দল। আর তারপরেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের উপরেই নিজের বাজি রাখলেন প্রাক্তন অধিনায়ক (Sourav Ganguly On Team India)। সেই সাথে, ভারতীয় বোলারদের প্রশংসাও শোনা গেল দাদার গলায়।

বিশ্বকাপের জন্য ভারতের উপর বাজি ধরলেন সৌরভ!

গতকাল অর্থাৎ শনিবার, বোল্যান্ড পার্কে পার্ল রয়্যালসকে গুঁড়িয়ে দিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সৌরভের দল প্রিটোরিয়া। আর তারপরই বিশ্বকাপ প্রসঙ্গে কথা বলতে গিয়ে সৌরভ বলেন, “ভারত ঘরের মাঠে বিশ্বকাপ খেলবে, এর থেকে ভাল কিছু হতে পারে না। ভারতীয় দল সবসময়ই আমার প্রিয় দল। তাদের শক্তি হল স্পিন আক্রমণ। বরুণ চক্রবর্তী যদি সুস্থ থাকেন, সে ক্ষেত্রে সবদিক থেকেই লাভবান হবে দল।”

অবশ্যই পড়ুন: কলকাতা বাদে ভারতেরই অন্য শহরে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ দল? জানাল BCB

এদিন ভারতীয় দলের স্পিনারদের প্রশংসা করার পাশাপাশি সৌরভ গাঙ্গুলি জানান, কোচ হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এই সূত্রে অনেক কিছু শিখতে পেরেছেন মহারাজ। গাঙ্গুলির কথায়, “আমি আমার জীবনে প্রথমবারের মতো কোচ হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। আমি এটা পুরোপুরি উপভোগ করছি। আসলে আমি পার্থ জিন্দালের খুব ঘনিষ্ঠ। সে কারণেই আমাকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল। যত ম্যাচেই আমি অধিনায়কত্ব করি না কেন, যত ম্যাচই আমি খেলে থাকি না কেন এই অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। আমি কোচিং করাচ্ছি এবং এর থেকে আমি অনেক কিছু শিখছি।”

অবশ্যই পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগেই ধাক্কা টিম ইন্ডিয়ায়! চোট পেয়ে বাদ ঋষভ পন্থ

উল্লেখ্য, শুরুর দিকে ধাক্কা খেলেও ডারবান এবং শেষ পর্যন্ত পার্ল রয়্যালসকে 21 রানে হারিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে, প্রিটোরিয়া। তাতে বেজায় খুশি দাদা সৌরভ গাঙ্গুলি। এদিন ম্যাচ শেষের পর মহারাজ নিজে মুখে বলেন, “বিশ্বকাপ হোক কিংবা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অথবা দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ, আপনি যখন কোনও বড় প্রতিযোগিতা খেলেন শেষের দিকটা খুব কঠিন এবং প্রতিযোগিতামূলক হয়ে ওঠে। তবে সেখানেই সেরাটা উজাড় করে দিতে হয়।”

Leave a Comment